রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1826.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।এই তিনটি দিন আসলে খুবই ব্যস্ততার সাথে কাটছে। একদিকে তিন দিনব্যাপী হ্যাংআউটের অনুষ্ঠান, অন্যদিকে আগামী রবিবার আমাদের পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে তাই খুবই চাপের মধ্যেই রয়েছি।দাদার মতোই বললাম। যাই হোক হ্যাংআউটের অনুষ্ঠানগুলো কিন্তু খুবই উপভোগ করছি। আর আজকে ছিল বিশেষ একটি দিন। আমাদের দাদার কন্ঠে গান শুনলাম আমরা সকলে মিলে। সবাই খুবই ইনজয় করেছে আজকের দিনটিতে।

প্রতিদিন বিকাল বেলায় আমার পোস্ট করার কাজটি রেডি করে ফেলি। কিন্তু আজকে আর করতে পারিনি। হ্যাংআউট চলাকালীন সময় শেষের দিকে চলে যাই পিঠা বানাতে, কারণ ঈদের সময় কয়েক রকমের পিঠা বানাতে হয় যা সিলেটের ঐতিহ্য। এরপর মাগরিবের নামাজ পড়েই দ্রুত চলে আসি আমার পোস্ট করার কাজে। খুঁজে পাচ্ছিলাম না আজকে কি পোস্ট করবো? পেয়ে গেলাম কতগুলো ফটোগ্রাফি, যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফুল, ফলসহ নানান ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সব সময়ই তো ফুল ও ফলের ফটোগ্রাফি গুলা আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে ফুল ও ফলের সাথে আরও কিছু অ্যাড করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_1810.jpeg

IMG_1809.jpeg

প্রথমে আমার বাগানের চেরি ফল দিয়ে শুরু করলাম। চেরি ফল পাকা শুরু করেছে, দারুন মিষ্টি আমার বাগানের চেরি ফলগুলো।

IMG_1799.jpeg

গোলাপ ফুলের মত এই ফুলটি রাস্তার পাশ থেকে নিয়েছি, দারুন দেখতে।

IMG_1802.jpeg

দেখুন কত সুন্দর রংবেরঙের পিটুনিয়া ফুল দিয়ে ডেকোরেশন করে রাস্তার মাঝে রেখে দিয়েছে।

IMG_1798.jpeg

এটি লাল ও গোলাপি বর্ণের জেরানিয়ম ফুল।রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।

IMG_1797.jpeg

নাম না জানা চমৎকার এই হলুদ বর্ণের ফুলটি দেখতে কিছুটা সরিষা ফুলের মতো।

IMG_1795.jpeg

IMG_1796.jpeg

দেখুন কত সুন্দর একটি বিড়াল রাস্তার পাশে বসে রয়েছে। এদেশে কিন্তু বেশিরভাগ মানুষের ঘরেই বিড়াল অথবা কুকুর যে কোন একটি থাকবেই। তারা এই প্রাণীগুলোকে খুবই ভালোবাসে।

IMG_1264.jpeg

যখন শপিংমলে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম।

IMG_1265.jpeg

দেখুন এই জ্যাকেটটি দেখুন যার মূল্য হচ্ছে £99.99 যা বাংলাদেশী টাকার প্রায় ১৪,৫০০ টাকা। আমার হাজব্যান্ড আমাকে দুষ্টুমি করে বলেছিল “এই জ্যাকেটটির দাম 19 পাউন্ড তুমি কিনবে? তখন আমি বলেছিলাম ফ্রি দিলেও আমি নিবো না, কারণ আমার কাছে একটুও ভালো লাগেনি। আসলে এর মূল্য এত বেশি, কারণ এর ব্র্যান্ড।এটি খুব উন্নতমানের ব্রান্ডের কাপড়। মূলত এই জ্যাকেটটি দাম দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_1219.jpeg

IMG_1218.jpeg

এই গাড়িটি দেখুন, দুই সিটের গাড়ি। এ ধরনের গাড়িগুলো আমরা মিস্টার বিনে দেখেছি। এই শহরে এ ধরনের গাড়ি রয়েছে প্রচুর।

IMG_1794.jpeg

IMG_1792.jpeg

আবারও কতগুলো ঝুড়ি গোলাপের ফুল দিয়ে আমার ফটোগ্রাফিগুলো শেষ করছি যা রাস্তার পাশ থেকে নেওয়া হয়েছে।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 8 days ago 

ফটোগ্রাফিগুলো তো অসাধারণ ছিল আপু। চেরি ফল দেখে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইচ্ছে করছে এখনই ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলতে। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বিভিন্ন রং এর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি টা দেখেও বেশ ভালো লাগলো। বিড়াল টা কে কিন্তু খুব কিউট লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপু এত অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 days ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সবগুলো ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল আপু তবে বিশেষ করে সবশেষে শেয়ার করা ঝুড়ি গোলাপের সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

