অরিগামি পোস্টঃ শার্ট এর অরিগামি।

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।/আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৫ জুন ২০২৪ ইং: রোজ মঙ্গলবার ।

বাংলায় ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।

আরবি ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরা রঙিন কাগজ দিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। তাদের তৈরি জিনিস গুলা দেখতে বেশ দারুন লাগে। তবে আমি আমার কাজ শুরু করার পর থেকে রঙিন কাগজ দিয়ে বেশ কিছু জিনিস তৈরি করেছি । তবে আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরি একটি শার্ট তৈরি শেয়ার করবো। জানি না কেমন হবে তবে চেষ্টা করেছি ভালো করে অরিগামিটি তৈরি করার। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।


ফাইনাল লুক

IMG_20240625_160349.png

IMG_20240625_160323.png

Photoroom-20240625_125408.png

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
কালার পেন
কাচি

IMG_20240625_123439.jpg

প্রথম ধাপ

IMG_20240625_123642.jpg

প্রথমে আমি একটি রঙিন কাগজ কাঁইচি দিয়ে সুন্দর করে মাপ মতো সাইজ করে কেটে নিয়েছি। এরপর কাগজটি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240625_155802.jpg

IMG_20240625_155109.jpg

তারপর কাগজটি ভাঁজ করা অর্ধেক অংশ আবার ভাঁজ করে নিয়েছি। দুই পাশ থেকে আবারও একই ভাবে ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

এরপর যে দুইটি পাশ ভাঁজ করে নিয়েছি সেই পাশের উপরের অংশে ভাঁজ করে জামার কলারের মতো করে তৈরি করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240625_155002.jpg

এরপর নিচের অংশটিকে চিকন করে একটি ভাঁজ করে নিয়েছি। ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন।

পঞ্চম ধাপ

IMG_20240625_155917.jpg

এরপর আবার সেই নিচের ভাঁজ করা অংশে দুই সাইডের দুইটি কোনা সমান করে ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240625_160001.jpg

এবার আমি কাগজটি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি। অর্ধেক ভাঁজ করার পর কাগজটি দেখতে জামার মতো দেখাবে।

সপ্তম ধাপ

IMG_20240625_160114.jpg

IMG_20240625_160156.jpg

এরপর আমি কালার পেন দিয়ে জামার বোতাম ও পকেট তৈরি করে নিয়েছি। আর এভাবেই আমি রঙিন কাগজ দিয়ে জামা তৈরি করেছি।

অষ্টম ধাপ

Photoroom-20240625_192444.png

Photoroom-20240625_155645.png

Photoroom-20240625_155558.png


পোস্টের ধরনঅরিগামি পোস্ট
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Steem_Pro.png

Sort:  
 4 months ago 

বাহ্ চমৎকার। আমার কাছে দারুন লেগেছে আপনার ক্রেয়েটিভিটি। আপনি দারুন সুন্দর করে আপনার পোস্টটি শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে শার্ট বানিয়ে খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 4 months ago 

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো! রঙিন কাগজ দিয়ে শার্টের অরিগামি তৈরির ধাপগুলো খুবই সুন্দর ও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর দেখতেও অনেক কিউট হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে শার্ট তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। শার্ট তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।
পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমার তৈরি করা শার্ট এর অরিগামি আপনার কাছে অনেক ভালো লেগেছে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 4 months ago 

শার্ট এর অরিগামি দেখতে অনেক সুন্দর হয়েছে। খুবই দারুন ভাবে কাজ টা করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস এবং আসবাবপত্র তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শার্ট এর অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি করা শার্টের অরিগামি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি দারুন ভাবে শার্টের অরিগামি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।

 4 months ago 

আমার শার্ট এর অরিগামি পোস্ট আপনার কাছে অনেক ভালো লাগলো শুনে আমি অনেক খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি তো ভালো অরিগাম তৈরি করতে পারেন দেখছি। অনেক সুন্দর হয়েছে আপনার এই শার্টের অরিগামি তৈরি করা। আর খুব সহজ ভাবে তৈরি করা যায় তা বুঝতে পারলাম আপনার আজকের এই পোস্ট দেখে। এত সুন্দর অরিগামী তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 4 months ago 

জি আপু অনেক সহজে এই শার্টের অরিগামি তৈরি করেছি।আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শার্ট তৈরি করেছেন। শার্টগুলো আমার অনেক ভালো লেগেছে। ধাপ গুলো দেখে শিখে নিলাম। আসলে এ ধরনের ডাই পোস্ট তৈরি করতে আমার খুবই ইচ্ছা করে।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনিও ডাই পোস্ট অরিগামি পোস্ট তৈরি করে করবেন অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

শার্ট এর অরিগামি বাহ্ দেখতে দারুন লাগতেছে। আপনার ছেলে দেখে মনে হয় খুশি হয়েছিলো। আমি এধরনের কাজ গুলো তৈরি করলে আমার মেয়েকে দেখেই সে তো ভীষণ খুশি হয়। আপনার অরিগামি পোস্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

জি ভাই একদম ঠিক বলেছেন শার্ট বানানোর পর আমার ছেলে বলছে আম্মু শার্টটা আমি গায়ে দিই তাই বলেছে অনেকক্ষণ ধরে সে বায়না করছিল। তারপর তাকে বোঝালাম যে এটা তোমার জন্য না বাবা এটা নিয়ে তুমি খেলা করতে পারো তারপরে সে শার্টটা নিয়ে খেলা করেছে। ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি চমৎকার সুন্দর তিন কালারের তিনটি রঙ্গিন কাগজ দিয়ে শার্টের অরিগ্যামি বানিয়েছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার শার্টের অরিগ্যামিটি।ধাপে ধাপে চমৎকার ভাবে শার্ট গুলো বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার অরিগামি পোস্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68588.91
ETH 2458.42
USDT 1.00
SBD 2.35