বিভিন্ন ধরনের মিষ্টির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বেশ কিছু মজাদার মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করবো। মিষ্টি খেতে কে না পছন্দ করে। বিভিন্ন খাওয়া-দাওয়া শেষে মিষ্টি খাওয়ার একটা প্রচলন রয়েছে। তাছাড়া বিয়ে বাড়িতে তো মিষ্টি ছাড়া চলেই না। যেকোনো অনুষ্ঠানে মিষ্টি ছাড়া যেন অসম্পূর্ণ। কোনো ভালো কাজের জন্য সবাই মিষ্টিমুখ করে। আগেকার দিনে এরকম বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যেত না। তখন খুবই কম ভ্যারাইটির মিষ্টি পাওয়া যেত। এখন এত রকমের মিষ্টি পাওয়া যায় যে এর নাম ও মনে রাখা সম্ভব নয়। আর একটি থেকে আরেকটি বেশি মজাদার হয়ে থাকে। আমার অবশ্য ঢাকাতে ওয়েল ফুডের মিষ্টি খুব ভালো লাগে। তাছাড়া প্রিমিয়াম সুইটসের মিষ্টি খুবই মজাদার হয়। যদিও আমি মিষ্টি খুব একটা খাই না। এমনিতে মোটা হওয়ার একটা প্রবণতা রয়েছে, তারপরে মিষ্টি খেলে আরো বেশি মোটা হয়ে যাই। লাস্ট কবে মিষ্টি খেয়েছি মনেও নেই। সামনে এরকম মজাদার মিষ্টি দেখলে খুব খেতে ইচ্ছা করে। তারপরও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। ঝাল খাবার দেখলে অবশ্য কন্ট্রোল করতে পারি না। কিন্তু মিষ্টি খাবার দেখলে তাও কিছুটা কন্ট্রোল করা যায়। যাই হোক আজকের বিভিন্ন ধরনের মিষ্টির ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে আশা করি।


IMG_8248.jpeg


এই মিষ্টি দুটির নাম সর মালাই। যদিও নাম দুটি গুগলে সার্চ দিয়ে বের করলাম। যখন কিনেছিলাম তখন নাম শুনেছিলাম পরে ভুলে গিয়েছি। এই মিষ্টিগুলো প্রিমিয়াম সুইটসের মিষ্টি। প্রিমিয়াম সুইটসের মিষ্টি গুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। এই মিষ্টি গুলোর কেজি পড়েছিল ৮৫০ টাকা করে।


IMG_8247.jpeg


এই মিষ্টি গুলোর নাম লালমোহন। এই মিষ্টি এর ছবি আমার ননদের বাসায় গিয়ে তুলেছিলাম। এই মিষ্টিগুলো বাইরে পাওয়া যায় না। শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভিতরে এই মিষ্টি গুলো পাওয়া যায়। এত বেশি মজাদার যে একটি খেলে দুই তিনটি অনায়াসে খেয়ে ফেলা যাবে।


IMG_8354.jpeg


IMG_20240206_193403.jpg


এগুলো হাওয়ায় মিঠাইয়ের ছবি। বাচ্চারা খুব পছন্দ করে। তাছাড়া নিচে জিলাপির ছবি রয়েছে। এই ছবি দুটি আমার হাসবেন্ডের অফিসে গিয়ে তুলেছিলাম। এই হাওয়াই মিঠাই দেখলে বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। বিভিন্ন কালারের এগুলো পাওয়া যায়।


IMG_20240206_193351.jpg


IMG_20240206_193328.jpg


উপরের মিষ্টিটির নাম বাকলাভা। এই মিষ্টিগুলো খেতে বেশ মজাদার। এই মিষ্টি আমার ননদের হাজবেন্ড তুর্কি থেকে নিয়ে এসেছিলো। এগুলো আমাদের দেশেও পাওয়া যায়। এই মিষ্টির কেজি প্রিমিয়াম সুইটস এ ১১৫০ টাকা করে। আর নিচের মিষ্টি গুলো ওয়েল ফুডের। এই মিষ্টি গুলোর কেজি ৭৫০ টাকা করে। এই মিষ্টির নাম এখন আমার মনে নেই।


