বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব-১৮ (London zoo)

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_9864.jpeg

গত পর্ব থেকে লন্ডন জু এর সিরিজ পর্ব শুরু হয়েছে ।আজকে লন্ডন জু এর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই পর্বগুলোতে শুধু পশু পাখির ফটোগ্রাফিই আপনাদের সাথে শেয়ার করব না, এর সাথে এর চারিপাশের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যও আপনাদের সামনে হাজির করব। কারণ এত বড় জায়গা যেখানে শুধু পশুপাখিই সবাইকে আকৃষ্ট করেনা,এর চারিপাশের প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্যটাও অনেক আকর্ষণীয় ।প্রিয় মানুষ অথবা পরিবারের সকলকে নিয়ে সময় কাটানোর জন্য দারুন একটি পরিবেশ এখানে। এর ভিতরে বড় একটি রেস্টুরেন্টও রয়েছে। লোকজন সারাদিন ঘোরাফেরা করার পর ক্ষুধার্ত হয়ে চলে যায় সেই রেস্টুরেন্টে। আমরাও সারাদিন ঘোরাফেরা করার পর অবশেষে কিছুটা খেয়ে নিলাম সেই রেস্টুরেন্ট থেকে। যাইহোক কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।আজকের পর্বে ২০ টি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

IMG_7291.jpeg

IMG_7135.jpeg

অনেক সুন্দর করে লন্ডন জু লেখা টি ডেকোরেশন করেছে, যার ভেতর দিয়ে বাচ্চারা যাওয়া আসা করে এবং খুবই উপভোগ করে।

IMG_6985.jpeg

উপরের ফটোটিতে এই গাছটি দেখুন।কত পুরু! বহু বছরের পুরনো হবে।

IMG_6984.jpeg

IMG_6983.jpeg

একটি প্রাণী দেখতে পাচ্ছেন। নাম না জানা প্রাণীটি দেখতে কিছুটা বানরের মতো।

IMG_6991.jpeg

এটি ও নাম না জানা একটি প্রাণী। এদের ফটো গুলো নেওয়া খুবই কঠিন। কারণ তারা অনেক দূরে দূরে।তাই জুম করে ফটোগ্রাফি গুলো করেছিলাম।

IMG_6989.jpeg

IMG_6993.jpeg

দেখুন একটি প্রাণীর হাত দেখা যাচ্ছে যার বড় বড় নখ , লুকিয়ে রয়েছে একটি গাছের মধ্যে।

IMG_7002.jpeg

IMG_6998.jpeg

IMG_6995.jpeg

IMG_6996.jpeg

IMG_6997.jpeg

আমাদের পাশেই ছিল বড় বড় অ্যাকোরিয়াম। তার মাঝে ছোট ছোট রংবেরঙের নানান জাতের মাছ দেখা যাচ্ছিল।

IMG_7003.jpeg

IMG_7004.jpeg

IMG_7005.jpeg

IMG_7007.jpeg

ওই জায়গাটা ছিল খুবই ভুতুড়ে পরিবেশে।অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। যে সমস্ত প্রাণী অন্ধকারে থাকে তাদেরকে এখানে রাখা হয়েছে। কিন্তু আমার চোখে কিছুই পড়েনি।

IMG_7008.jpeg

IMG_7009.jpeg

IMG_7010.jpeg

এরপর অন্ধকার থেকে আলোতে এসে চারিপাশের পরিবেশ দেখতে খুবই ভালো লাগছিল।

আগামী পর্বে আরও অনেক পশুপাখি,জীবজন্তু এবং তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

London Zoo দেখার ইচ্ছা ছিল।আজ আপনার পোস্টের মাধ্যমে সামান্য কিছু দেখতে পেলাম।আশাকরি পরবর্তী পর্বে বেশকিছু পশু -পাখি আর আশে পাশের সৌন্দর্য দেখতে পাবো আপনার ফটোগ্রাফির মাধ্যমে। ধন্যবাদ আপু ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 8 months ago 

বাচ্চাদের ছুটির দিনে অনেক সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করেছেন। আপনার ভ্রমণ করার জায়গা ওদের মধ্যে জু লেখা স্থানটি এবং ভুতুড়ে পরিবেশের স্থানটি দেখতে বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

আজ তো দেখছি আপনি লন্ডন জু এর দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের মাঝে হাজির হলেন। তবে এটা কিন্তু সত্য কথা লন্ডন জু এর পশুপাখি দেখতে যেমন সুন্দর, তেমনি মনমুগ্ধ। সত্যি কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখার একটি মনোমুগ্ধকর জায়গা। আমার মনে হয় আপনারাও বেশ সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আসলেই এমন জায়গায় পরিবার পরিজন এবং প্রিয় মানুষের সাথে সময় কাটাতে দারুণ লাগবে। পশুপাখি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে আপু। আপনার পোস্টের মাধ্যমে অচেনা পশুপাখিও দেখতে পেলাম। একুরিয়ামে থাকা মাছগুলো দেখতেও চমৎকার লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী পর্বের অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64