রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরাঘুরি ও ফটোগ্রাফি পর্ব- ২(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



অনেকদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম। তখন সেখানে গিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড গিয়েছিলাম। সেখানকার কিছু মাছের ছবি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম। ভেবেছিলাম যে পরবর্তীতে আরো কিছু মাছের ছবি শেয়ার করব। কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি। তাছাড়া ভুলে গিয়েছিলাম। অনেকদিন পর আজকে মোবাইলের ছবি দেখতে দেখতে মাছের ছবিগুলো পেয়ে গেলাম। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি।



PhotoCollageMaker_202265141824520.jpg

0101010.png
বিভিন্ন সময় ফেসবুকে অনেকের রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ছবি গুলো দেখে আমি ভেবেছিলাম যে জায়গাটি খুবই সুন্দর হবে। কিন্তু আমি যত সুন্দর ভেবেছিলাম জায়গাটি আসলে সেরকম সুন্দর নয়। হয়তো রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু বিভিন্ন প্রজাতির অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। এই মাছ দেখার জন্যই হয়তো সবাই ওখানে যায়। তা না হলে ভিতরে ঢোকার পর প্রচণ্ড রকম গরম আর পরিবেশ স্যাঁতস্যাঁতে। যাইহোক আপনাদের সঙ্গে কিছু মাছের ছবি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220605_120125.jpg

0101010.png

IMG_20220605_120137.jpg

0101010.png

ছোট ছোট মাছ গুলোর নাম জানতে পারিনি। কিন্তু মাছগুলো অনেকটা একুরিয়ামের সাজিয়ে রাখার মতো সুন্দর মাছ।

IMG_20220605_120150.jpg

0101010.png

এই মাছটির ইংলিশ নাম ছিল spotted gar. এই নামের মাছ আমি আগে কখনো দেখিনি। মাছটিও দেখতে নতুন লেগেছে আমার কাছে।

IMG_20220605_120234.jpg

0101010.png

মেইন গেট দিয়ে ঢোকার পরে কিছুদূর যাওয়ার পরে এরকম আরেকটি গেইট রয়েছে। আমি ভেবেছিলাম যে মাথার উপরের একুরিয়ামের মধ্যে অনেক মাছ থাকবে। কিন্তু ওখানে কোন মাছ ছিল না। ওখানে মাছ থাকলে দেখতে বেশ ভালোই লাগতো।

IMG_20220605_120253.jpg

0101010.png

IMG_20220605_120335.jpg

0101010.png

IMG_20220605_120344.jpg

0101010.png

এই মাছটিকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বড় বাইম মাছ। কিন্তু পরে দেখলাম যে এই মাছটির নাম ছেলেম মাছ।ছেলেম কি মাছ আমার জানা নেই। কিন্তু দেখতে অনেকটা বাইম মাছের মত।

IMG_20220605_120401.jpg

0101010.png

এখানে নিচে একটি মাছ দেখা যাচ্ছে। মাছটি একদম চ্যাপ্টা। নিচে থাকলে বোঝার উপায় নেই যে এখানে কোন মাছ আছে।

IMG_20220605_120423.jpg

0101010.png

এগুলো গলদা চিংড়ি। দেখেই মনে হচ্ছিল যে নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলি। আমার খুবই পছন্দের চিংড়ি মাছ।

IMG_20220605_120444.jpg

0101010.png

এই মাছগুলোর নাম সিলভার ডলার ফিশ। মাছগুলো আমি প্রথম দেখেছি খুব সুন্দর দেখতে মাছগুলো।

IMG_20220605_120509.jpg

0101010.png

এখানে প্রতিটি মাছের একুরিয়াম এর পাশে মাছের নাম এবং বিবরন দেওয়া ছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগ জায়গাগুলোরই লাইট নষ্ট হয়ে গিয়েছিল। যার কারণে মাছের নাম গুলো একদমই বোঝা যাচ্ছিল না।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন , সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর ছবিগুলো অসাধারণ। কক্সবাজার যখন আমি গিয়েছি আমিও এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকেছি। অদ্ভুত সব মাছ এবং সেখানে দেখেছি এর আগে কখনো দেখা হয়নি। আসলে এর মাধ্যমে অনেক কিছু পরিচিত হলাম। আপনার এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

এই রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ গিয়ে আমি অনেক নতুন নতুন মাছ দেখেছি যা আগে কখনো দেখিনি। মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এখন বর্তমানে যে জায়গাতে অবস্থিত এর আগে লাবণী পয়েন্টে কিছুটা কাছাকাছি ছিল। আমরা তখন লাবনী পয়েন্ট থেকে হেঁটে চলে যেতাম এবং টিকেট কেটে ভিতরে গিয়ে দেখতে পারতাম।যদিও গত বছর যখন গিয়েছি তখন আগের জায়গাতে নেই। যাইহোক আজকে আপনি খুব সুন্দর ভাবে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি অবশ্য এইবারই প্রথম গিয়েছিলাম। ভিতরের পরিবেশ টা আমার কাছে ভালো লাগেনি। তবে মাছ গুলো খুব সুন্দর ছিল।

