আমার আজকের দিনটি : ৯ জুলাই , শুক্রবার ২০২১

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

A36D03B9-718D-4C44-B879-60C820637248.png

বন্ধুরা সকলে কেমন আছেন ?আশা করি ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার দিনটি কিভাবে কাটিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে ব্যস্তময় একটি দিন কাটিয়েছি।

আজ রাত তিনটার সময় ঘুম থেকে উঠেছিলাম ফজরের নামাজ পড়ার জন্য,কারন আজ ফজরের নামাজ শুরু হয়েছিল ২:৫৮ মিনিটে। নামাজ পড়ার পর আবার ঘুমিয়ে যাই , আবার ঘুম থেকে ৬:৪৫ মিনিটে উঠি কারণ বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সকাল ৮ টার মধ্যে তৈরি করতে হয়।তাদেরকে স্কুলে নিয়ে যেতে হয় না কারণ তারা স্কুল ট্যাক্সিতে করে স্কুলে যায়।

730925A2-2CF7-4067-8273-147EB4BB4671.jpeg

13E4BE29-6F0D-483D-AEEE-1F3DDC6DB166.jpeg

06E7D451-E306-4CA1-8A1B-B4A55371934A.jpeg

বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের ট্যাক্সিতে করে।

what3words লিংক

আজকে আমার ডেন্টিস্টের সাথে একটি অ্যাপোয়েন্টমেন্ট ছিল। তাই নাস্তা শেষ করে সকাল ৯ টার মধ্যে বাসা থেকে বের হয়ে যে আমার হাজবেন্ডের সাথে। বাসা থেকে ডেন্টিস্টের কাছে বাসে করে যেতে সময় লাগে ২০ মিনিট। আবার ট্রেনে করেও যাওয়া যায় কিন্তু ট্রেন থেকে বাসের ভ্রমন আমার কাছে বেশি ভালো লাগে।

যাত্রাপথে একটি অজানা সুন্দর ফুল আমাদের দৃষ্টি আকর্ষণ করলো তাই এর কিছু ফটোগ্রাফি না নিয়ে পারলাম না।

4CC2B9B2-FCDB-483E-B91B-A1B0E9158483.jpeg

62DDDD9D-69A1-45F2-A0BC-C260FD45820E.jpeg

E0362CE7-A56F-49A2-9696-29729F29BD08.jpeg

what3words লিংক

বাসের জন্য অপেক্ষা ,অবশেষে বাসটি এলো।

30B24F83-E2BD-457E-97C4-1E28A4F55647.jpeg

AEE848A9-4229-46B4-A600-72DEB970CB6B.jpeg

বাসটি ছিল একেবারেই ফাঁকা মাত্র চারজন ছিলাম বাসটিতে।

what3words লিংক

ডেন্টিস্টের কাছে যাওয়া ছাড়া আমাদের অন্য একটি প্রগ্রাম ছিল, তা ছিল ঈদের শপিং। কারণ ঈদ আর বেশি দিন বাকি নেই। বাচ্চাদের জন্য কিছু ঈদের কাপড় চোপড়, জুতা সেন্ডেল ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি।

299597DD-C425-41B8-B929-F391168FF7B8.jpeg

D0EABD7E-A3EF-4E05-A269-98D739BA9C2F.jpeg

82D52C39-0939-476C-B202-3494F05531B7.jpeg

শপিংমলের কিছু আলোকচিত্র

what3words লিংক

এরপর কেনাকাটা শেষ করে ডেন্টিস্টের কাছে যাই যিনি ছিলেন একজন ভারতীয় মহিলা। তিনি মাঝে মাঝে আমার সঙ্গে হিন্দি ভাষায় কথা বলেন, আমি হিন্দি ভাষা বুঝি কিন্তু বলতে পারি না । যাই হোক আমার কিছু সমস্যা ছিল তার সমাধান হয়ে যায় ।এবার বাসায় ফেরার পালা।

