মেয়ের হারিয়ে যাওয়া প্রিয় লেভার্স হুডিটি খুঁজে পেলাম

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_7854.jpeg

অবশেষে পাওয়া গেল বড় মেয়ের হারিয়ে যাওয়ার লিভার্স হুডি। বড় মেয়ে যখন প্রাইমারি স্কুলে ছিল তখন তাদের ফেয়ারওয়েল দেয়ার এক সপ্তাহ আগে এই রকমের জাম্পার তাদের সকলকেই দিয়েছিল। তাদের স্কুল জাম্পারের সাথে মিল রেখেই এটি তৈরি করা হয়েছে।এই জাম্পারটির বিশেষত্ব হচ্ছে তাদের ক্লাসের সকলেরই নাম লেখা আছে তাতে।এছাড়াও এটি একটি দামি কোম্পানির প্রডাক্ট। ছেলেমেয়েরা এটি পেয়ে তো মহা খুশি ছিল কারণ তাদের প্রিয় বন্ধু বান্ধবের নাম লেখা ছিল সেখানে। এটি তাদের বড় একটি মেমোরি হয়ে থাকবে। কারণ প্রাইমারি স্কুল থেকে হাইস্কুলে গেলে এক এক জন একেক স্কুলে চলে যায়, তখন ছোটবেলার সেই বন্ধু-বান্ধবগুলোকে তারা হারিয়ে ফেলে।আর এই স্মৃতি রয়ে যাবে আজীবন। প্রাইমারি স্কুল শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ আগে যেহেতু তারা পেয়েছিল তাই সকলেই প্রতিদিন স্কুল পড়ে আসতো তাদের প্রিয় লেভার্স হুডিটি। তারা সকলেই খুব এনজয় করছিল। স্কুল ছুটি হওয়ার দুদিন আগে আমার মেয়েটিও এই হুডিটি পড়ে গিয়েছিল স্কুলে। ঐদিন বেশ গরম ছিল তাই জাম্পারটি খুলে রেখেছিল। কিন্তু কোথায় খুলে রেখেছিল তা তার আর মনে ছিল না।স্কুল যখন ছুটি হয় তখন পাগলের মত খুঁজতে থাকে। টিচারদের কাছে বলে কিন্তু টিচাররাও খুঁজে পায়নি। কি আর করা না পেয়ে কাঁদতে কাঁদতে বাসায় আসে, আর বলতে থাকে আমার মেমরি টা হারিয়ে ফেলেছি, এটা আমার বেস্ট মেমরি ছিল। তখন আমার খুব খারাপ লাগছিল।

IMG_7853.jpeg

এরপর পরের দিন লাস্ট ডে, যখন স্কুল হলিডে হয়ে যাবে ছয় সপ্তাহের জন্য তখন আমি স্কুলে ফোন করি। তখন স্কুল অফিসে ফোন করে সবকিছু তাদেরকে খুলে বলি এবং মেয়েটি অনেক কান্নাকাটি করছে তাও বলি।তখন তারা বলল তারা খুঁজে দেখবে। আমি তখন বললাম যদি খুঁজে নাও পাওয়া যায় তাহলে প্লিজ ওর জন্য আরও একটি অর্ডার করুন।এর জন্য যত খরচ হয় আমি দিব। তখন তারা বলল হ্যাঁ এটাও করা যাবে।এরপর স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকি দেখি পাওয়া যায় কিনা? কিন্তু মেয়েটি খালি হাতে আসে তখন বুঝে ফেলেছি পাওয়া যায়নি। তখন কি আর করা অপেক্ষায় রয়েছি যদি তারা আরও একটি অর্ডার দেয়। কিন্তু ওই মুহূর্তে স্কুল বন্ধ হয়ে গিয়েছে আর অর্ডার দেয়ার সময় নেই। স্কুল খুললে যদি তারা কিছু করে। এরপর ৬ সপ্তাহ পর স্কুল হলিডে শেষ হওয়ার একদিন আগে স্কুল থেকে একটি মেইল আসে যে তার হুডিটি পাওয়া গিয়েছে।তখন তারা আমাকে কালেক্ট করতে বলে।তখন মেয়ে শুনে তো মহাখুশি।এরপর পরের দিন আমার ছোট মেয়ে যখন স্কুলে যায় তখন তার কাছে দিয়ে দেয় কারণ বড় মেয়ে তখন আর ঐ স্কুলে নেই, এখন সে হাই স্কুলে।যাইহোক অনেক ভালো লেগেছে তার হারিয়ে যাওয়া প্রিয় হুডিটি খুঁজে পেয়েছে। আসলে সামান্য কোন একটি জিনিস হারিয়ে গেলে আমাদের খারাপ লাগে কিন্তু প্রিয় কোন জিনিস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে খুব বেশি কষ্ট হয়। আর সেই হারিয়ে যাওয়া প্রিয় জিনিসটি খুঁজে পেলে তো সুখের সীমা থাকে না।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

