আলু বেগুন দিয়ে বোয়াল মাছের রেসিপি।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

বোয়াল মাছ খুব সুস্বাদু হয়। এই মাছের কাঁটা কম থাকায় খেতে খুবই সুবিধা হয়। বাচ্চারা আরামে খেতে পারে। আমার খুবই পছন্দের একটি মাছ। তাছাড়া এই মাছ যদি সবজি দিয়ে রান্না হয় তাহলে তো স্বাদ অনেক গুন বেড়ে যায়। আজকে আমি আলু বেগুন ও পিয়াজের কলি দিয়ে বোয়াল মাছের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করি।



IMG_20211224_151832.jpg



প্রয়োজনীয় উপকরণ

বোয়াল মাছ৯ পিছ
পেঁয়াজ কুচি২টি
মরিচ৪টি
পেঁয়াজ বাটা৪টেবিল চামচ
আদা বাটা১ টেবিল চামচ
রসুন বাটা১টেবিল চামচ
হলুদের গুঁড়া১টেবিল চামচ
মরিচ গুঁড়া১টেবিল চামচ
ধনে গুঁড়া১টেবিল চামচ
জিরা গুড়া১টেবিল চামচ
ধনিয়াপাতাপরিমানমতো
লবণপরিমাণমতো
তেলপরিমানমতো
আলু১টি
বেগুন১টি
পেঁয়াজের কলি৫টি


IMG_20211224_152104.jpg

১ম ধাপ

IMG_20211224_152118.jpg
প্রথমে কড়াইয়ে পরিমাণমতো তেল নিয়ে নিয়েছি।

২য় ধাপ

IMG_20211224_152125.jpg
তেল গরম হলে তার মধ্যে পিয়াজ মরিচ কুচি দিয়ে দিয়েছি।

৩য় ধাপ

IMG_20211224_152151.jpg
পেঁয়াজ মরিচ কুচি একটু ভাজা হলে তার মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি।

৪র্থ ধাপ

IMG_20211224_152158.jpg
বাটা মসলা গুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি।

৫ম ধাপ

IMG_20211224_152208.jpg
মসলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি।

৬ষ্ঠ ধাপ

IMG_20211224_152228.jpg
মসলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি।

৭ম ধাপ

IMG_20211224_152236.jpg
এখন সামান্য একটু পানি দিয়ে দিব মাছগুলো কষানোর জন্য।

৮ম ধাপ

IMG_20211224_152248.jpg
মাছগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি।

৯ম ধাপ

IMG_20211224_152316.jpg
মাছগুলো কষানো হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রেখেছি।

১০ম ধাপ

IMG_20211224_152324.jpg
এখন ওই মসলার মধ্যে আলু, বেগুন এবং পেঁয়াজের কলিগুলো দিয়ে দিয়েছি।

১১তম ধাপ

IMG_20211224_152338.jpg
সবজিগুলো কষিয়ে নেব।

১২তম ধাপ

IMG_20211224_152347.jpg
সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।

১৩তম ধাপ

IMG_20211224_152357.jpg
ভালোমতো কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য।

১৪তম ধাপ

IMG_20211224_152405.jpg


IMG_20211224_152419.jpg
সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে মাছ গুলো দিয়ে দিয়েছি।

১৫তম ধাপ

IMG_20211224_152429.jpg একটু কিছুক্ষণ রান্নার পর জিরা গুড়া দিয়ে দিয়েছি।

১৬তম ধাপ

IMG_20211224_152438.jpg
জিরা গুড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্নার পর ধনিয়া পাতা গুলো দিয়ে দিয়েছি।

১৭তম ধাপ

IMG_20211224_152448.jpg
এ পর্যায়ে পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এবং চুলা বন্ধ করে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার আলু, বেগুন ও পেঁয়াজের কলি দিয়ে বোয়াল মাছ। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Sort:  
 2 years ago 

বোয়াল মাছ আমার খুবই পছন্দ। এবং এটা ঠিকই বলেছেন আপু কাটা কম থাকায় বাচ্চারা সহজেই খেতে পারে। আলু বেগুন দিয়ে বোয়াল মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন। এবং মাছের মধ্যে আলু এবং বেগুন এর ব‍্যবহার বেশি দেখা যায়। ধন্যবাদ আপু সুন্দর টেস্টি একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

