অরিগামি পোস্টঃ শার্ট এর অরিগামি।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরা রঙিন কাগজ দিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। তাদের তৈরি জিনিস গুলা দেখতে বেশ দারুন লাগে। তবে আমি আমার কাজ শুরু করার পর থেকে রঙিন কাগজ দিয়ে বেশ কিছু জিনিস তৈরি করেছি । তবে আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরি একটি শার্ট তৈরি শেয়ার করবো। জানি না কেমন হবে তবে চেষ্টা করেছি ভালো করে অরিগামিটি তৈরি করার। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
রঙিন কাগজ |
কালার পেন |
কাচি |
প্রথমে আমি একটি রঙিন কাগজ কাঁইচি দিয়ে সুন্দর করে মাপ মতো সাইজ করে কেটে নিয়েছি। এরপর কাগজটি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি।
তারপর কাগজটি ভাঁজ করা অর্ধেক অংশ আবার ভাঁজ করে নিয়েছি। দুই পাশ থেকে আবারও একই ভাবে ভাঁজ করে নিয়েছি।
এরপর যে দুইটি পাশ ভাঁজ করে নিয়েছি সেই পাশের উপরের অংশে ভাঁজ করে জামার কলারের মতো করে তৈরি করে নিয়েছি।
এরপর নিচের অংশটিকে চিকন করে একটি ভাঁজ করে নিয়েছি। ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন।
এরপর আবার সেই নিচের ভাঁজ করা অংশে দুই সাইডের দুইটি কোনা সমান করে ভাঁজ করে নিয়েছি।
এবার আমি কাগজটি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি। অর্ধেক ভাঁজ করার পর কাগজটি দেখতে জামার মতো দেখাবে।
এরপর আমি কালার পেন দিয়ে জামার বোতাম ও পকেট তৈরি করে নিয়েছি। আর এভাবেই আমি রঙিন কাগজ দিয়ে জামা তৈরি করেছি।
পোস্টের ধরন | অরিগামি পোস্ট |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
বাহ্ চমৎকার। আমার কাছে দারুন লেগেছে আপনার ক্রেয়েটিভিটি। আপনি দারুন সুন্দর করে আপনার পোস্টটি শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে শার্ট বানিয়ে খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো! রঙিন কাগজ দিয়ে শার্টের অরিগামি তৈরির ধাপগুলো খুবই সুন্দর ও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর দেখতেও অনেক কিউট হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে শার্ট তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। শার্ট তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।
পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার তৈরি করা শার্ট এর অরিগামি আপনার কাছে অনেক ভালো লেগেছে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।
শার্ট এর অরিগামি দেখতে অনেক সুন্দর হয়েছে। খুবই দারুন ভাবে কাজ টা করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস এবং আসবাবপত্র তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শার্ট এর অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি করা শার্টের অরিগামি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি দারুন ভাবে শার্টের অরিগামি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।
আমার শার্ট এর অরিগামি পোস্ট আপনার কাছে অনেক ভালো লাগলো শুনে আমি অনেক খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।
আপনি তো ভালো অরিগাম তৈরি করতে পারেন দেখছি। অনেক সুন্দর হয়েছে আপনার এই শার্টের অরিগামি তৈরি করা। আর খুব সহজ ভাবে তৈরি করা যায় তা বুঝতে পারলাম আপনার আজকের এই পোস্ট দেখে। এত সুন্দর অরিগামী তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।
জি আপু অনেক সহজে এই শার্টের অরিগামি তৈরি করেছি।আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শার্ট তৈরি করেছেন। শার্টগুলো আমার অনেক ভালো লেগেছে। ধাপ গুলো দেখে শিখে নিলাম। আসলে এ ধরনের ডাই পোস্ট তৈরি করতে আমার খুবই ইচ্ছা করে।
রঙিন কাগজ দিয়ে আপনিও ডাই পোস্ট অরিগামি পোস্ট তৈরি করে করবেন অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
শার্ট এর অরিগামি বাহ্ দেখতে দারুন লাগতেছে। আপনার ছেলে দেখে মনে হয় খুশি হয়েছিলো। আমি এধরনের কাজ গুলো তৈরি করলে আমার মেয়েকে দেখেই সে তো ভীষণ খুশি হয়। আপনার অরিগামি পোস্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
জি ভাই একদম ঠিক বলেছেন শার্ট বানানোর পর আমার ছেলে বলছে আম্মু শার্টটা আমি গায়ে দিই তাই বলেছে অনেকক্ষণ ধরে সে বায়না করছিল। তারপর তাকে বোঝালাম যে এটা তোমার জন্য না বাবা এটা নিয়ে তুমি খেলা করতে পারো তারপরে সে শার্টটা নিয়ে খেলা করেছে। ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
আপনি চমৎকার সুন্দর তিন কালারের তিনটি রঙ্গিন কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি বানিয়েছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার শার্টের অরিগ্যামিটি।ধাপে ধাপে চমৎকার ভাবে শার্ট গুলো বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার অরিগামি পোস্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম।