🏵️বিস্কিটের প্যাকেট ও আইসললির পাইপ দিয়ে ফুলের অরিগ্যামি🏵️
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। সবসময় নতুন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু আবিষ্কার করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। সেজন্য আজ একদম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝে নিয়েছেন কি পোস্ট করবো? হ্যাঁ আজ একটি সুন্দর ফুলের অরিগ্যামি নিয়ে এসেছি। তবে হয়তো আপনারা ভাবছেন এটা আবার নতুন কি? আমরা সবাই তো প্রতিদিন রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করি আর সবার মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করি। এর মধ্যে নতুন আবার কি আছে?
হ্যাঁ এই ফুলের মধ্যেই নতুনত্ব রয়েছে। আমরা সবসময় রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করি কিন্তু আজ আমি বিস্কিটের প্যাকেট দিয়ে ফুল আর আইস ললি দিয়ে পাতা বানিয়েছি। আমার ছেলে দোকানের জিনিস খেতে অনেক পছন্দ করে। তার এই ভাজে অভ্যাস আমি ছাড়াতে পারি না। সেজন্য প্রতিদিন আইস ললি, বিস্কেট আর কেক এগুলো আনা হয়। এগুলো খাওয়া শেষ হলে চিন্তা করলাম প্যাকেট গুলো কাজে লাগতে পারে তাই রেখে দিয়েছি। আমার এই কাজে আমার ছেলেও সাহায্য করেছে। যদি কখনো মনে না থাকে তখন সে নিয়ে রেখে আসে।
গতকাল সন্ধ্যায় বসে বসে ভাবছি এগুলো দিয়ে কিছু একটা বানাতে হবে। কিন্তু কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। তখন আমার ছেলে বলে আম্মু ফুল বানাও। তাই বসে পড়লাম ফুল বানাতে। কিন্তু প্যাকেট গুলো এত পিচ্ছিল ছিল ধরে ঠিক মতো কাটা একদম অসম্ভব হয়ে পড়েছিল আবার যখন কালার করতে গিয়েছি তখন তো আরও অবস্থা খারাপ। বহু কষ্টে রং করেছিলাম। এসব কাগজ দিয়ে ফুল বানানোর অভিজ্ঞতা কম ছিল তাই একটু কষ্ট হয়েছে। তবে যখন সম্পূর্ণ শেষ হলো তখন দেখে খুব ভালো লেগেছে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. বিস্কিটের প্যাকেট
২. কাঁচি
৩. গাম
৪. আইস ললির প্যাকেট
৫. পোস্টার রং
৬. তুলি
ফুল বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে বিস্কিটের প্যাকেট সুন্দর ভাবে ছোট ছোট করে কেটে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
এরপর একটি ছোট প্যাকেট নিয়ে ভাঁজ করে নেব। এখন কাঁচি দিয়ে ফুলের ডিজাইন করে কেটে নেবো। আমি এখানে ছোট বড় করে চারটি ফুল কেটে নিয়েছি।
𒆜৩য় ধাপ𒆜
এবার সবগুলো গাম দিয়ে লাগিয়ে নেবো। এরপর লাল কালার পোস্টার রং করে নিয়েছি।
𒆜৪র্থ ধাপ𒆜
এরপর আইস ললির প্যাকেট পাতার মতো করে কেটে নিলাম। এবার সবগুলো সবুজ কালার করে নিয়েছি।
𒆜৫ ম ধাপ𒆜
এখন পাতাগুলো গাম দিয়ে ফুলের নিচে লাগিয়ে নিলাম।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার ফুলের মাঝখানে দেওয়ার জন্য গোল করে কাগজ কেটে নিলাম। এবার গাম দিয়ে ফুলের মাঝখানে লাগিয়ে নিয়েছি। তাহলেই হয়ে যাবে আমার আজকের বিস্কিটের প্যাকেট ও আইসললির পাইপ দিয়ে ফুলের অরিগ্যামি।
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই অরিগ্যামির প্রতিটা ধাপ তৈরি করতে খুব কষ্ট হয়েছে। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। সবসময় নতুন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু আবিষ্কার করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। সেজন্য আজ একদম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝে নিয়েছেন কি পোস্ট করবো? হ্যাঁ আজ একটি সুন্দর ফুলের অরিগ্যামি নিয়ে এসেছি। তবে হয়তো আপনারা ভাবছেন এটা আবার নতুন কি? আমরা সবাই তো প্রতিদিন রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করি আর সবার মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করি। এর মধ্যে নতুন আবার কি আছে?
