টার্গেট ডিসেম্বর সিজন - ৪ এ আমার অংশগ্রহণ 🐬(7th Dolphins )🐬

in আমার বাংলা ব্লগ12 days ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। ইতিমধ্যেই“আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৪ এর পাওয়ার আপ প্রতিযোগিতার ২য় টার্গেটটিও পূরণ করে ফেলেছি। যেহেতু ডিসেম্বরের আরও কয়েকটি সপ্তাহ বাকি রয়েছে তাই নতুন করে আরও একটি টার্গেট নির্ধারণ করে ফেললাম। আমার নতুন টার্গেট পাওয়ারকে ৪৩,৭৫৪ স্টিম এ পরিণত করা।আজকে পাওয়ার আপের মাধ্যমে ৪৩,১৫৪,স্টিম এ পরিণত হলো। যতদিন স্টিমট এ কাজ করবো, ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।

20240107_065101_0000.png



এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৪৩,১০৪।পাওয়ার আপ এর পরে হয়েছে ৪৩,১৫৪ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।

নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:

পাওয়ার আপের পূর্বেঃ

IMG_5142.jpeg

পাওয়ার আপের সময়ঃ

IMG_5143.jpeg

পাওয়ার আপের পরেঃ

IMG_5144.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 11 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ৫০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। স্টিমেট এ প্লাটফর্মে নিজের শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। ইতিমধ্যে আপনি আপনার নিজের টার্গেট পূরণ করেছেন জানতে পেরে সত্যি বেশ ভালো লাগলো। নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চল আপনার জন্য শুভকামনা রইল।

 11 days ago 

যতদিন স্টিমে কাজ করবেন ততদিন এই ধারাবাহিকতায় পাওয়ার বৃদ্ধি করে যাবেন এটা সুন্দর সিদ্ধান্ত। ধারাবাহিকতা ধরে রেখে পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। এগিয়ে যান আপু আপনার জন্য শুভকামনা রইল।

 11 days ago 

আপনি নিজের দুইটা টার্গেট পূরণ করার পর, এখন আরেকটা টার্গেট সেট করেছেন দেখে খুব ভালো লাগলো। ৪৩,৭৫৪ স্টিম পাওয়ার আশা করি পূরণ করতে পারবেন আপনি। আজকের পাওয়ার আপের মাধ্যমে আপনার ৪৩,১৫৪ স্টিম পাওয়ার হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আশা করছি খুব শীঘ্রই আপনার এই লক্ষ্য টাও পূরণ হয়ে যাবে।

 11 days ago 

আমি লক্ষ্য করে দেখেছি আপনি প্রতিনিয়ত নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণে পাওয়ারের রূপান্তরিত করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলেরই উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ৪৩১৫৪ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।

 11 days ago 

কথায় আছে যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। যে যত বেশি পাওয়ার আপ করবে, সে তত বেশি সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। এমনকি নিজের লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। নিজেদের একাউন্টের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হয় পাওয়ার আপের কারণে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে পাওয়ার বৃদ্ধি করা। আপনার পাওয়ার আপ দেখলে সবাই অনেক বেশি উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি। প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে এভাবেই এগিয়ে যেতে থাকুন।

 11 days ago 

বরাবরের মতো এই সপ্তাহেও ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন,দেখে খুব ভালো লাগলো আপু। এতে করে আপনি ৪৩,১৫৪+ এসপি তে পৌঁছে গেলেন। আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। আশা করি খুব শীঘ্রই আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 10 days ago 

৫০ স্টিম পাওয়ার আপ করে নিজের প্রোফাইলকে অনেক শক্তিশালী জায়গায় নিয়ে চলে গেলেন। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। ধীরে ধীরে আরো লক্ষ্যের দিকে এগিয়ে যান। পাওয়ার আপের সত্যিই কোন বিকল্প নেই এই প্লাটফর্মে।

 10 days ago 

একাউন্টঃ @tangera
পাওয়ার বৃদ্ধিঃ = 0.115999%

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.25
JST 0.039
BTC 96923.38
ETH 3370.74
USDT 1.00
SBD 3.55