প্রিয় কোন জিনিস হারিয়ে গেলে কষ্ট লাগে যেমনটা আপনার মেয়ের ক্ষেত্রে হয়েছে। তবে আমি শুধু স্কুলের টিচারদের রেস্পন্সিবিলিটি সম্পর্কে ভাবছি তারা সামান্য বিষয়টি কতটা সিরিয়াস ভাবে নেয়। গল্পটা পড়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

জাম্পারটির সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে আমার সব বাচ্চাদের নাম লেখা। আসলেই স্মৃতি ধরে রাখার জন্য খুবই সুন্দর একটি আইডিয়া। এ জন্যই তো এত সুন্দর হুডিটি হারিয়ে মানহা কান্নাকাটি করেছে। শুনে আমারই তো খারাপ লাগছিলো। তাছাড়া ছয় সপ্তাহের স্কুল ছুটি। পাওয়ার সম্ভাবনাতো ছেড়েই দিয়েছিলেন হয়তো। যাক স্কুল খোলার পর পেয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। যত্ন করে রেখে দিয়েন। বড় হলে দেখে আরো খুশি হবে।

 last year 

আপু অবশেষে জেনে খুশি হলাম যে মেয়ের হুডিটি তাহলে অবশেষে পাওয়া গেল । তাও আবার ছয় সপ্তাহ পর। আসলে প্রিয় কোন জিনিস হারালে যে কি খারাপ লাগে সেটা যার হারায় সেই শুধু বোঝে। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 last year 

যেই জিনিসটির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জিনিসটি হারিয়ে গেলে সত্যি অনেক খারাপ লাগে। যেহেতু তার ফ্রেন্ডদের নাম লিখা আছে তাই তো এই লিভার্স হুডি মামনির অনেক প্রিয়। যাইহোক অবশেষে স্কুল হলিডের পর সেটা পাওয়া গিয়েছে জেনে ভালো লাগলো আপু।

 last year 

প্রিয় জিনিসগুলো হারিয়ে গেলে খারাপ লাগারই কথা।এই হুডির মধ্যে সব ফ্রেন্ডদের নাম লেখা।ভীষণ ভালো লাগলো।যাক অবশেষে খুঁজে পেয়েছে জেনে ভালো লাগলো।বড় হলে যখন দেখবে তখন খুব ভালো লাগবে।যত্ন করে রাখবেন আপু।ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আসলেই আপু প্রিয় জিনিস হারিয়ে গেলে সত্যিই খুব খারাপ লাগে। হুডিটি হয়তো সারাজীবন স্মৃতি হিসেবে রেখে দিতে পারবে আপনার বড় মেয়ে। তাই এটা হারিয়ে যাওয়ার পর মন খারাপ করাটা স্বাভাবিক। তবে আপনি নতুন করে অর্ডার দিতে চেয়েছিলেন, এটা জেনে ভীষণ ভালো লেগেছে। আসলে বাচ্চারা মন খারাপ করে থাকলে মা বাবার মন খুব খারাপ হয়ে যায়। অবশেষে হুডিটি খুঁজে পেয়েছে বিধায় নতুন করে অর্ডার দিতে হয়নি। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91