রেনডম কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে কোন ফটোগ্রাফি শেয়ার করিনি, আজকে আমি হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। আমাদের এখানে এখন উইন্টার সিজন চলছে, প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে তাই বেশি বাইরে বের হওয়া হয়না।গতকাল প্রয়োজনীয় কাজে বের হয়েছিলাম তাই কিছু ফটোগ্রাফি কালেকশন করেছি। যখন সামার সিজন ছিল তখন প্রায়ই ঘর থেকে বের হতাম পরিবারসহ এবং বিভিন্ন স্থানে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যেতাম, আর অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতাম। আমার কাছে মনে হয় মাঝে মাঝে ফটোগ্রাফির কোন পোষ্ট না থাকলে ব্লকটি যেন পরিপূর্ণতা পায়না, তাই আমার এই আজকের আয়োজন। আশা করি আপনাদের কিছুটা আনন্দ দিতে পারব।

প্রথমেই কতগুলো ফুল ও ফলের ফটোগ্রাফি শেয়ার করেছি, এদের মধ্যে কিছু কিছু জানা এবং কিছু আছে অজানা। এ দেশে সামার সিজনে বিভিন্ন বাহারি রঙের ফুলের সমারোহ দেখা যায় প্রায় প্রতিটি বাড়ীর সম্মুখে, কিন্তু শীতের সিজনে তাদের দেখা মেলা খুবই কষ্টকর। যদিও এখনো কিছু কিছু ফুলের গাছ দেখা যায়, কিন্তু খুবই সামান্য কারণ এখনও পুরোপুরি শীত পড়ে নি ।যখন তাপমাত্রা 0 থেকে -5 এ চলে আসবে তখন আর কোন দেখাই মিলবে না। আজকে আমার বেশিরভাগ ফটোগ্রাফি রাস্তার সাইড থেকে নেওয়া।

চলুন চলে যাওয়া যাক তাহলে আমার মূল পর্বে।

3418AF34-9399-4E30-8C01-47592DE5BFF0.jpeg

7D99E41F-E9CD-4FE5-8004-059A213DFFF9.jpeg

উপরের ফুল দুটির নাম Malope , এটি এক ধরনের বুনোফুল। রাস্তার পাশে ছোট্ট একটি ঝোপের মাঝে বেড়ে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে।

what3words location :
https://w3w.co/fuzzy.crops.spins

C5772175-CF42-47C6-B3BF-225127720249.jpeg

এটি নাম-না-জানা একটি প্লান্ট, এর পাতা গুলো দেখুন কত সুন্দর লাল রঙের।

what3words location :
https://w3w.co/fuzzy.crops.spins

4EA6D2F6-CE8A-4F71-AD03-107090AA4DD3.jpeg

উপরের অতি শুভ্র সাদা ফুলটির নাম Vibernum. এটিও একটি বুনো ফুল , রাস্তার পাশে ঝোপ থেকে নেওয়া।

what3words location :
https://w3w.co/fuzzy.crops.spins

36E93D84-99D7-4182-80D9-B2A8ABC0329D.jpeg

বেগুনি রংয়ের সুন্দর এই বুনো ফুলটির নাম Salvia. দেখতে কতই না চমৎকার লাগছে।

what3words location :
https://w3w.co/fuzzy.crops.spins

328B8D94-1FFC-4D6D-8737-B06A8C568D52.jpeg

9CAC41BC-7478-4486-B3A2-CB0D48F6588C.jpeg

উপরের লাল ও গোলাপি বর্ণের ফুল দুটি আমার বাগানের জেরানিয়াম ।আমার বাগানে এখন আর কোন ফুল নেই এই জেরানিয়াম ব্যতীত।

6F462CB1-FC68-4305-9B8B-A78220E80737.jpeg

উপরের লাল রং এর ফলটি Dammeri . এটিও রাস্তার পাশ থেকে নেওয়া।

what3words location :
https://w3w.co/tables.liver.moons

16B91B26-40E8-45D7-9443-65FED37A1B2F.jpeg

CF49EE61-9375-4F55-8882-DE3C2B804896.jpeg

এগুলো blue berry, দেখে মনে হচ্ছে ছোট ছোট জাম ফল।

what3words location :
https://w3w.co/tables.liver.moons

A917BFF3-30D4-4C57-A376-068DC23377D1.jpeg

9194209C-6F6C-41F8-8451-EF88A87A9FE8.jpeg

এটি নাম-না-জানা একটি উদ্ভিদ।

C1D64378-0979-4B8F-86AB-5E5E5E7616C6.jpeg

এটি স্টেশনে যাওয়ার পথের রাস্তা, স্টেশন আমার বাসা থেকে খুব একটা দূরে নয়, মাত্র ছয় মিনিট লাগে যেতে।