হ্যাঁ এই ফুলের মধ্যেই নতুনত্ব রয়েছে। আমরা সবসময় রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করি কিন্তু আজ আমি বিস্কিটের প্যাকেট দিয়ে ফুল আর আইস ললি দিয়ে পাতা বানিয়েছি। আমার ছেলে দোকানের জিনিস খেতে অনেক পছন্দ করে। তার এই ভাজে অভ্যাস আমি ছাড়াতে পারি না। সেজন্য প্রতিদিন আইস ললি, বিস্কেট আর কেক এগুলো আনা হয়। এগুলো খাওয়া শেষ হলে চিন্তা করলাম প্যাকেট গুলো কাজে লাগতে পারে তাই রেখে দিয়েছি। আমার এই কাজে আমার ছেলেও সাহায্য করেছে। যদি কখনো মনে না থাকে তখন সে নিয়ে রেখে আসে।
গতকাল সন্ধ্যায় বসে বসে ভাবছি এগুলো দিয়ে কিছু একটা বানাতে হবে। কিন্তু কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। তখন আমার ছেলে বলে আম্মু ফুল বানাও। তাই বসে পড়লাম ফুল বানাতে। কিন্তু প্যাকেট গুলো এত পিচ্ছিল ছিল ধরে ঠিক মতো কাটা একদম অসম্ভব হয়ে পড়েছিল আবার যখন কালার করতে গিয়েছি তখন তো আরও অবস্থা খারাপ। বহু কষ্টে রং করেছিলাম। এসব কাগজ দিয়ে ফুল বানানোর অভিজ্ঞতা কম ছিল তাই একটু কষ্ট হয়েছে। তবে যখন সম্পূর্ণ শেষ হলো তখন দেখে খুব ভালো লেগেছে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. বিস্কিটের প্যাকেট
২. কাঁচি
৩. গাম
৪. আইস ললির প্যাকেট
৫. পোস্টার রং
৬. তুলি
ফুল বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে বিস্কিটের প্যাকেট সুন্দর ভাবে ছোট ছোট করে কেটে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
এরপর একটি ছোট প্যাকেট নিয়ে ভাঁজ করে নেব। এখন কাঁচি দিয়ে ফুলের ডিজাইন করে কেটে নেবো। আমি এখানে ছোট বড় করে চারটি ফুল কেটে নিয়েছি।
𒆜৩য় ধাপ𒆜
এবার সবগুলো গাম দিয়ে লাগিয়ে নেবো। এরপর লাল কালার পোস্টার রং করে নিয়েছি।
𒆜৪র্থ ধাপ𒆜
এরপর আইস ললির প্যাকেট পাতার মতো করে কেটে নিলাম। এবার সবগুলো সবুজ কালার করে নিয়েছি।
𒆜৫ ম ধাপ𒆜
এখন পাতাগুলো গাম দিয়ে ফুলের নিচে লাগিয়ে নিলাম।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার ফুলের মাঝখানে দেওয়ার জন্য গোল করে কাগজ কেটে নিলাম। এবার গাম দিয়ে ফুলের মাঝখানে লাগিয়ে নিয়েছি। তাহলেই হয়ে যাবে আমার আজকের বিস্কিটের প্যাকেট ও আইসললির পাইপ দিয়ে ফুলের অরিগ্যামি।
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই অরিগ্যামির প্রতিটা ধাপ তৈরি করতে খুব কষ্ট হয়েছে। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। আপনি যে এত দারুন একটা ইউনিক কাজ করতেছেন। আজকে খুব ভালো লাগলো। যে বিস্কিটের প্যাকেট ও আইস ললির পাইপ দিয়ে ফুলের অরিগ্যামি তৈরি করা যায় আপনাকে না দেখলে জানতাম ই না। জি আপু সব সময় নতুন কিছু বানাতে ভালো লাগে এবং পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদেরও উচিত নতুন নতুন কিছু তৈরি করা। সকলের সুন্দর সুন্দর কাজ করতেছে। তার পাশাপাশি আমাদেরও আগ্রহ বাড়ছে। আজকে আপনি দারুন দক্ষতাই ফুলের অরিগ্যামি টা তৈরি করেছেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনি দিনের পর দিন নিজের মেধার বিকাশ প্রকাশ করছেন আমার বাংলা ব্লগে। সত্যিই দারুন সফলতা। আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল
ভাইয়া এত প্রশংসা করেছেন মনে হচ্ছে বেলুনের মতো ফুলে যাচ্ছি হা হা হা। ধন্যবাদ প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপুর মাথায় তো অনেক ইউনিক বুদ্ধি 🤪।বিস্কিটের ফেলনা প্যাকেট এবং আইসললির পাইপ দিয়ে বেশ সুন্দর ফুল বানিয়েছেন। বিভিন্ন সাইজের প্যাকেট কাটার কারণে ফুলটিতে বেশ একটি থ্রিডি ভাইব চলে এসেছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনার এই ডাই পোস্ট। আপনার জন্য অনেক শুভকামনা।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়েও খুব ভালো লাগলো। ধন্যবাদ।
সম্পূর্ণ নতুন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। বিস্কুটের প্যাকেট এবং আইসক্রিমের পাইপ দিয়ে আপনি যে ফুলটা তৈরি করেছেন সেটা সত্যি অনেক সুন্দর হয়েছে। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই ফুলটি দেখে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
বাহ দারুণ আপু চমৎকার একটি ক্রিয়েটিভিটি শেয়ার করলেন আপনি। দেখে তো ভীষণ ভালো লেগেছে। বিস্কিটের প্যাকেট এবং আইসললির পাইপ দিয়ে দারুন একটি অরিগ্যামি তৈরি করলেন আপনি। সত্যি বলতে আপু অসাধারণ ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ক্রিয়েটিভিটি আপনি আমাদের সাথে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
আপু দোকানের জিনিস খাওয়ার অভ্যাসটা মোটেও ভালো না। যতটা সম্ভব আপনার ছেলেকে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। তবে আপনার ফুলের অরিগ্যামি সুন্দর হয়েছে। আপনার কাজের প্রশংসা করতেই হয়।
ভাইয়া অনেক চেষ্টা করি বাহিরের জিনিস না দেওয়ার কিন্তু পারি না। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
বিস্কিটের প্যাকেট এবং আইসললির দিয়ে আপনি খুবই চমৎকার ফুলের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। কিছু কিছু ডাই প্রজেক্ট আছে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনার এই ডাই প্রজেক্ট দেখে যে কেউ মুগ্ধ হবে বিশেষ করে কালার কম্বিনেশন টা অসাধারণ ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া কিছু কিছু ডাই প্রজেক্ট রয়েছে যেগুলো দেখতে অনেক বেশিই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।