কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। ফুল ভালোবাসে না এমন লোক নেই। কম বেশি আমরা সবাই ফুল পছন্দ করি। হয়তো ফুলের মধ্যে কারো এক রকম ফুল পছন্দ তো কারো অন্যরকম ফুল পছন্দ। কিন্তু ফুল সবারই পছন্দের। আমার খুবই পছন্দের ফুল গোলাপ। তাছাড়া রজনীগন্ধা ফুলের ঘ্রাণ খুব ভালো লাগে আমার কাছে। এখন অবশ্য রজনীগন্ধা ফুল তেমন একটা দেখা যায় না। এখন এত ধরনের নতুন নতুন ফুল এসেছে সেজন্য রজনীগন্ধার কদর মনে হয় কমে গিয়েছে। আগে তো ফুলের তোড়া বলতেই রজনীগন্ধা ফুল বোঝাত এবং এই ফুলের ঘ্রাণ এ মন ভরে যেত। বর্তমান সময়ে এত নতুন নতুন ফুল দেখা যায় যে আমি বেশিরভাগ ফুলেরই নাম জানিনা। তারপরও ফুল দেখলে কি ফটোগ্রাফি না করে থাকা যায়। তাই তো বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_9241.jpeg


এই ফুল গুলোর নাম নাকি ফুরুস ফুল। যদিও আমার নাম জানা ছিল না একজনের পোস্ট থেকে এই ফুলগুলোর নাম জেনেছি। কেমন যেন লেগেছে নামটি আমার কাছে। আসলেই কি এই ফুলের নাম ফুরুস ফুল? কেউ জেনে থাকলে জানাবেন। ফুলটি কিন্তু দেখতে খুবই সুন্দর।


IMG_9259.jpeg


এগুলো রঙ্গন ফুল। রঙ্গন ফুল অবশ্য অনেক আগে থেকেই দেখে এসেছি। আগে শুধু এই লাল কালারটি দেখা যেত। এখন তো আরো বিভিন্ন কালারের দেখা যায়। সবগুলো কালারই বেশ চমৎকার। ছোটবেলায় এই ফুল নিয়ে ভিতর থেকে মধু খাওয়ার চেষ্টা করতাম। কিছু কিছু ফুলের মধ্যে পাওয়াও যেত।


IMG_9242.jpeg


IMG_9243.jpeg



IMG_9248.jpeg


উপরের ফুল গুলোর নাম আমার জানা নেই।
নিচের ফুলগুলো জারবেরা ফুল। এগুলো মেয়েরা বিভিন্ন সময় চুলের খোপায় গুজে খোপার সৌন্দর্য বাড়ানোর জন্য। খুব ভালো লাগে দেখতে। বিভিন্ন ধরনের কালারের হয় এই ফুলগুলো।


IMG_9250.jpeg


IMG_9271.jpeg


উপরের গুলো জেসমিন ফুল। এই জেসমিন ফুলের ঘ্রাণ খুবই সুন্দর। এজন্যই তো বিভিন্ন কসমেটিকস এ এই ফুলের ঘ্রাণ দেয়া হয়। আর নিচের ফুলটি কাঠ গোলাপ ফুল। সাদা কাঠ গোলাপ আমার কাছে খুবই ভালো লাগে।


IMG_9284.jpeg


IMG_9306.jpeg


উপরের ফুলগুলো বাগান বিলাস ফুল। এগুলো বিভিন্ন বাসা বাড়ির গেটের উপরে দেখা যায়। খুব চমৎকার লাগে দেখতে। আর নিচের ফুলগুলো তো সবাই চিনেন। এখানে বেশ কয়েকটি কালারের গোলাপ ফুল রয়েছে।


