হঠাৎ উপহার পাওয়ার অনুভূতি ।
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি।
এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে পোস্ট লিখবো। হ্যাঁ হঠাৎ সারপ্রাইজ পেলে সত্যি অনেক ভালো লাগে। সারপ্রাইজ বলতে আজ অনেক বছর পর এমন উপহার পেলাম বলতে পারেন। অনেক দিন হয়েছে আমার মোবাইলে সমস্যা দেখা দিয়েছে। বলতে পারেন আমি কখনো নতুন মোবাইল ই চালাই নি। সবসময় সবার পুরাতন মোবাইল আমি চালিয়েছি। আপনাদের সাথে আমার এখানে পরিচয় আর আমার নিজের সম্পর্কে আপনাদের সাথে আমার তেমন কিছু বলারও হয়নি। আজ আসলাম একটু নিজের সম্পর্কে বলতে।
আপনারা শুনলে অবাক হবেন আমার চাহিদা বলতে কিছু নেই। আপনারা ভাববেন এই যুগের মেয়ে হয়ে চাহিদা নেই। হ্যাঁ সত্যি আমার কোনো চাহিদা নেই। আমি অনেক নরম মনের মানুষ তারজন্য আমাকে সবাই খুব সহজে ঠকিয়ে চলে যায়। তবে আমার কারো উপর কখনো রাগ অভিমান কিছুই হয়না। সবসময় চেষ্টা করি নিজেকে ফ্রেশ রাখতে। বিয়ের আগে বলেন আর বিয়ের পর বলেন কখনো কারো কাছে কিছু চাওয়ার ছিল না। তারজন্য হয়তো সবার কাছে ভালো ছিলাম।
বিয়ের আগে ভাইয়াদের পুরান মোবাইল চালাতাম আর বিয়ের পরও। তবে এটা ভাববেন না আমার হাসবেন্ড কিনে দিতে চায়নি। আমার কাছে একটা ছিল বলে আর কিনতে চায়নি। অযথা খরচ বাড়িয়ে লাভ কি? নিজেকে সবসময় নরমাল রাখতে খুব পছন্দ করতাম আর এখনও করি। তারজন্য অনেকের কাছে অনেক কথাও শুনতে হয়েছে আর এখনও হচ্ছে। তবে আপনারা বলেন যে নিজেক স্মার্ট বলে সে বেশি স্মার্ট, না কি যাকে মানুষ স্মার্ট ভাবে সে বেশি স্মার্ট?
যাই হোক কাজের কথায় আসি অনেক দিন হয়েছে আমার মোবাইলে সমস্যা দেখা দিয়েছে। আজ হঠাৎ করে আমার হাসবেন্ড বলে চলো বাহিরে যাব। এরপর বিকালে রেডি হয়ে মার্কেটে গেলাম। এরপর আমাকে নিয়ে মোবাইলের শোরুমে গিয়ে বলে তোমার কোন মোবাইল পছন্দ হয়। আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম। এর কিছুক্ষণ পর আমার ছোট ভাই আসলো। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে vivo সেট কিনে নিলাম। এর মূল্য নিয়েছে ১৬০০০ টাকা আর আমি মোবাইল পেয়ে অনেক খুশি। তারজন্য চলে আসলাম আমার অনুভূতি শেয়ার করার জন্য।
আশা করি আমার এই অনুভূতির কথা পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আসলে সমাজটা এরকম বেশি চঞ্চল হলেও খারাপ হতে হয় আবার বেশি নরম মনের মানুষ হলেও সেই আমাকে খারাপ হতে হয়। যাই হোক এতকিছু না ভেবে নিজেকে সবসময় সরল মনে রাখবেন এবং নিজের চাহিদা অল্প থাকলেই বেশি সুখে থাকে। যাহোক নিশ্চয়ই আপনি মোবাইলটা পেয়ে খুব খুশি হয়েছেন আর সুন্দর খুশির মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া আমি কখনো পরিবর্তন হতে চাই না। সব সময় একই রকম থাকতে চাই। দোয়া করবেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
হায়রে আপু কি আর বলবো গতকালই আমার হাত থেকে একই ব্রান্ডের ২৩ হাজার টাকা দামের মোবাইল পড়ে ভেঙ্গে গেল গো। আসলে পৃথিবীতে যাদের চাহিদা কম তারাই ঠকে বেশী। ভাইয়া ঠিক কাজটি করেছে। আপনাকে না বলে নিয়ে গেছে। আবার ১৬০০ টাকা দামের মোবাইলও কিনে দিছে। বেশ ভালই লাগলো।
আহারে আপু আপনার মোবাইল পরে ভেঙে গেল জেনে খারাপ লাগলো। হ্যাঁ আপু যাদের চাহিদা কম তারাই ঠকে বেশি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
যার যত চাহিদা কম সে তত সুখী মানুষ। আপনি নতুন গিফট পেয়েছেন এই দেখে ভালো লাগলো। যাই হোক দারুন এখন অনুভূতি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেহেতু আপনার ভালো লাগার একটা অনুভূতি আর আপনার ভালো লাগাকে কেন্দ্র করে আমাদের ভালোলাগা। কমিউনিটির কোন সদস্য যখন আনন্দ প্রকাশ করে তখন ঠিক আমারও অনেক ভালো লাগে।
ঠিক বলেছেন ভাইয়া যার চাহিদা কম সে তত সুখী মানুষ। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
সবাই যাকে স্মার্ট বলে অবশ্যই সে স্মার্ট। মোবাইল কেনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো আপু। আপনি আগে সবার ব্যবহার করা মোবাইল চালিয়েছেন। এই প্রথম নতুন মোবাইল পেয়ে সত্যিই ভালো লাগার কথা। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।