ঘরে বসে বাচ্চাদের সাথে স্লাইম তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাচ্চাদের খুবই পছন্দের স্লাইম তৈরির পদ্ধতি নিয়ে। স্লাইম দিয়ে খেলতে তারা খুবই পছন্দ করে। বাচ্চারা প্লেডো পেলে যেভাবে খুশি হয় ঠিক তেমনি স্লাইম পেলেও এতটা খুশি হয় ।এ কারনে এই সপ্তাহে তাদের হোম টাস্ক ছিল ঘরে বসে কিভাবে স্লাইম বানানো যায়।এটি আমরা ঘরে বসেই মা ও মেয়ে মিলে স্লাইম তৈরি করে ফেললাম। খুবই উপভোগ করেছিল তারা।খুবই সহজ একটি পদ্ধতি, ইচ্ছা করলে আপনারাও বানাতে পারবেন।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

6A65F0DA-84A0-4D52-82DF-DC0C0201BFA8.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক স্লাইম তৈরি করতে আমাদের কি কি উপকরণ ও কতটুকু পরিমাণ লাগবে?

  • পানি ২০০ মিঃ লি
  • কর্নফ্লাওয়ার ১৫০ মিঃ লি
  • ফুড কালার এক চা চামচ
  • চামচ ১ টি
  • বাটি

নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলো:

A727ADA3-FDF3-47C6-88DB-D15E1C60BDF8.jpeg

প্রথমেই একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি।

A56D95DC-CD6E-43CE-933D-DBCBDD11EA0D.jpeg

এরপর ধীরে ধীরে পানি যোগ করেছি।

7C66A6D0-3082-46BA-BBC0-DC5D5E5EBF0E.jpeg

এরপর ভালভাবে পানির সাথে মাখিয়ে নিয়েছি।

BB02B968-1E3C-44DC-916A-53304AAE9F33.jpeg

এরপর ফুড কালার যোগ করেছি।

9A67B451-2426-4090-9247-6873F275AF36.jpeg

ফুড কালার দিয়ে ভালভাবে মাখিয়ে তৈরি হয়ে গেল স্লাইম।আমার স্লাইম একটু পাতলা হয়ে গিয়েছে, আপনারা চাইলে একটু বেশি কর্নফ্লাওয়ার যোগ করতে পারেন।

4A92F10C-9AB0-4BBF-8702-F41CB9DE8EEC.jpeg

58A211A8-CD67-41F2-8599-C46A43F3A122.jpeg

উপভোগ করছে তাদের অতি পছন্দের স্লাইম।

2EFD7A95-8795-4EFD-B2F5-BBDC639C873D.jpeg

রেড কালারের আরেকটি স্লাইম।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভাল লাগলে একবার ট্রাই করে দেখুন।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

আসলেই আপু স্লাইম খুব সুন্দর ভাবে আপনারা মা মেয়ে বানিয়েছেন সেই সাথে বানানো দারুন ভাবে উপভোগ করেছেন।আপনি ধাপে ধাপে স্লাইম বানানোর ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে ঘরে বসে বাচ্চাদের সাথে স্লাইম তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আমিও শিখে নিলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আপনি আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ঘরে বসে বাচ্চাদের সাথে স্লাইম কি ভাবে তৈরি করা যায়। দেখে অনেক ভালো লাগল। আমিও শিখলাম কি ভাবে ঘরে বসে বাচ্চাদের সাথে স্লাইম তৈরি করা যায়। অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আপনি ঘরে বসে বাচ্চাদের সাথে স্লাইম তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার কাছ থেকে আমি ও স্লাইম তৈরি শিখে নিলাম। আমি ও বাসায় বাচ্চাদের সাথে এভাবে স্লাইম তৈরি করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটি মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদের সঙ্গে তো সুন্দর না অন্য কোথাও যাবার উপায় নেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 94802.39
ETH 3313.10
USDT 1.00
SBD 3.32