IMG_20240206_193257.jpg


এই ছিল আমার বিভিন্ন মজাদার মিষ্টির ফটোগ্রাফি। আশাকরি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5/ i phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

বাহ দারুন কতগুলি মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করেছেন ।দেখেই তো খেতে ইচ্ছে করছে।যদিও আমি মিষ্টি খুব কমই খাই ,তবে আপনার থেকে একটু বেশি খাই।বেশ লোভনীয় ছিল মিষ্টি গুলি।ধন্যবাদ আপনাকে এত মজার মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 months ago 

মিষ্টি না খেতে খেতে এখন আর তেমন একটা খেতেও ইচ্ছা করে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 4 months ago 

বেশ দারুন কিছু লোভনীয় মিষ্টির ফোটোগ্রাফি করেছেন। দেখেইতো লোভ লেগে গেলো মিষ্টি খেতে আমিও ভীষণ পছন্দ করি। আপনি ঠিক বলেছেন এখন এত রকমের মিষ্টি পাওয়া যায় যে সবগুলোর নাম মনে রাখা আসলেই মুস্কিল। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

এখানে তো খুবই অল্প ডিজাইনের মিষ্টি রয়েছে। আরও যে কত রকমের মিষ্টি হয় তা মিষ্টির দোকানে গেলেই বোঝা যায়।

 4 months ago 

যেকোনো অনুষ্ঠান কখনোই মিষ্টি ছাড়া সম্পন্ন হতে পারে না। এটা আপনি একদম ঠিক বলেছেন । মিষ্টির ফটোগ্রাফি গুলো দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। বাকলাভা কখনো খাওয়া হয়নি এবং দামটাও অনেক বেশি। খেতে ইচ্ছে করছে খুব এটি।

 4 months ago 

বাকালাভা মিষ্টি খেতে খুবই মজা। সময় সুযোগ হলে একবার খেয়ে দেখবেন আপু ভালো লাগবে আশা করি।

 4 months ago 

আপনি খাওয়ালে খেতে পারি🤭🤭

এতো টাকা দিয়ে আমি কিনবোনা🤣🤣

 4 months ago 

ওয়াও এত সুন্দর সুন্দর মিষ্টি তাও আবার ফটোগ্রাফি। ইস আপু কিছু প্যাকেট করে পাঠিয়ে দিতেন। আগে খেয়ে নিতাম। আমি কিন্তু মিষ্টি খেতে অনেক পছন্দ করি। তবে তো সুন্দর মিষ্টি মন্তব্য করতে পারতাম। আপনি তো বললেন কোন ভাল কিছু করার আগে মিষ্টি খেলে ভালো হয়। আর আপনি আজকে এত সুন্দর কিছু মিষ্টির ফটোগ্রাফি করলেন যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।
এ কথাটি ঠিক বলেছেন আপু। আগেকার দিনে এত ভালো বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যেত না। এখন এত ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের নামের মিষ্টি এত নাম গুলো মনে রাখা অসম্ভব। তবে আজ আপনার মিষ্টি গুলো দেখে কিছু নাম জেনে নিলাম।ধন্যবাদ আপু আপনাকে।বেশ কিছু সুন্দর মিষ্টির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বেশি মিষ্টি খাওয়া ঠিক না। মিষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছবি দেখেই মন ভরিয়ে নেন আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 4 months ago 

