আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১৬ -০৪-২৩
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহেও এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।শুধু মাত্র সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে দুই জন ইউজার পাওয়া গিয়েছে।তাঁরা হচ্ছেন @jibon47 এবং @kibreay001. কিন্তু তাঁরা দুজনই অনিয়মিত ছিলেন, নিয়মিত পোস্ট করেন নি। তারা দুজনেই ৯ দিনে মোট ছয়টি করে পোস্ট করেছেন। আর kibreay001 তার ৬টি পোস্টের এর মধ্যে ১ টি পাওয়ার আপ, আর একটি ট্রন স্টেকিং এর পোস্ট রয়েছে।তাই তাকে এই লিস্ট-এ আনতে পারলাম না।তাই শুধুমাত্র @jibon47 কে এই লিস্ট এ আনা হয়েছে।যেহেতু তিনি এ সপ্তাহে সুপার একটিভ লিস্টে নেই, তাই shy-fox থেকে শুধুমাত্র একটি সাপোর্ট পাবেন।
সময়কাল : ১০ এপ্রিল ২০২৩ থেকে ১৬ এপ্রিল ২০২৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৭ এপ্রিল ২০২৩ থেকে ২৩ এপ্রিল ২০২৩.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@jibon47/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR




আপু আপনি আমাদের সকলের সাপোর্টের কথা চিন্তা করে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন দেখে সত্যিই ভালো লাগে। আপনার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা সবাই আমাদের প্রাপ্য সাপোর্ট পাচ্ছি। আশা করছি যারা সাপোর্টের আন্ডারে এসেছে তারাও নিজেদের প্রাপ্য সাপোর্ট পাবে। অনেক অনেক শুভকামনা রইল আপু।
প্রতি সপ্তাহে আপনার এই রিপোর্টটি দেখলে খুব বেশি ভালো লাগে। এতে করে একজন ইউজার ও যদি সাপোর্ট থেকে বাদ পড়ে যায় , সেটি আপনার এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন।আর তাকে সাপোর্টের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
গত সপ্তাহে নানার অসুস্থতার কারণে খুবই ব্যস্ত ছিলাম তিন থেকে চারদিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি যার কারণে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটির এই উদ্যোগকে আমি বরাবরই সাধুবাদ জানাই। ধন্যবাদ আপু।
দারুন একটা রিপোর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এ সপ্তাহেও দেখছি আপনি দুইজন ইউজার খুঁজে বের করেছেন যারা এ সপ্তাহে সাপোর্ট এর আন্ডারে ছিল না। আপনার এই কার্যক্রম দেখে আমার খুবই ভালো লাগে।
আপু প্রতিসপ্তাহে আপনি খুব সুন্দর একটি রিপোর্ট আমাদের সাথে শেয়ার করেন। আপনার জন্য কোনো ইউজার সাপোর্ট বিহীন থাকতে পারেনা। আপনার এই নিখুঁত পর্যবেক্ষণের জন্য সবাই সবসময় সাপোর্ট পেয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
প্রতি সপ্তাহে ইউজারদের মধ্য হতে বেছে বেছে সাপোর্টবিহীন ইউজার খুজে বের করা যে কি কঠিন একটি কাজ তা শুধু মনে হয় আপুই বলতে পারবে। আর একজন সাপোর্টবিহীন ইউজার এ ধরনের সাপোর্ট পেলে যে কি আনন্দিত হন সে কেবল সেই বলতে পারে। ধন্যবাদ আপু এত সুন্দর করে রিপোর্টটি তৈরি করার জন্য।
এই রিপোর্ট যখন দেখি ভালো লাগে কারণ সাপোর্ট বিহীন ইউজারদের সাপোর্ট নিশ্চিত করা হয় এই রিপোর্টের মাধ্যমে, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। এতে করে ইউজারদের মনোবল ফিরে আসে।
আপনার এই রিপোর্টটি দেখতে সবসময় ভালো লাগে। এই রিপোর্টের মাধ্যমে আমরা সব সময় সুবিধাবঞ্চিতে ইজারদের দেখতে পাই এবং তারা সাপোর্ট পাচ্ছে সেটাও দেখে ভালো। আর এখন সব সময় সুবিধা বঞ্চিত ইউজার এর সংখ্যা খুব কমই পাওয়া যায় ।আর সবাই কমবেশি সাপোর্ট পাচ্ছে এটা দেখতে আসলেই খুব ভালো লাগে । অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ইউজারদেরকে খুঁজে খুঁজে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপু। আপনার এই মহৎ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালো লাগলো এই রিপোর্ট টি দেখে ৷ একজন ইউজার এ সপ্তাহে একটি সাপোর্ট পাবে জেনে আরো বেশ ভালো লাগলো ৷ যাই হোক , ধন্যবাদ আপনাকে আপু , সুন্দর ভাবে রিপোর্ট টি প্রকাশের জন্য ৷