what3words location :
https://w3w.co/jumpy.bets.brain

62B5005D-0AF2-465B-955F-2EB38C701D0E.jpeg

স্টেশন থেকে বের হয়ে রাস্তার এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম।

what3words location :
https://w3w.co/jumpy.bets.brain

B6ED298D-CB63-4A28-97EF-718FF8747F8C.jpeg

এই ফটোগ্রাফি ট্রেনের ভিতর থেকে নেয়া হয়েছে, কোন মানুষজন নেই , একদম ফাঁকা কারণ তখন সকাল ১১ টা, এসময় মানুষজন খুব কম থাকে আর সকাল আটটা থেকে নটার মধ্যে প্রচুর ভিড় থাকে ট্রেনে।

what3words location
https://w3w.co/tender.nets.eager

1D8D764F-FC66-40B4-A17B-997CF51BF03E.jpeg

640D101A-C488-4344-8F88-170F9CD777BD.jpeg

FED1818E-995F-4B34-89D5-BD658E087A09.jpeg

উপরের দুটি ফটোগ্রাফি আমার এলাকার। যখন বাসায় ফিরছিলাম তখন নিয়েছিলাম।

what3words location:
https://w3w.co/dined.line.factories

Photographer@tangera
DeviceI phone 13 pro max

এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

খুব খুব সুন্দর সবগুলো ফটোগ্রাফি। প্রথম ফুলটি দেখে আমি ভেবেছি এটা কোনো জাতের জবা ফুল। দেখতে তেমনই লাগতেছিল। আর অন্যসব ফুলগুলোও খুব সুন্দর লাগতেছে। আর ফলগুলো দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর লাগছে আপনার ফটোগ্রাফি গুলো।আপু আপনি তো অনেক ফুলের নাম জানেন। আমি কোনো ফুল ও ফল তেমন চিনি না। আমার বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে ভালো লাগে। সব গুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। এক কথায় অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে ধন্যবাদ আপু।

 3 years ago 

জেনে খুব খুশি হলাম বৌদি আমার পোস্টটি আপনার ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যিই আপনার প্রশংসা করতে হয় আপু। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে আপনার ফটোগ্রাফির মধ্যে ফুল এবং ফল এর যতগুলো ফটোগ্রাফি আপনি করেছেন প্রতিটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনি প্রতিটা ফটোগ্রাফির নিচে অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই ফটোগ্রাফি সম্পর্কে জানতে পেরেছি। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছ থেকে পরবর্তীতেও এইরকম ফটোগ্রাফি পাব বলে আশা রাখছি। শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লাগেছে। তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ,আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জেনে খুব ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো আপনাকে মুগ্ধ করতে পেরেছে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও!! অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে।সাথে সুন্দর বর্ণনা করেছেন। ভাইবেড়িয়াম ফুলটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারন সব চিত্র দিয়ে নিজের পোস্টি সাজিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।

নিখুত ভাবে প্রতিটা ফটোগ্রাফি করেছেন।আর উপস্থাপন খুবই ভাল লেগেছে শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। যদিও সবগুলো ফুল এবং ফল ই আমার অপরিচিত। 5 এবং 6 নম্বর ছবিটা একটু ব্লার এসেছে। আশা করি আপনার পরবর্তী পোস্ট গুলো থেকে আমরা আরো কিছু বিদেশি ফল এবং ফুলের সঙ্গে পরিচিত হতে পারব

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ব্লুবেরির ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়া আপনার শহরের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাংলাদেশেও শীত পড়তে শুরু করেছে। তবে অতোটা না। কিন্তু ইউরোপে তো এখন বেশ ভালো ঠান্ডা। যাইহোক আপু ফুলগুলোর ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এইধরনের ফুল বাংলাদেশে খুব একটা দেখা যায় না।

এবং শহরের অন‍্য অংশের ফটোগ্রাফি টাও দারুণ ছিল। বাহ কী সুন্দর শহর।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন। আপনার ফটোগ্রাফি গুলো খুব আকর্ষণীয় হয়েছে। আপনি যে খুব ভালো ফটোগ্রাফার তাতে কোন সন্দেহ নাই। অসাধারণ আপু অসাধারণ। শুভকামনা রইল আপু আপনার জন্য

 3 years ago 

কি বলেন ভাইয়া আমি মোটেও ভালো ফটোগ্রাফার নই, জাস্ট একটু চেষ্টা করি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63006.79
ETH 2456.26
USDT 1.00
SBD 2.59