IMG_9323.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে । আর আপনি ঠিকই বলেছেন এখন বিভিন্ন ফুলের মাঝে রজনীগন্ধা ফুল যেন হারিয়ে যাচ্ছে। তার পরেও রজনীগন্ধার ঘ্রাণ এর কাছে কোন ফুলই টিকবে না । তবে আপনি যে ফুলটিকে জেসমিন ফুল বলছেন আমার তো মনে হল ওই ফুলটি বেলি ফুল । আর কাঠগোলাপ যেটিকে বলছেন সেই ফুলটির নাম হচ্ছে নাগ চাপা ফুল। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দারুন ছিল ধন্যবাদ আপনাকে।

 last year 

রজনীগন্ধা ফুলের ঘ্রাণে অন্যরকম একটা আকর্ষণ কাজ করে। এখনকার ফুলের ঘ্রানে সেরকম আকর্ষণ কাজ করে না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো আমার মন ছুয়ে গেছে, বর্ণনা ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 last year 

ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তাছাড়া এরকম ফটোগ্রাফির হলে তো কথাই নেই। ধন্যবাদ আপনাকে।

 last year 

ফুল ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে,এটা ঠিক একেক জনের একেক ফুল পছন্দ।আমি স্পেসিফিক ভাবে বলতে পারবো কোন ফুল বেশি ভালো লাগে,একেক সময় একেক ফুল, ফুলের কালার ভালো লাগে। তবে রজনীগন্ধার ঘ্রান আমার অনেক ভালো লাগে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর। ধন্যবাদ

 last year 

আমার কাছেও সব ফুল ভালো লাগে কিন্তু ফুলের মধ্যে গোলাপ ফুল বেশি ভালো লাগে। আর রজনীগন্ধা ফুলের ঘ্রাণ যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু।আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি চোখ ফেরাতে পারছি নি।ফুল আমার অনেক ভালো লাগে। আপনার সব ফুলগুলোর ফটোগ্রাফি অনেক সুন্দরের মধ্যে একটু বেশি ভালো লেগেছিল।ফুরুস ফুলের ফটোগ্রাফিটি, এটি আমি আজ প্রথম দেখলাম।

 last year 

আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি চোখ ফেরাতে পারছেন না জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায়না। ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালো। খুবই সুন্দর ভাবে আপনি এই প্রত্যেকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং এই প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আর বিশেষ করে আপনি যে ফুরুস ফুলের ফটোগ্রাফিটি করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 last year 

ফুরুস ফুল গুলো দেখতে আসলেই খুব চমৎকার। এজন্য ফটোগ্রাফিও ভালো আসে। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফি পর্ব থেকে বিভিন্ন ধরনের ফুল দেখতে পেলাম তার মধ্যে বাগান বিলাস ফুলগুলোর সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। টিশুর মত পাতলা পাপড়ি গুলো এই ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। আপনি আপনার ফটোগ্রাফি করার দক্ষতা দিয়ে সেই সৌন্দর্যটা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাইয়া বাগান বিলাস ফুল গাছ গুলো দেখতে আসলেই খুব চমৎকার লাগে। ফুল দিয়ে একেবারে ভর্তি হয়ে থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে বেশ কয়েক প্রকারের গোলাপ ফুল যখন একসাথে ফুটে রয়েছে, আর সেই সময়ের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো চোখ জুড়ানো ছিল।আপু, এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

এতগুলো গোলাপ ফুল একসঙ্গে দেখে আমার তো মনে হচ্ছিলো সবগুলো ফুলগাছ কিনে নিয়ে আসি। এত ভালো লাগছিল দেখতে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। তবে ফুল বলতে আগে গোলাপ ফুল এবং গন্ধরাজ ফুল বেশি দেখা যেত। গন্ধরাজ ফুলের ঘ্রাণ বেশ চমৎকার ছিল। এবং ফুলের তোড়ার মধ্যে গন্ধরাজ ফুল বেশি থাকত কথাটি ঠিক বলেছেন। এখন অনেক ধরনের ফুল আছে অনেক ফুলের নাম আমরা জানিও না। যাই হোক খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে বননা দিয়ে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 last year 

এখন রজনীগন্ধা ফুল তেমন একটা দেখাই যায় না। যাই হোক আপু ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91