বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানো পর্ব : ১০ ( sea beach)

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_8034.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর নতুন সিরিজ এর ৩য় পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম Eastbourne Sea beach এর ২য় পর্ব যেখানে ট্রেন থেকে নেমে ওই শহরের চারিপাশের কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম।আজকেও শহরের বাকী ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলেই শহরটি এত পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাটি দেখলেই মন জুড়িয়ে যায়। এ কারণেই এই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আগামী পর্ব থেকে শুরু করব সমুদ্র ও তার তীরবর্তী কিছু ফটোগ্রাফি দিয়ে। চলুন কথা না বাড়িয়ে উপভোগ করা যাক আজকের ফটোগ্রাফিগুলি।আশা করি আপনাদের অনেক ভাল লাগবে।

IMG_5997.jpeg

IMG_5999.jpeg

IMG_6003.jpeg

তরমুজ ও টমেটোর কালারগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে।

IMG_6004.jpeg

IMG_6005.jpeg

রাস্তার পাশ দিয়ে দেখি দোকানিরা নানান ধরনের সবজি ও ফলমূল নিয়ে বসে রয়েছে। খুবই টাটকা মনে হচ্ছিল সবজি ও ফলমূল গুলো। ফলমূল গুলো দেখে লোভ সামলাতে না পেরে আমার হাজব্যান্ড আর ভাসুর শুরু করে দিল তাদের কেনাকাটা। অনেকগুলো আম তারা কিনে ফেলল। এরপর সাগর পাড়ে গিয়ে বসে বসে আমগুলো তারা উপভোগ করেছে।তাঁদের খাওয়া দেখে বেশ ভালই লাগছিল।

IMG_6006.jpeg

IMG_6007.jpeg

IMG_6009.jpeg

IMG_6010.jpeg

IMG_6011.jpeg

IMG_6012.jpeg

IMG_6014.jpeg

IMG_6017.jpeg

রাস্তার পাশ দিয়ে নানান ধরনের শপ এবং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন।

IMG_6018.jpeg

IMG_6019.jpeg

IMG_6016.jpeg

হাঁটতে হাঁটতে আমরা প্রায় বিচের কাছে চলে এসেছি। দেখুন কত সুন্দর লাল রঙের একটি হার্ট দিয়ে সংক্ষেপে লেখা রয়েছে আই লাভ ইস্ট বর্ন।

IMG_6020.jpeg

বন্ধুরা আজকে তাহলে এতোটুকুই। আগামী পর্বে সমুদ্রের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

আগামী পর্ব দেখার জন্য বেশি এক্সাইটেড কারণ আগামী পর্বে সমুদ্রের সৌন্দর্যটা দেখতে পারবো।এই পর্ব ও সুন্দর ছিল রাস্তার দুইপাশ দিয়ে দোকান বসেছে আবার নীল আকাশের সৌন্দর্যটাও আমাকে মুগ্ধ করেছে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বাচ্চাদের হলিডেতে খুব চমৎকার সময় অতিবাহিত করেছেন দেখছি আপু। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে । অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 10 months ago 

পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে দেখতে আসলেই খুব ভালো লাগে। তাছাড়া ফলগুলো আমার কাছে দেখে খুবই টাটকা মনে হচ্ছে। এত টাটকা ফল দেখে কেনার লোভ সামলানো মুশকিল। এজন্যই তো ভাইয়া কিনে নিয়ে গিয়েছে। ভালো করেছে সাগর পাড়ে বসে খেতে পেরেছে। আপনার পরবর্তী পর্বে সাগর পাড়ের ফটোগ্রাফিগুলোর অপেক্ষায় রইলাম।

 10 months ago 

সত্যি আপু এতো আকর্ষণীয় টমেটো আমি আগে দেখিনি। কী সুন্দর লাল। পাশাপাশি তরমুজ এবং অন‍্য ফলগুলোও চমৎকার ছিল। এবং সত্যি চারিদিক কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। স্কুল হলিডে তে ঘোরাঘুরির সময় করা ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন আপু। এই পর্বের ফটোগ্রাফি গুলো দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

তরমুজ আর টমেটোর ফটোগ্রাফি দেখে তো দারুণ লাগলো আপু। বাকি ফটোগ্রাফি গুলোও চমৎকার লাগছে দেখতে। রাস্তা ঘাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এমন রাস্তায় হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে। বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন আপু। সমুদ্র সৈকত আমার খুবই পছন্দ। আশা করি সমুদ্রের খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করবেন পরবর্তী পর্বে। সেই অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সুন্দর, পরিচ্ছন্ন ও নীল আকাশ চমৎকার আপু।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। ফলগুলো সত্যি ই অনেক তাজা।এমন ফল দেখলে না খেয়ে আর পারা যায় না।অনেক ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43