গ্লিটার আর্ট পেপারের পরী তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে । আজকে গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি পরী তৈরি করেছি। গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই পেপার দেখতে সুন্দর, এগুলো দিয়ে যা বানানো যায় তাই ভালো লাগে দেখতে। কিন্তু এই পেপার দিয়ে কোন কিছু বানাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তাছাড়া এই পেপারে নরমাল আঠা বসতে চায় না। গ্লু গান ছাড়া এই পেপার দিয়ে কোন কিছু বানানো যায় না । এই পেপারের পিছনে যে আঠা থাকে সেই আঠা দিয়ে বানালে কিছুক্ষণ পরে আঠা খুলে আরো খারাপ অবস্থা হয়। তাছাড়া ওই আঠার জন্য আরো বিরক্তি লাগে। যাইহোক আজকের গ্লিটার আর্ট পেপার দিয়ে পরী তৈরি করার পর আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
গ্লিটার আর্ট পেপার
গ্লু গান
কাঁচি
স্কেল
হিজাব পিন
প্রথমে হলুদ কালারের গ্লিটার আর্ট পেপার নিয়ে গোল করে কেটে মাঝখান থেকে ভাঁজ করে অর্ধেক কেটে নিয়েছি। তারপর গোল করে মুড়িয়ে কোনের মতো তৈরি করেছি।
এখন লাল কালারের একটি গ্লিটার আর্ট পেপার চিকন করে কেটে গোল কোনের উপরে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি। এভাবে আরো কতগুলো লাল পেপার চিকন করে কেটে সবগুলো হলুদ কোনটির উপরে লাগিয়ে দিয়েছি।
এখন ৪ সেন্টিমিটার এর একটি বৃত্ত কেটে নিয়ে ভাঁজ করে অর্ধেক পেপার নিয়ে নিয়েছি। তারপর লাল চিকন চিকন পেপার কেটে নিচের ছবির মত করে লাগিয়ে নিয়েছি।
লাল গ্লিটার আর্ট পেপার আর একটু মোটা করে কেটে হলুদ পেপারটির মাঝখানে ভাঁজ করে লাগিয়ে দিয়েছি এবং চিকন লম্বা লাল পেপার দুটি দুই পাশে লাগিয়ে দিয়েছি।
এখন হলুদ কোনটির উপরে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর পাখার মত যে অংশ বানিয়েছি সে অংশ এর উপরে লাগিয়ে দিয়েছি।
এখন হিজাব পিনটি উপরের দিকে লাগিয়ে দিয়েছি মাথা বানানোর জন্য।
এভাবেই আমার তৈরি হয়ে গেল গ্লিটার আর্ট পেপারের পরী। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
গ্লিটার পেপার দিয়ে আমার তেমন কিছু তৈরি করা হয়নি। মাঝে মাঝে টুকটাক ব্যবহার করেছি। তবে এটা ঠিক গ্লিটার পেপার এ থাকা আঠা দিয়ে বানালে কিছুক্ষণ পর সেই আঠা নষ্ট হয়ে যায়। যাইহোক আপনি খুব সুন্দর করে পরী তৈরি করেছেন। এটি দেখতে বেশ ভালো লাগছে। লাল এবং হলুদের কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু বানিয়ে দেখবেন আপু খুব ভালো লাগে। আমার তো মাঝেমধ্যেই বানানো হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
এটা কি জলপরী 😁 আমি তো অনেকদিন ধরে পরী খুজতেছি হি হি হি। যাই হোক অনেক সুন্দর একটি পরী তৈরি করেছেন। গ্লিটার আর্ট পেপার দিয়ে কিভাবে পরী তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।
জ্বী ভাইয়া এটা জলপরী। আপনার জন্য বানিয়েছি। এসে নিয়ে যেয়েন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আল্লারে আল্লাহ কত ক্রিয়েটিভিটি! আমাকে একটু ধার দিবেন আপু । অনেক সুন্দর করে একটি নতুন জিনিস বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। গ্লিটার কাগজ দিয়ে বানানো পরী কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। দারুন সুন্দর করে আপনি পরী বানান ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধার কেন আপু একেবারেই দিয়ে দিব। কতটুকু লাগবে বলেন। যাই হোক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
গ্লিটার পেপার দেখতেও একদম অসাধারণ হয়ে থাকে৷ যখন সুন্দর গ্লিটার পেপার দিয়ে কোন কিছু তৈরি করা হয় তা একদম অসাধারণ হবে তা নিঃসন্দেহে বলা যায়৷ আজকে আপনি যেভাবে গ্লিটার পেপার দিয়ে এরকম সুন্দর একটি ডাই তৈরি করেছেন এটি অসাধারণ দেখা যাচ্ছে৷ এর দিকে সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য৷
ঠিক বলেছেন ভাইয়া গ্লিটার আর্ট পেপার দেখতে সুন্দর জন্য যা বানানো যায় তাই ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
গ্লিটার পেপার দিয়ে অনেক সুন্দর ভাবে একটি পরী তৈরি করেছেন আপু। আসলে গ্লিটার পেপার দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু। গ্লিটার আর্ট পেপার দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
বাহ আপনি তো অনেক সুন্দর করে গ্লিটার আর্ট পেপার দিয়ে চমৎকার পরী তৈরি করেছেন। আসলে এই গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু বানানো অনেক কঠিন। তবে এটি ঠিক এই পেপার দিয়ে নরমালি ঘাম দিয়ে কিছু বানানো যায় না। কিছু বানাতে হলে গ্লু গানের দরকার হয়। তবে আপনার গ্লিটার আর্ট ব্যাপার দিয়ে পরী তৈরি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য পরী তৈরির।
অনেক সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে গ্লিটার পেপার দিয়ে পরী তৈরি করেছেন। প্রথমে হলুদ রঙের গিটার পেপার দিয়ে কোণ তৈরি করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে লাল গ্লিটার পেপার চিকন করে কেটে ব্যবহার করাটা অনেক সুন্দর হয়েছে। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছেও কালারের কারনে পরীটি দেখতে বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু তৈরি করি নাই এই কারণে এই সম্বন্ধে তেমন আইডিয়া নেই। তবে আপনার গ্লিটার আর্ট পেপার দিয়ে পরী তৈরি অসাধারণ হয়েছে। মনে হয় এই পেপার দিয়ে কিছু বানানো অনেক কষ্টকর। তবে আপনার পোস্টটি দেখে মোটামুটি একটু আইডিয়া করার চেষ্টা করেছি। সামনে গ্লিটার আর্ট কিছু বানানো চেষ্টা করব। আপনি অনেক সুন্দর করে গ্লিটার আর্ট পেপার দিয়ে পরী তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে। সময় পেলে আপনিও বানাতে পারেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।