বিভিন্ন রকম মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি মিষ্টি খেতে আমার কাছে খুব ভালো লাগে। এত ধরনের মিষ্টি দেখে তো খেতে লোভ লেগে গেলো। এখন অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। সবগুলোর নাম মনে থাকে না। আপনার মিষ্টির ফটোগ্রাফি গুলো দেখে খেতে ইচ্ছে করছে। মজাদার মিষ্টির ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আমার মিষ্টিগুলো তো আর খেতে পারছেন না। বাজার থেকে কিনে নিয়ে আসেন। কিছু মিষ্টি খেয়ে নেন আপু। ইচ্ছাকে দমিয়ে রাখা ঠিক না।

 4 months ago 

আপু আপনার মিষ্টির ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। ফুড ওয়েলের মিষ্টি আমার খাওয়া হয়নি।তবে প্রিমিয়ামের মিষ্টি আমার খাওয়া হয়।খেতে ভীষণ মজার।এটা ঠিক বলেছেন, আজকাল এতো এতো মিষ্টি দেখা যায়। যা আগে দেখা যেতো না।আমিও মিষ্টি কম খাই।তবে বিকেল হলে কেন জানি খুব মিষ্টি খেতে ইচ্ছে করে।আর সেই বিকেলেই আপনি এই দারুন মজার মজার মিষ্টির ফটোগ্রাফি পোস্ট করলেন আপু।😂

Posted using SteemPro Mobile

 4 months ago 

ফুটওয়েলের মিষ্টি গুলো খুবই মজা আপু। এখন তো সব জায়গায় এর দোকান রয়েছে। টেস্ট করে দেখতে পারেন।

 4 months ago 

ওয়াও এত মজার মজার মিষ্টির ফটোগ্রাফি দেখে জিভে জল চলে আসলো। আসলে সামনে হঠাৎ করে যদি এরকম মজাদার মিষ্টিগুলো দেখতে পাই তাহলে লোভ না আসে থাকা যায় না। তাছাড়া ফটোগ্রাফি কোয়ালিটি ও বেশ অনেকটা সুন্দর ছিল। ধাপে ধাপেও চেষ্টা করেছেন ফটোগ্রাফির বর্ণনা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ এরকম মজাদার মিষ্টির ফটোগ্রাফি করার জন্য।

 4 months ago 

আমার কেন যেন মিষ্টি দেখে একদমই লোভ লাগে না। কারণ আমি মিষ্টি তেমন একটা খাই না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 4 months ago 

মিষ্টি খেতে আমি ভীষণ পছন্দ করি। সর মালাই আমার পছন্দের একটি মিষ্টি। আপনার মিষ্টির ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু। তবে ছবি দেখালে হবে না দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

মিষ্টি খেতে হলে তো বাসায় আসতে হবে। তা না হলে তার উপায় নেই। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 4 months ago 

মোটা হয়ে যাবেন এই কথা চিন্তা করে কেউ মিষ্টি খাওয়া বন্ধ করে নাকি আপু!🤔 আপনি মিষ্টি খাবেন, তারপর একটু দৌড়াদৌড়ি করবেন সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আপনি বহুদিন যাবৎ মিষ্টি খান না, এটা শুনে অনেক বেশি অবাক হলাম। কারণ আমি নিজে তো এক দিনও মিষ্টি না খাওয়া ছাড়া থাকতে পারি না,সামান্য পরিমাণ হলেও খাব। আপনার শেয়ার করা সবগুলো মিষ্টির ফটোগ্রাফি আমার কাছে অত্যন্ত লোভনীয় এবং সুন্দর মনে হয়েছে। তবে একটা মিষ্টি যেটা একটু অন্যরকম মনে হলো আমার কাছে, সেটা হলো বাকলাভা। এই মিষ্টিটা এর আগে আমি কখনো দেখিনি কিংবা নামও শুনিনি।

 4 months ago 

দৌড়াদৌড়ি করার সুযোগই হয় না। এই জন্যই তো মিষ্টি খাওয়ায় ছেড়ে দিয়েছি। যাই হোক ভাইয়া ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66120.88
ETH 3555.65
USDT 1.00
SBD 3.12