অনেক দিন পর কক্সবাজার ঘুরতে যাওয়া।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকের পোস্ট টি করতে খুব ভালো লাগছে। অনেক দিন ঘরে থেকে থেকে একদম হাঁপিয়ে উঠেছিলাম। আমাদের আবার একটানা বাসায় থাকলে ভালো লাগে না। মাঝে মধ্যে ঘুরতে যেতে হয় রিফ্রেশ এর জন্য। করোনার কারণে ঘুরাঘুরি প্রায় বন্ধ হয়ে ছিল। তাছাড়া আমার ছোট ছেলেটা হওয়ার পর পরই করোনা শুরু হয়ে যায়। তাই ওকে নিয়ে খুব একটা ঘুরে বেড়ানো হয়নি।
আজকে আমরা কক্সবাজার যাচ্ছি। গত একবছর ধরে কক্সবাজার যাওয়ার প্লান করছি। যখনই যাওয়ার চিন্তা করি তখনই হয় করোনা বেড়ে যায় না হলে ছেলের পরীক্ষা। একবার তো প্লেন এর টিকিট কেটে করোনা বাড়ার কারণে বাদ দিতে হয়েছে। ফাইনালি আজ যাচ্ছি। বাচ্চারা খুব খুশি। ছোট ছেলেতো আগের রাতেই রেডি হয়ে বসে ছিলো যাওয়ার জন্য।
আজকে কক্সবাজার যাওয়ার পথে কিছু ছবি তুলেছি। তা আপনাদের সাথে শেয়ার করি।



নিচের ছবি দুটি আমার বাসা থেকে রওনা দেয়ার পর।

IMG_20220322_122717.jpg
Link

IMG_20220322_122750.jpg
Link

আমরা এয়ারপোর্ট এ পৌঁছে গিয়েছি।

IMG_20220322_122823.jpg

এটি এয়ারপোর্ট এর ভিতরের ছবি।

IMG_20220322_122846.jpg

আমার ছোট রাজপুত্র। দেখেই বুঝতে পারছেন কত খুশি।

IMG20220322120631.jpg

IMG20220322122909.jpg

প্লেনে উঠার জন্য গাড়িতে করে যাওয়ার সময় ছবিটি তুলেছি।

IMG20220322131216.jpg

আমাদের প্লেনের কাছে পৌঁছে গিয়েছি।

IMG20220322131452.jpg

Link
উপরের ছবিগুলো সব এয়ারপোর্ট এর। তাই একটি লিঙ্ক দিলাম।

এই ছবিটি প্লেনে বসে তুলেছি।প্লেনে বসে আরো কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি অন্য একদিন সেগুলো শেয়ার করবো।

IMG20220322142900.jpg

আমরা কক্সবাজার এয়ারপোর্ট এ পৌঁছে গিয়েছি।

IMG20220322145239.jpg

IMG20220322150308.jpg

আজ এই পর্যন্তই থাক। পরবর্তী আরো সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে।সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 3 years ago 

আপনার কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা শুনে খুব ভালো লাগলো। এটা কিন্তু ঠিক করোনার কারণে আমরা এখন আগের মত ঘোরাফেরা করতে পারিনা। আর বিশেষ করে প্লেনে করে যেতে দেখে আরো ভালো লাগলো। আমরাও থেকে কয়েক মাস আগে কক্সবাজার গিয়েছিলাম। অনেক মজা হয়েছিল। যাওয়ার মুহূর্ত টা শেয়ার করেছেন। নিশ্চয়ই কিরকম মজা করবেন তা অবশ্যই শেয়ার করবেন। আর আপনার ছেলেকে অনেক কিউট দেখতে লাগছে। ও তো অনেক খুশি। আমাদের মধ্যে মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক মজা হচ্ছে আপু। এখানকার ওয়েদার টা খুব ভালো এখন। এখন আমি সমুদ্র দেখছি আর আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি। খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার মতো আমারও বাড়িতে বসে বসে দম বন্ধ হয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় কোথাও যেতে পারছি না। আপনার কক্সবাজার যাবার কথা শুনে খুবই ভালো লাগছে। আশা করি আপনার ছবিগুলো দেখে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারব হাহাহা।

 3 years ago 

আমি বেশি দিন একটানা বাসায় থাকলে কেমন অস্থির লাগে। এজন্যই মাঝেমধ্যেই ঘুরতে যাওয়া হয়। অপেক্ষা করুন আমার ছবিগুলো দেখে আপনি দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

কক্সবাজার ঘুরতে গেছেন আপু। জেনে খুবই খুশি হলাম।চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং সাজানো গোছানো উপস্থাপন করেছেন আপু। কক্সবাজার এর আরো ফটোগ্রাফি দেখতে চাই আপু।অপেক্ষায় রইলাম আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। অবশ্যই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব।

কক্সবাজার কখনো ঘুরতে যাইনি। তবে যাওয়ার ইচ্ছা নেই। সবার মুখে মুখে শুনেছি কক্সবাজার নাকি অনেক সুন্দর একটা জায়গা। সেখানে গেলেই যেন আসতে মন চায় না। সুন্দর ভাবে সব কিছু ব্যাখ্যা করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ভাইয়া সময় সুযোগ হলে অবশ্যই একবার কক্সবাজারে ঘুরে আসবেন। আসলে খুব ভালো লাগবে। খুবই চমৎকার জায়গা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি এখন পর্যন্ত কক্সবাজার যাই নি। আপনাদের কক্সবাজার ভ্রমণ দেখে আমার খুবই ভালো লেগেছে। আর তা যদি বিমানে করে হয় তাহলে তো কোন কথাই নেই। খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

তা অবশ্য ঠিক আপু বিমানে করে আসার কারনে কষ্ট কম হয়েছে। তা না হলে বাচ্চাদের নিয়ে বাসে আসতে খুবই কষ্ট হয়ে যেত। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কক্সবাজারের নামটা শুনলেই মন ভালো হয়ে যায় কেমন যেন একটা আলাদা অনুভূতি কাজ করে। সেটা আপনার ছোট বাবুকে দেখেই বুঝতে পারছি। ছোট বাবুর সঙ্গে সঙ্গে আপনারও বেশ খুশি মনে হচ্ছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা সব থেকে বেশি ভালো লেগেছে নীল আকাশের ফটোগ্রাফি। আকাশের নীল যে কি পরিমাণ সুন্দর হতে পারে সেটা আপনার ছবি দেখে বুঝতে পারছি। আমাদের মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কক্সবাজারের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। আমরা অনেক খুশি এখানে আসতে পেরে। প্লেনের আরো কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। ভালো লাগবে দেখতে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপু কক্সবাজার খুব সুন্দর মুহূর্ত পার করলেন। আমিও কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম ।খুব সুন্দর মত পার করেছি। আমার কাছে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

কক্সবাজার আমার প্রিয় একটি জায়গা । কয়েক মাস আগে আমি আমার হাজবেন্ডের সাথে গিয়ে ঘুরে এসেছি। অনেক ভালো লেগেছিল কক্স বাজারের ভ্রমণটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ও কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কক্সবাজারে যাওয়ার মুহূর্তগুলো অনেক চমৎকার ছিল আপু। আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আমি আজও কখনো কক্সবাজারে যায়নি তবে আপনার এই পোস্টটা দেখে অনেক কিছুই উপলব্ধি করতে পারলাম। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া সময় এবং সুযোগ হলে অবশ্যই একবার কক্সবাজারে গিয়ে ঘুরে আসবেন । খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62151.48
ETH 2421.34
USDT 1.00
SBD 2.57