ভুল চিকিৎসার পরিণতি

in আমার বাংলা ব্লগ13 days ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3630.jpeg

Image

মানুষ মাত্রই ভুল হয়।যতই সে যে কোন বিষয়ে যতই দক্ষ হোক না কেন ভুল হতেই পারে।আর চিকিৎসা ক্ষেত্রে যে ভুল হয় সে তো হয় খুবই মারাত্মক।কারও জীবন পর্যন্ত চলে যেতে পারে, এমনকি সারা জীবন ডিজেবল হয়েও পড়ে থাকতে পারে।হ্যাঁ বন্ধুরা এমনই একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।ঘটনাটি ঘটেছিল প্রায় ১০ বছর আগে।একদিন রাতে আমি আর আমার হাজব্যান্ড টিভি দেখছিলাম। এমন সময় একটি কল আসে। তখন একটি লোকের সাথে হাসবেন্ডের অনেকক্ষণ কথা হয়। লোকটির ভালো মন্দ অনেক কিছুই জিজ্ঞাসা করছিল হাজব্যান্ড। আর তাদের কথাবার্তার মধ্যে কিছুটা কৌতূহল জেগে ওঠে আমার।ফোন শেষে আমি আমার হাজব্যান্ড কে জিজ্ঞাসা করলাম লোকটি কে? এবং লোকটির কি হয়েছিল?তখন হাজবেন্ড বললো লোকটি আগে আমাদের এই শহরেই থাকতো এবং প্রায়ই আমাদের রেস্টুরেন্টে এসে গল্প করতো।আর লোকটি কিন্তু বাংলাদেশি ছিল।এরপর লোকটির সাথে ঘটে যাওয়া ভুল চিকিৎসার কথা আমাকে বললো।

লোকটির অনেক বড় একটি প্রবলেম ছিল।তার বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। ডক্টরদের কাছ থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।কিন্তু কোন কাজ হচ্ছিল না।এরপর কাজ না হওয়ায় ডক্টর চেঞ্জ হয়। এরপর সেই ডক্টর দেখেন তার ভুল চিকিৎসা করা হয়েছে।এমনকি ভুল চিকিৎসার ফলে তার ফুসফুস পর্যন্ত নষ্ট হয়ে যায়।এরপর ডক্টররা খুবই অনুতপ্ত হন তাদের কার্যক্রমের জন্য।এরপর হসপিটাল থেকে তার ক্ষতিপূরণের জন্য বাংলাদেশী টাকার প্রায় ৫ কোটি টাকার মতো তাঁকে দিতে চেয়েছিলেন।কিন্তু তিনি রিফিউজ করে দেন, তিনি টাকাটি নিতে রাজি হননি।লোকটি বলেন এটি আমার ভাগ্যে লেখা ছিল, তাই এটি হয়েছে। আমি কাউকে দোষারোপ করব না। তাহলে চিন্তা করুন লোকটির মন-মানসিকতা কেমন পর্যায়ের?

এরপর একরকম লোকটির লাইভ পর্যন্ত চেঞ্জ হয়ে গেল বলা যেতে পারে। কারণ হসপিটাল থেকে তাকে বিশাল বড় একটি বাড়ি গিফট করা হয়েছে থাকার জন্য, রয়েছে বড় একটি গার্ডেন।আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লোকটির এদেশে কেউ ছিলনা।তার পরিবার ছিল বাংলাদেশে, এমনকি তার ছেলে মেয়েরাও ছিল বাংলাদেশে।পরিবারকে এ দেশে আনতে পারেননি তিনি।ওই ভুল চিকিৎসার ফলে তার সব সময় চিকিৎসা নিতে হয় এবং সাথে নানান ধরনের ওষুধ, অক্সিজেনের জিনিসপত্র সাথে থাকে।তাই তাকে দেখাশোনার জন্য বাংলাদেশ থেকে তার পরিবারকেও আনার সুযোগ ও করে দেয় হসপিটাল থেকে।এখন লোকটি তার পরিবার ও ছেলে মেয়ে সহ সকলেই একসাথে থাকেন।তার পরিবারের যাবতীয় খরচ ও হসপিটাল থেকে বহন করা হয়।তার কোন সমস্যা হলে সাথে সাথেই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়।মোটামুটি চিকিৎসা নিয়েও লোকটি এখন বেশ ভালই রয়েছেন।ঘটনাটি ঘটেছিল প্রায় দশ বছর আগে।এখনো লোকটি বেশ ভালই রয়েছেন।কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যান।

