বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব-২৩ (London zoo)

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_0504.jpeg


আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর ২৩ তম পর্ব নিয়ে, আর লন্ডন জু এর সপ্তম ৭ম পর্ব নিয়ে। দেখতে দেখতে লন্ডন জুই এর সাতটি পর্ব শেষ করে ফেলেছি। আর মাত্র ২/৩ টি পর্ব হলেই শেষ হয়ে যাবে বাচ্চাদের স্কুল হলিডের বেড়ানোর পর্বগুলো। বরাবরের মতো আজকেও কিছু পশুপাখি, যন্তু জানোয়ার এবং জু এর চারিপাশের পরিবেশের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_7153.jpeg

IMG_7156.jpeg

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন উট। আসলে এই জু’তে পশু পাখির তুলনায় তার চারিপাশের পরিবেশ আমার কাছে বেশি ভালো লেগেছে। জায়গার তুলনায় তেমন কোন পশু পাখি নেই বললেই চলে। খুবই কম আমাদের চোখে পড়ল। বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এই জু'টি। কিন্তু তুলনামূলকভাবে আরো পশু-পাখি বৃদ্ধি করা দরকার ছিল। মাইলের উপর মাইল হেঁটেছি কিন্তু তার বিনিময়ে খুবই অল্প পরিমাণ আমাদের চোখে পড়েছে।

IMG_7168.jpeg

IMG_7170.jpeg

IMG_7176.jpeg

IMG_7183.jpeg

IMG_7181.jpeg

উপরের ফটোগ্রাফি তে দেখতে পাচ্ছেন লিজার্ডগুলো। অনেকগুলো লিজার্ডই রেখেছে তাদের সংগ্রহশালায়।

IMG_7185.jpeg

IMG_7187.jpeg

IMG_7186.jpeg

কচ্ছপগুলোকে সকলেই চিনতে পেরেছেন।

IMG_7189.jpeg

IMG_7190.jpeg

উপরের ফটোগ্রাফিকে দেখতে পাচ্ছেন কিং কোবরা। বিশাল সাইজের কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ পুরো শরীরকে প্যাঁচিয়ে বসে আছে। মোট দুটি কিং কোবরা আমাদের চোখে পড়েছে। কিং কোবরা দেখতে খুবই ভালো লেগেছে। বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। কারণ এর আগে কখনো দেখা হয়নি।

IMG_7191.jpeg

এখানে দেখুন কিং কোবরা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া রয়েছে, তারা কি খায় এবং কোথায় থাকে?

IMG_7193.jpeg

একটি পাখি দেখলাম বসে রয়েছে।

IMG_7194.jpeg

IMG_7195.jpeg

বন্ধুরা আজ তাহলে এতোটুকুই। আগামী পর্বে লন্ডন জু এর আরও কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

ছুটির দিন উপলক্ষে বেড়াতে গেছেন। আর সেখান থেকে বেশ চমৎকার পশুপাখির ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোষ্টের মধ্য থেকে কিন্তু অনেক কিছু দেখার সুযোগ হলো আমাদের।

 6 months ago 

আপু দারুন সবুজ প্রকৃতি এবং ‍সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর একটি জায়গা , তার উপর এত সুন্দর সুন্দর কিছু পশু। সব দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আমার তো মনে হয় বেশ ভালোই পশু পাখি আছে এখানে। উট সাপ কুমির সবই তো দেখলাম।

 6 months ago 

আপু দেখতে দেখতে লন্ডন জু এর ৭ম পর্ব শেয়ার করে ফেললেন। বরাবরের মতো এই পর্বের ফটোগ্রাফি গুলোও বেশ উপভোগ করলাম। আশেপাশের পরিবেশটা আসলেই খুব সুন্দর। তবে এতো বিশাল জায়গায় পশুপাখির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। অবশ্যই পশুপাখি আরও বৃদ্ধি করা উচিত। কিং কোবরা এবং লিজার্ডগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ছুটির দিনে ঘুরে বেড়াতে ভীষণ ভালোই লাগে। তবে আপনারা যে জায়গায় গিয়েছেন জায়গাটা সত্যি অনেক সুন্দর আপু। আসলে আমি ভেবেছিলাম শুরুতেই বিভিন্ন রকমের পশুপাখি হয়তোবা দেখতে পারবো। তবে আসলে আপনি বলছেন সেখানে পশু পাখির সংখ্যা খুবই কম। আসলে পশু পাখির সংখ্যা কম হলেও জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তবে আপনার মাধ্যমে আজকে অনেক বড় একটা কিং কোবরা দেখতে পেলাম। যদিও পেঁচিয়ে থাকার কারণে ভালোভাবে বুঝতে পারছি না। তাছাড়া লিজার্ড ও দেখতে পেয়েছি।

 6 months ago 

বাচ্চাদের স্কুলের হলিডে উপলক্ষে খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে গেছেন। জু এর ভিতরে নানান ধরনের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। পশু পাখির পাশাপাশি তাদের আশেপাশের পরিবেশ গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। যেগুলো দেখতে আরো বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

বিশাল জায়গা জুড়ে লন্ডন জু দেখে ভীষণ ভালো লাগলো। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।সবুজ প্রকৃতি আর পশু, পাখিদের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আর কয়েকটা পর্ব হলেই শেষ হবে।যাক আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে লন্ডন জু দেখার সুযোগ হলো। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু মাত্র ২/৩ টি পর্ব হলেই শেষ হয়ে যাবে শুনে খারাপ লাগলো। আমি তো চাই না এই পর্ব গুলো শেষ হোক। কারন এই জীব যন্তু গুলো দেখতে ভালোই লাগে। কিং কোবরা দেলে ভয় পেয়েছি,হে হে হে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39