এসো নিজে করি একটি পোলের থ্রিডি আর্ট (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

জ আমি আপনাদের সঙ্গে একটি নতুন আর্ট নিয়ে এসেছি। সেটি হল থ্রিডি আর্ট। এই আর্ট আমি আগে কখনো করিনি। এই আর্ট অনেক দেখেছি। এই আর্ট দেখে আমার খুব করতে ইচ্ছে করতো। কিন্তু সাহস পেতাম না। ভাবতাম যে এটি কি আঁকতে পারব? তার পরেও আজকে আমি খাতা-কলম নিয়ে বসে গেলাম যে যা হয় হোক একবার চেষ্টা করে দেখি আঁকতে পারি কিনা। অনেক কষ্ট করে আকার পরে দেখলাম যে না কিছুটা হলেও থ্রিডি পোল আঁকতে পেরেছি। বাকিটা আপনারা বলতে পারবেন যে কেমন হয়েছে। অবশ্যই জানাবেন যে আমার থ্রীডি আর্টটি কেমন হয়েছে। তাহলে শুরু করি।

Polish_20211118_001157984.jpg



প্রয়োজনীয় উপকরণ

একটি সাদা খাতা

একটি কালো সাইন পেন

একটি পেন্সিল

একটি কম্পাস

একটি স্কেল


IMG_20211118_115419.jpg


  • প্রথমে খাতার উপরে ডান সাইডে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_20211118_012403.jpg


  • এবার একদম নিচের বাম সাইডে আর একটি বৃত্ত এঁকে নিয়েছি ওই একই সমান।

IMG_20211118_012347.jpg


  • উপরের বৃত্তটির ভিতরে এভাবে লম্বা করে দাগ দিয়ে দিয়েছি।

IMG_20211118_012331.jpg


  • তারপর বৃত্ত দুটি সাথে লম্বা দাগ দিয়ে দিয়েছি।

IMG_20211118_012417.jpg


  • এখন ভিতরে এভাবে লম্বা লম্বা দাগ দিয়ে দিয়েছি।

IMG_20211118_012428.jpg


  • তারপর বাম সাইডে এভাবে স্কেল দিয়ে লম্বা লম্বা দাগ দিয়ে দিয়েছি।

IMG_20211118_012437.jpg


  • এখন এক সাইডে এবং নিচে এভাবে কালো রং করে দিয়েছি।

IMG_20211118_012446.jpg


  • হাত দিয়ে রংগুলো মিশিয়ে দিয়েছি।

IMG_20211118_012501.jpg


  • তারপর সাইডে এভাবে একটু শ্যাডোর জন্য এঁকে নিয়েছে।

IMG_20211118_012510.jpg


  • তারপরে পেন্সিল দিয়ে স্যাডো হালকা কালো করে নিয়েছি।

IMG_20211118_012518.jpg


  • তারপর কাঁচি দিয়ে চারপাশের বাড়তি কাগজ কেটে ফেলেছি।

IMG_20211118_012527.jpg

IMG_20211118_012540.jpg


  • এভাবেই তৈরি হয়ে গেল আমার পোলের থ্রিডি আর্ট। আর্টটি করা শেষে আমি যেটি বুঝতে পারলাম যে এই আর্টটি আঁকা থেকে এটিকে ঠিকমতো ছবি তোলাই বেশি কষ্টকর ।আমার এটি আঁকতে যত সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে এর ছবিটি তুলতে। ঠিক পজিশন থেকে ছবিটি তোলা না হলে থ্রিডি আর্টটি বোঝা যায়না। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Sort:  
 2 years ago 

বিশ্বাস করুন দিদি আমি প্রথমে মনে করেছিলাম টেবিলের উপরে একটি দন্ড রাখা আছে। তারপর শিরোনাম পড়ে বুঝতে পারলাম আপনি অঙ্কন করেছেন। দারুন কাজটা করেছেন। সব ধাপ গুলো হা করে দেখলাম শুধু। 👌👌👌👌। শুভেচ্ছা রইলো দিদি।

 2 years ago 

ধন্যবাদ আপু । আপনার মন্তব্য পরবর্তীতে আমাকে অনেক উৎসাহ যোগাবে।

আপু অসাধারণ হয়েছে আপনার এই থ্রিডি আংকনটি।

আপনার হাতের কাজ খুবই ভালো এবং সুন্দর উপস্থাপনা করে এঁকেছেন আমার অনেক ভালো লেগেছ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ, এটি একটি খুব অসাধারণ পেইন্টিং.
আমি সত্যিই এটা দেখতে পছন্দ.

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এটা আপনি ঠিক বলেছেন যে থ্রিডি আর্ট করার চেয়ে ছবি তোলা কিছুটা মুশকিল। কারণ ছবি তোলা যদি ঠিক না হয় তাহলে আর্টটির বিশেষত্ব টাই হারিয়ে যায়। তবে আমি বলবো আপনার ছবি আঁকা এবং ছবি তোলা দুটোই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সব ছবি তোলা গুলোই খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। আপনার এই মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। আমি আরো আঁকার চেষ্টা করব ভবিষ্যতে।

ওয়াও আপু।আপনার 3D পোলেপ অসাধারন হয়েছে।আসলে এমন আর্ট করা আসলেই একটু সময় এবং ধর্য আর ব্যাপার।আর আপনি আমদের এমন সুন্দর সুন্দর মনোমুগ্ধ কর পোস্ট মাঝে মাঝে শেয়ার করেন।আপনাকে আর ধন্যবাদ না দেই।শুভ কামনা ও ভালোবাসা রইলো আপু। এগিয়ে যান আপন গতিতে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ও মাই গড 😯😯 প্রথমে আমি অংকটি দেখে কিছু সময় নিস্তব্ধ হয়ে গেছিলাম। এটাও কি সম্ভব দেখে বোঝার উপায় নাই এটি অংকন। আপনার অসাধারণ প্রতিভা প্রশংসা করতেই হচ্ছে। শুভেচ্ছা রইল আপনার জন্য ভবিষ্যতে এমন অংকন আরো আশা করব। গুছিয়ে পোস্টটি তৈরি করেছেন, মার্ক ডাউনের ব্যবহারটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

বাহ আপু অনেক সুন্দর পোলের থ্রিডি আর্ট অঙ্কন করেছেন আপনি। এটা সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেকটা ধাপ নিখুঁতভাবে শেয়ার করেছেন আমাদের সাথে। এটা দেখে সত্যিই অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটা থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনিও চেষ্টা করে দেখবেন ।

 2 years ago 

পোলের থ্রিডি আর্ট টা অনেক সুন্দর তৈরি করেছেন আপু। এককথায় অসাধারণ। প্রথমে দেখে আমি ভাবছিলাম খাতার উপর সত্যি সত্যি ছোট একটা পোল রাখা হয়েছে 😄। কিন্তু পরে ভালো করে দেখি এটা আপনি আর্ট করেছেন।
এবং আপনার পোস্টের উপস্থাপনা টা অনেক ভালো হয়েছে।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে আপু একটা জিনিস খুবই ভালো লাগলো। আপনার মার্কডাউনের ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে। পোষ্টটির সৌন্দর্য পায়। পরিবেশন ভাল করা হলে আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। এটা খুবই ভালো লেগেছে তারপর আপনার অঙ্কনের কথায় আসি। অংকন বলতে গেলে মাশাল্লাহ এত সুন্দর করে পোলের থ্রিডি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আর বরাবরের মতো আজকের পোস্টও আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার জন্যও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63945.57
ETH 3135.76
USDT 1.00
SBD 4.00