যাইহোক ভুল চিকিৎসার পরেও লোকটি যে বেঁচে রয়েছেন এবং তার পরিবার-পরিজনের সাথে একসাথে বসবাস করছেন এটিই সবচেয়ে বড় কথা।হাজবেন্ডের সাথে যখন ফোন করছিলেন তখন লোকটির কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল লোকটি বেশ ভালোই রয়েছেন।হয়তো তার পরিবার ও ছেলে-মেয়েদেরকে এদেশে আনতে খুবই কষ্ট হতো।কিন্তু এই ভুল চিকিৎসার ফলে সকলকেই তিনি কাছে পেয়েছেন, এদেশে আনতে পেরেছেন এটিই সবচেয়ে বড় কথা।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালে লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 12 days ago 

ভুল চিকিৎসা খুবই মারাত্মক। ভুক্তভোগী ব্যক্তির জন্য সত্যিই খারাপ লাগছে আপু। তবে উনারা নিজেদের ভুল স্বীকার করেছেন আর সেই লোকটিকে সহায়তা করেছেন এটা জেনে ভালো লাগলো। আপনার এই পোস্ট পড়ে ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা অর্জন করলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

আপনাদের দেশেও ভুল চিকিৎসা হয় জেনে অবাক হলাম। ভুল চিকিৎসা হওয়াতে লোকটির কষ্ট হলেও তার লাইফে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। সে তার ফ্যামিলিকে কাছে পেয়েছে এবং তার যাবতীয় চিকিৎসা বহন করছে হসপিটাল। এতগুলো টাকা পেয়ে লোকটি যখন নিতে রাজি হয়নি তাতেই বোঝা যাচ্ছে লোকটি মন মানসিকতা কত ভালো। তার জন্যই আল্লাহ তাকে একটি কষ্টের বিনিময়ে হাজারটি সুখ দিয়েছেন। যাই হোক ভালো লাগলো লোকটি এত বছর পরে সুস্থ আছে জেনে।

 12 days ago 

ভুল চিকিৎসার কারণে একজন মানুষের ফুসফুস প্রায় নষ্ট হয়ে গিয়েছে এটা শুনে সত্যিই খারাপ লাগছে আপু। উন্নত চিকিৎসাতেও যে ভুল হতে পারে এটা ভাবতেই অবাক লাগছে। তবে উনারা সেই বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়েছেন এবং সেই লোকটির পরিবারকেউ সেখানে নিয়ে যেতে সাহায্য করেছেন এটা জেনে ভালো লাগলো আপু।

 12 days ago 

সবারই ভুল হয়ে থাকে কোনো না কোনো কাজে। আর ঠিক তেমনই ডাক্তারেরও ভুল হয়েছিল চিকিৎসার ক্ষেত্রে। তবে সেই লোকটার মন মানসিকতার কথা শুনেই তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দশ বছর আগে উনার সাথে যা ঘটেছিল এটা সত্যি অনেক দুঃখজনক। কিন্তু এখনো পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন জেনে অনেক ভালো লাগলো। মাঝে মাঝে তিনি অসুস্থ হয়ে পড়েন এটা জেনে একটু খারাপ লেগেছে। তবে ওনারা সবাই লোকটার পাশে দাঁড়িয়েছে, আর ফ্যামিলিকে ওনার সাথে রাখার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ থেকে, এটা দেখে আরো ভালো লেগেছে।

 12 days ago 

সেই লোকটার মন-মানসিকতা আসলেই খুব ভালো। অন্য কেউ হলে তো ৫ কোটি টাকার লোভ সামলাতে পারতো না। লোকটা টাকা নেয়নি বলেই হসপিটাল থেকে সেই লোকটাকে এতো সাপোর্ট দেওয়া হয়েছে বা হচ্ছে। ভুল চিকিৎসার পরেও যে লোকটা এখন ভালো আছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। আসলে দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ রয়েছে। যাইহোক এতো চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 12 days ago 

বাইরের দেশগুলোতেও ভুল চিকিৎসা হয়,আজই প্রথম শুনলাম।তাও এতো সিরিয়াস। লোকটির ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার পরে ও আল্লাহ এতোদিন হায়াত দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ। যে পরিবার পরিজন তিনি কখনো তার কাছে আনতে পারবেন বলে ভাবেননি।সেটাও সম্ভব হলো এই ভুল চিকিৎসার জন্য। এতে বোঝা যায় আল্লাহ ততোটা নেন তার চেয়ে দেন বেশী।তাইতো কখনো নিরাশ হতে নেই।আর এজন্য কোন বিপদ এলে বলতে হয়,আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্য ই করেন।ধন্যবাদ আপু চমৎকার একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64721.74
ETH 2633.86
USDT 1.00
SBD 2.82