ফেরার পথে একটি পাকিস্তানি গ্রোসারির দোকান দেখতে পাই যেখানে বাহারি রকমের আম সাজানো রয়েছে, আমের চেহারা দেখে না কিনে পারলাম না ।এক বক্স আম কিনে নিলাম সেখান থেকে। আমের দাম ছিল ২০ পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকার উপরে।

679B7B09-7E8A-4885-A95B-A496893D785F.jpeg

AAF6796A-71F8-4957-9431-2CE21B77B52A.jpeg

what3words লিংক

এরপর বেলা একটার সময় বাসায় পৌছাই ।রান্নাবান্নার কাজ আগের দিনই শেষ করে রেখেছিলাম । এরপর জোহরের নামাজ শেষ করে সূরা কাহাফ তেলাওয়াত করি প্রতি শুক্রবারেই আমি সূরা কাহাফ তেলাওয়াত করি । শুক্রবারের দিন সুরা কাহাফ তেলাওয়াত করার অনেক তাৎপর্য রয়েছে। এরপর দুপুরের খাওয়া-দাওয়া শেষ করি , খাওয়া-দাওয়ার পর বাচ্চারা স্কুল থেকে আসে। তাদের খাবার দেওয়ার পর একটু রেস্ট নেই। এরপর বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে বাগানেএকটু ঘোরাফেরা করি।

এবার রাতের বেলা বাচ্চাদেরকে একটু হোমওয়ার্কে সাহায্য করি ।তারপর তাদেরকে রাতের খাবার দেই। খাবার খাওয়ার পর তারা বিছানায় যায় ঘুমাতে। রাতের বেলায় আমি তেমন কোন ভারী খাবার খাই না শুধুমাত্র বিকালবেলা হালকা কিছু নাস্তা করি এবং ঘুমানোর পূর্বে কিছু ফল খাই। চেষ্টা করি প্রতিদিন খাদ্যতালিকায় ৫/৬ রকমের ফলমূল রাখার ।এরপর এশার নামাজ পড়ে রাত ১১ টায় ঘুমাতে যাই।

14B68D43-3683-42E8-A823-97D08F007F77.jpeg

0C1DC9A5-C0AE-4BB8-A76E-E9644C0D6FC5.jpeg

what3words লিংক

এভাবেই কেটে যায় আজ শুক্রবারে দিনটি। আশা করি আমার লেখাটি আপনাদের ভাল লেগেছে।

ফটোগ্রাফার@tangera
ডিভাইসআইফোন 10x মেক্স

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

8841220D-3777-466E-AC32-E476A20733DA.jpeg

Sort:  
 3 years ago 

একটি খুব সুন্দর, পরিচ্ছন্ন ব্লগ আপনার । লেখাও খুব ঝর ঝরে , প্রাণবন্ত । আপনাকে Level-01 প্রোমোট করলাম । নেক্সট টাইম থেকে লেভেল-০১ ক্যাটেগরিতে ভোট পাবেন ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা , সত্যিই এটি আমার জন্য খুব একটি বড় অর্জন , কিন্তু দাদা আমার নামের পাশে লেভেল ওয়ান তো দেখতে পাচ্ছি না।

 3 years ago 

করে দিয়েছি । এই বার চেক করুন

 3 years ago 

অসাধারণ একটি দিন কাটিয়েছেন। প্রত্যেকটা বিষয় ডিটেইলস ভাবে আলোচনা করার জন্য পোস্টটি পড়তে অনেক ভালো লেগেছে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় টি ব্যয় করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর উপস্থাপনা।
বুঝা যাচ্ছে আপনি সারা দিন বেশ ব্যস্ততার সাথে কাটান। ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে, তবে আমগুলো মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আছে। :D

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমগুলো অনেক মজার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63635.72
ETH 2597.20
USDT 1.00
SBD 2.91