 2 years ago 

কি বলেন আপু এখন তো অনেক সুন্দর হয়েছে। এর আগে অনেক খারাপ অবস্থা ছিল, এত সুন্দর সুন্দর মাছ ও ছিল না তখন।

 2 years ago 

কক্সবাজারের রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর নাম শুনেছি। কিন্তু যখন কক্সবাজার গিয়েছিলাম তখন যাওয়া হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে আজকে দেখে বেশ ভালো লাগতেছে। আপনি অনেক সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি করেছেন। যদি নতুন এই মাসগুলোর নাম জানতে পারতেন তাহলে আরো ভালো লাগতো। সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এরপরের বার কক্সবাজারে গেলে আবারও ঘুরে আসবেন আপু ভালো লাগবে। ধন্যবাদ আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড টি দেখতে বেশ সুন্দর। যখন সরাসরি দেখেছেন তখন নিশ্চয় মনে হচ্ছে আপনি সমুদ্রতল দেশে চলে গেছেন। আমার তো দেখে খুব ভালো লাগছে ইচ্ছে করছে গিয়ে এখনি ঘুরে আসি। সেখানে কি আপনি খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

না আপু ওরকম কিছু না । দেখতেই মনে হয় যে খুব সুন্দর। আসলে জায়গাটি অত টা চমৎকার না। কিন্তু মাছ গুলো অনেক সুন্দর সুন্দর ছিল।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরাঘুরি ও ফটোগ্রাফি দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন যদিও প্রথম পর্বটি আমার দেখা হয়নি। আপনার এই কি সুন্দর ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছিলেন। সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আসলেই ভাইয়া ওই সময়গুলো খুব ভালো কাটিয়েছিলাম। আমার ফটোগ্রাফিগুলো আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এত সুন্দর মাছের ছবি গুলো আপনি আপনার মোবাইলে রেখে দিয়েছিলেন। আপু আগে শেয়ার করলে আগেই দেখতে পারতাম। ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগছে আর এগুলো দেখতে আসলে সব সময়ই অনেক সুন্দর হয়। অনেক ধন্যবাদ ফটোগ্রাফিক নাম্বারে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া এর আগে একবার কিছু ছবি শেয়ার করেছিলাম। পরে ভুলে গিয়েছিলাম। এর জন্য আবারো আরো কিছু ছবি শেয়ার করলাম। আপনাদের ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড ঘুরাঘুরি এবং অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার মনে হচ্ছে খুব ভালো এবং মজার মাধ্যমে সময় কেটেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ ঘোরাঘুরি ভালোই ছিল। কিন্তু অনেক গরম ছিল। সেজন্য একটু কষ্ট হয়েছে। যাইহোক মাছগুলো দেখে ভালই লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

একুরিয়াম এর ভিতর মাছগুলোকে খুবই সুন্দর দেখাচ্ছে। কক্সবাজার আমিও একবার গিয়েছিলাম কিন্তু এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্পর্কে আমি জানতাম না। তা না হলে একবার হলেও দেখে আসতাম। যাইহোক আপনার পোষ্টের মাধ্যমে ভিজিট করে নিলাম। ধন্যবাদ আপনাকে আপু এটি শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এরপরের বার গেলে অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন। বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি।

 2 years ago 

রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড জায়গা টা বেশ দারুণ মনে হচ্ছে। বিশেষ করে মৎস প্রেমিদের কাছে তো আরও স্পেশাল। অনেক সুন্দর ছিল। এবং অনেক নতুন প্রজাতির মাছ দেখতে পেলাম যা আমার প্রথমবার দেখা। যাইহোক সবমিলিয়ে দারুণ ছিল পোস্ট টা আপু।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মৎস্য প্রেমীদের জন্য জায়গাটি আসলেই চমৎকার। অনেক ধরনের মাছ এখানে দেখতে পাওয়া যায়।

মাছ গুলোর ফটোগ্রফি এতটাই সুন্দর এবং স্বচ্ছ হয়েছে যেন মনে হচ্ছে আমি আমার চোখের সামনে থেকে বাস্তবে দেখতে পারছি ।আপনার ফটোগ্রাফির ফোকাস এবং লেন্স একদম ঠিক ছিল। সঠিক দূরত্ব থেকে আপনি সঠিক ছবিগুলো ক্যাপচার করতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

এত নিখুত ভাবে আমার ছবিগুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56