আসুন আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই পরিবেশ বাঁচাই🌳🌳

in আমার বাংলা ব্লগ13 days ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১০ডিসেম্বর রোজ মঙ্গলবার ২০২৪ ইং:।

বাংলায় ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।সেই ধারাবাহিকতায় নতুন একটি পোস্ট শেয়ার করবো।বেশি বেশি গাছ লাগান আর পরিবেশ বাঁচান আজ আমি এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। পরিবেশ বসানোর ক্ষেত্রে বেশি বেশি এই গাছ লাগানো খুবই প্রয়োজন। আপনারা ঠিক বুঝতেই পারছেন আজকে আমি কি বিষয়ে কথা বলব। চলুন তাহলে শুরু করা যাক। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

istockphoto-859555002-612x612.jpg

Source

গাছ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। এটি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন প্রদান করে। গাছ শুধু আমাদের শ্বাস-প্রশ্বাসের উপাদান নয়, এটি আমাদের চারপাশের পরিবেশকে শীতল রাখে, মাটি ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধে সহায়তা করে এবং বায়ু দূষণ কমায়।বর্তমান সময়ে আমাদের পরিবেশ দ্রুত অবনতি ঘটছে। গ্লোবাল ওয়ার্মিং, বায়ু দূষণ, এবং জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী হুমকির মুখে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একটি সহজ ও কার্যকরী উপায় হলো গাছ লাগানো।

গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা আমাদের চারপাশে একটি শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে। এটি আমাদের জীবনের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলে।আমাদের গ্রামীণ এবং শহুরে উভয় অঞ্চলে গাছের গুরুত্ব অপরিসীম। শহরে সবুজায়ন বাড়াতে হলে পার্ক, বাগান ও সড়কের পাশে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। গ্রামে গাছ শুধু পরিবেশ নয়, মানুষের অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। গাছপালা থেকে কাঠ, ফল, জ্বালানি এবং ওষুধ পাওয়া যায় যা গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

বিভিন্ন উৎসব ও বিশেষ দিনগুলোতে আমরা গাছ লাগানোর উদ্যোগ নিতে পারি। গাছ লাগানো শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি সামাজিক এবং মানবিক কার্যক্রম। আমরা সকলে যদি একত্রিত হয়ে প্রতি বছর একটি করে গাছ লাগাই তাহলে আমাদের পৃথিবী আরও সবুজ, সুন্দর এবং বাসযোগ্য হয়ে উঠবে।তাই আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি গাছ লাগাব গাছের যত্ন নেব এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখব।গাছ লাগান, পরিবেশ বাঁচান, পৃথিবীকে বাঁচান।আজ একটি গাছ লাগান আগামীকাল সুন্দর একটি পৃথিবীর স্বপ্ন দেখুন।

পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

PUSS.zip_-_6.png.jpg

W5LtFUPm6g7111bbdcuxu3bfUg5qaCq8seb5paCtrrT7zRotPwDzn9maB36qw6EybGBQDX6go9UMufmrropBw7SdPs8m41PpedNHsJiZ9j2Emaru77VkLoNLsAKbgRKaDkdHc3VoKyqNkXFAyXjgvpTKH8DZY.jpeg

Sort:  
 13 days ago 

Screenshot_2024-12-10-17-06-16-243_com.twitter.android.jpg

Screenshot_2024-12-10-16-34-59-360_com.android.chrome.jpg

Screenshot_2024-12-10-16-34-27-796_com.android.chrome.jpg

 13 days ago 

আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে হলে অবশ্যই বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। যেখানে যত বেশি গাছ রয়েছে সেখানে তত বেশি সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এবং শীতল বাতাস মুক্ত বাতাসে পরিষ্কার অক্সিজেন পেয়ে থাকে। তাই আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি গাছ লাগানোর জন্য।

 13 days ago 

খুব সুন্দর মতামত প্রকাশ করেছেন আপু।

 13 days ago 

সময় উপযোগী ও একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন আপনি। মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন উদ্ভিদ। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। তাহলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। সময় মতো বৃষ্টিও অক্সিজেনের পরিমান বৃদ্ধি পাবে। খুবই ভালো লেগেছে আপনার পোস্ট পড়ে।

 13 days ago 

আমার পোস্টটি ভালো লাগার জন্য ধন্যবাদ ভাই।

 12 days ago 

গাছ লাগাই পরিবেশ বাঁচাই - হবে

 12 days ago 

আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 12 days ago 

বেঁচে থাকার জন্য গাছ আমাদের মারাত্মক একটি অক্সিজেন।আসলে আমাদের সবারই উচিত আশে পাশে বছরে একটা করে হলেও গাছ লাগানো।গাছ লাগালে পরবর্তী আমাদের জন্যই সেটা ভালো হবে।যাই হোক আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 12 days ago 

জ্বি ভাই সময় সুযোগ পেলেই বেশি বেশি করে গাছ লাগাবেন ভাই। গাছ আমাদের সবার জন্য খুবই উপকারী।

 12 days ago 

অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু পড়ে খুব ভালো লাগলো। আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে গাছ লাগানো। সবুজ গাছপালা আমাদের পরিবেশকে অনেক সুন্দর করে রেখেছে। আরো বেশি সুন্দর করার জন্য বিশেষ বিশেষ দিনগুলোতে গাছ লাগালে সত্যিই চমৎকার হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 days ago 

আমার শেয়ার করা পোস্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 6 days ago 

পরিবেশ বসানোর ক্ষেত্রে বেশি বেশি এই গাছ লাগানো খুবই প্রয়োজন।

আপু এটা পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে হবে। যাইহোক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কারণ দিনদিন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তাই অন্ততপক্ষে পরবর্তী প্রজন্মের কথা ভেবে,আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26