টার্গেট ডিসেম্বর সিজন - ৩ এ আমার অংশগ্রহণ 🐬(Triple dolphin)🐬

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন ৩ এর প্রতিযোগিতায় অংশগ্রহণের ২২ তম সপ্তাহ পূর্ণ হল আজ।এ বছর ডিসেম্বরের টার্গেট হচ্ছে পাওয়ারকে ২১,০০০ স্টিম এ পরিণত করা।ইতি মধ্যেই ১৭,১৫২ পার করে ফেলেছি।বরাবরের মত আমার ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই কাঙ্খিত স্থানে পৌছাতে পারবো।আর যতদিন স্টিমিট এ কাজ করবো ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।

76749D4C-40CE-4A35-8C0F-AAE44E1E86CA.jpeg

এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ১৭,১৪২।পাওয়ার আপ এর পরে হয়েছে ১৭,১৫২ স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।

নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:

পাওয়ার আপের পূর্বেঃ

IMG_3261.png

পাওয়ার আপের সময়ঃ

IMG_3262.png

পাওয়ার আপের পরেঃ

IMG_3263.png

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনার এই বছর ডিসেম্বরের টার্গেট হচ্ছে পাওয়ারকে ২১০০০ স্টিমে পরিণত করা এটা জেনে ভালো লাগলো। আর আপনি ইতিমধ্যে ১৭১৫২ পার করে ফেলেছেন, এটা দেখে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। ধারাবাহিকতা বজায় রেখে আপনি এভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, খুব তাড়াতাড়ি নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন, যা দেখে খুব ভালো লাগলো। এভাবেই অল্প অল্প পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যান। যেন খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই কামনা করি।

 2 years ago 

প্রতি সপ্তাহের মতো টার্গেট ডিসেম্বরে আপনি ৫০ স্টিম করে পাওয়ার আপ করেন। এ সপ্তাহে ৫০ টিম পাওয়ার আপ করলেন। এভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, দোয়া রইলো।

 2 years ago 

আপু আপনার এত বড় এমাউন্টের পাওয়ার দেখে আমার বড়ই ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত আপনার পাওয়ার বৃদ্ধি করে চলেছেন। পাওয়ার আপ পোস্ট দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার পাওয়ার হয়ে গিয়েছে ১৭,১৫২। বড় আপুর লক্ষ্য ২১০০০ হাজারে পরিণত করা খুব শীঘ্রই আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমি লক্ষ্য করে দেখি আপনি প্রতি সপ্তাহে 50 স্টিম করে পাওয়ার আপ করেন। নিজের একাউন্টে সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনি ঠিকই বলেছেন আমাদের সকলের উচিত পাওয়ার আপ করা এবং পাওয়ার আপকে ভালোবাসা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল।

 2 years ago (edited)

আপনি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে যেভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করেন তা সত্যি প্রশংসার দাবি রাখে।৫০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে ১৭১৯২ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।

 2 years ago 

প্রত্যেক মঙ্গলবার মানেই আপু আপনার পাওয়ার আপের দিন।আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করার পর ১৭,১৫২ হয়ে গিয়েছে। আপনার লক্ষ্য ২১০০০ হাজারে পরিনিত করা।আশা করি করি খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌছে যাবেন।ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন।আজ ও ৫০ স্টিম পাওয়ার আপ করলেন। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেকটাই উৎসাহ পেয়ে থাকি।আপনি এভাবে অনেকটাই এগিয়ে গেলেন।আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপনার আগে স্টিম পাওয়ার ছিল ১৭,১৪২। আর আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করার পর আপনার স্টিম পাওয়ার হয়েছে ১৭১৫২ স্টিম, এটা জেনে ভীষণ ভালো লেগেছে। এরকম পাওয়ার আপ করলে আপনি খুব দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার টার্গেট ২১০০০ স্টিম পাওয়ার, এটা জেনে অনেক ভালো লেগেছে। ধারাবাহিকতা বজায় রাখলে খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। প্রতিনিয়ত পাওয়ার আপ করে, এভাবেই এগিয়ে যান আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 117233.95
ETH 4545.51
SBD 0.86