জি ভাইয়া আমি সবজি দিলে আলু বেগুন দিয়েই রান্না করি। এইভাবে রান্না করলে মজা লাগে বেশি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু বেগুন আর বোয়াল মাছের সমন্বয়ে আপনি খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করতে সক্ষম হয়েছেন আপু। আশাকরি আপনার রেসিপি টা অনেক সুস্বাদু হয়েছিল। সুস্বাদু হবার পেছনে আরও একটি কারণ আছে বলে আমি মনে করি সেটি হচ্ছে রান্নার প্রায় শেষ ভাগের দিকে আপনি ধনিয়া পাতা দিয়েছেন। আমি মনে করি এটি ছাড়া রান্নার গুণগত মানকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ধনিয়াপাতা দেয়ার জন্য অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।

 2 years ago 

বোয়াল মাছ এমনি আমার খুব প্রিয় একটি মাছ। যখনই বাজারে সামনে পাই তখনি কিনে ফেলি ।
বোয়াল মাছের রেসিপি টি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কেউ মাছ ভেজে খেতে পছন্দ করে, আবার কেউ মাছ ভাজা ছাড়া পছন্দ করে ।এক একজনের রুচি এক এক রকমের । আপনার এই রেসিপিটি ধরন ভালো ছিল ধাপে ধাপে খুব সুন্দর উপস্থাপন করেছেন ।ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি মাছ ভেজে খুব কম রান্না করি। মাছ ভাজতে ভয় লাগে। এভাবে রান্না করলেও মজা লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আলু বেগুন দিয়ে বোয়াল মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। বোয়াল মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। আমি বোয়াল মাছ খেতে অনেক পছন্দ করি। আপনি অনেক সুন্দর করে আলু বেগুন দিয়ে বোয়াল মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বোয়াল মাছ নদীর মাছ খাওয়ায় আমার খুব প্রিয় একটি মাছ। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বোয়াল মাছের রেসিপি উপস্থাপন করেছেন। আমার দেখে খুব খেতে ইচ্ছা করছে। আপনি প্রতিটি ধাপ খুব নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন ।এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বোয়াল মাছ আমারও খুব পছন্দের। এইভাবে রান্না করলে খুব মজা লাগে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বোয়াল মাছের রেসিপি আমার কাছে অনেক মজা লাগে কারণ বোয়াল মাছে প্রচুর চর্বি থাকে। আপনার তৈরি রেসিপি দেখে ও খুব লোভনীয় মনে হচ্ছে। বড় বড় বোয়াল মাছের পিস দেখে খেতে ইচ্ছে করছে। আপনার জন্য শুভকামনা রইলো আপু 💚

 2 years ago 

জি ভাইয়া বোয়াল মাছের চর্বির জন্য বেশি মজা লাগে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু,বোয়াল মাছ দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। কাটা না থাকার কারণে এই মাছ খেতে আমারও খুব ভালো লাগে। এখন আপনার রান্না দেখে খেয়ে পেলতে ইচ্ছে করতেছে। কি যে করি,এত সুন্দর করে রান্না পরিবেশন করলে খেতে ইচ্ছে হবে এটাই তো স্বাভাবিক। ধন্যবাদ রইল আপু এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বোয়াল মাছের কাঁটা কম থাকায় আমার বাচ্চারাও বেশ পছন্দ করে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আলু আর বেগুন দিয়ে বোয়াল মাছের অসাধারণ একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে দেখেই জিভে জল চলে আসলো মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে বল মাছ আমার খুব প্রিয় পদ্মার ধারে বাস করায় মাঝেমধ্যেই কিনে খাওয়া হয় রেসিপি প্রস্তুত প্রণালি আমাদের সাথে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

 2 years ago 

মনে হচ্ছে না আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আপনি। বোয়াল মাছের রান্না। বোয়াল মাছ অনেক সুস্বাদু একটা মাছ। আপনার রান্নার প্রক্রিয়া অনেক সুন্দর হয়েছে আপু। তা থেকেই বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে খেতে। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64349.10
ETH 3502.88
USDT 1.00
SBD 2.54