 8 days ago 

বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে আপনার তোলা ফুলের ফটোগ্রাফী গুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এছাড়া বিড়ালের ফটোগ্রাফি টি বেশ ভালো লাগছে।

 8 days ago 

আপু এত চমৎকার দেখতে বিভিন্ন রকমের রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন দেখে তো, প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি আমি। রাস্তার পাশে এত সুন্দর ভাবে রং বেরঙের ফুল ডেকোরেশন করে রাখা হয়েছে, এই দৃশ্যগুলো আমার কাছে জাস্ট দারুন লেগেছে। আপনার বাগানের চেরি ফল খুব ভালো লাগছে দেখতে। যে ফলগুলো আপনার বাগানে রয়েছে আমাদের জন্য সেগুলো পাঠিয়ে দেন। যাইহোক আপু আকর্ষণীয় সব ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন দেখে সত্যি মুগ্ধ হলাম।

 8 days ago 

আপু আপনি আজকেও এত সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। দেখতে তো আমার কাছে দারুন লেগেছে। আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে খুব সুন্দর করে এই সবগুলো ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি ভিন্ন ভিন্ন রকমের হওয়াতে দেখতে ভালো লাগতেছে। রাস্তার মধ্যে যদি এরকম সুন্দর ফুল ডেকোরেশন করা হয় তাহলে তো দেখতে ভালোই লাগে। আর তেমনই রাস্তার মধ্যে ফুলগুলো ডেকোরেশন করাতে আমার কাছে ভালো লেগেছে। বিড়াল টা অনেক সুন্দর ভাবে এই রাস্তার পাশে বসে রয়েছে। এই দৃশ্যটাও সুন্দর লেগেছে আমার কাছে। আমার অনেক বেশি ইচ্ছা রয়েছে একটা বিদেশি বিড়াল পালন করার।

 8 days ago 

আপু আপনি আজকে খুবই চমৎকার ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আপনার নিজের বাগানের চেরি ফলের কথা কি বলব দেখেই তো জিভে পানি চলে এসেছে। তবে প্রথমে আমি মনে করেছিলাম আপেল। পরে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এটি চেরি ফল। সত্যি এটা খেতে অনেক সুস্বাদু। সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন। আপু আপনার পোস্টের শেষের দিকে মার্ক ডাউন দেখা যাচ্ছে আশা করি ঠিক করে নিবেন।

 8 days ago 

আপনার বাগানের চেরি ফুল খুবই কিউট লাগছে আপু।সবগুলো ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিল।ঠিকই বললেন আপু দাদার কন্ঠে গান আমরা খুব এনজয় করেছিলাম।পুরো তিনদিন ব্যাপী আয়োজনের প্রতিটি সেগমেন্ট খুব মজার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 8 days ago 

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে। আসলে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হ্যাংআউট তার ওপর রবিবারে আপনাদের ওইখানে ঈদ সব মিলিয়ে বেশ চাপে আছেন। কালকে অনেক মজা হয়েছিল ঠিকই বলছেন দাদার গানটি ভীষণ সুন্দর হয়েছিল। এ ধরনের গাড়ি আসলে মিস্টার বিনে দেখা যেত আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারলাম। অনেক কিছুই আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারলাম ও দেশের। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

আমিও বেশ চাপে আছি আপু,দাদার মতো করে বললাম 😂। দাদা কিন্তু দারুণ গেয়েছে। তাছাড়া দাদার কন্ঠস্বর খুবই সুন্দর। যাইহোক রেনডম ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে আপু। রেনডম ফটোগ্রাফি পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ একটি পোস্টের মাধ্যমেই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়ে থাকে। দুই সিটের গাড়ি গুলো দেখতে বেশ ভালোই লাগে। এমন ছোট ছোট গাড়ি আমিও অনেক দেখেছি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

১৪,৫০০ টাকা জ্যাকেটের দাম শুনে সত্যিই অবাক হয়েছি আপু। জ্যাকেট দেখতে একদমই সুন্দর না। সত্যি আপু কয়েকদিন থেকে সবাই অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে। হ্যাংআউট দীর্ঘক্ষণ হওয়ার কারণে সবাই নিজেদের কাজগুলো ঠিকমতো করতেও পারেনি। একদিকে বর্ষপূর্তি উৎসব অন্যদিকে সামনে ঈদ সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আছেন বুঝতে পারছি আপু। সত্যি আপু দাদার গান শুনে অনেক ভালো লেগেছে সবার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54