প্রবল বৃষ্টিতে ছোটখাটো একটি ফ্লাড হয়ে গেল

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_0342.jpeg

সারারাত বেশ ভালই বৃষ্টি হয়েছে, ফটো দেখেই বুঝতেই পারছেন কেমন অবস্থা! পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টি হয়েছে। আর সাথে ছিল প্রবল বাতাস। মনে হচ্ছিল তুফান হচ্ছে। গাছপালা মনে হচ্ছিল ভেঙেচুরে যাচ্ছে। আর প্রচন্ড বেগে শব্দ হচ্ছিল । এমন ওয়েদারে ঘর থেকে বের হওয়াই মুশকিল। আমি আগেই বলেছি এ দেশে উইনটারের সময় বেশি বৃষ্টিপাত হয় সামার সিজনের তুলনায়। ক্রিসমাস উপলক্ষে তিন সপ্তাহের জন্য স্কুল ছুটি ছিল।গত বুধবার স্কুল খুলেছে। আবার শুরু হয়ে গেল স্কুলে আনা নেওয়ার ডিউটি। এর আগে আপনাদের বলেছিলাম বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করার জন্য একজন টেক্সি ড্রাইভার ঠিক করেছি। এই ট্যাক্সি না হলে খারাপ ওয়েদারে তাদের আনা নেওয়া খুবই কষ্ট হয়ে যেত। তবে এখনও ঠান্ডা পুরো দমে শুরু হয়নি। তিন থেকে সাত ডিগ্রির মধ্যে রয়েছে। তবে নিউজে ওয়েদার সম্পর্কে জানতে পারলাম আগামী সপ্তাহে স্নো পরতে পারে। ৫/৬ বছর আগে এদেশে খুব বেশি স্নো পরতো।বিগত ৩/৪ বছর ধরে স্নোর পরিমাণ আগের থেকে অনেক কম।তবে গত বছর অন্যান্য বছরের তুলনায় বেশ ভালোই পরেছে।

IMG_0339.jpeg

IMG_0338.jpeg

IMG_0340.jpeg

IMG_0337.jpeg

IMG_0341.jpeg

দেখতেই পারছেন স্কুলের সামনে বেশ ভালই পানি জমে রয়েছে। এমনিতেই বাচ্চারা পানি দেখলে খুব খুশি হয়। এখন তো তাদের আনন্দের সময়। কেউ কেউ আবার পানি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। স্কুল খোলার প্রায় ১০ মিনিট আগে ড্রাইভার আমাদেরকে নামিয়ে দেয়। স্কুলের মেইন গেট তখন খোলা ছিল কিন্তু ভেতরের গেট তখনোও বন্ধ ছিল। তাই আমি আর আমার ছোট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা উপভোগ করছিলাম। বৃষ্টির কারণেই সকাল বেলায় স্কুল থেকে মেসেজ দিয়েছে স্কুলের সামনে ছোটখাটো একটি ফ্লাড হয়েছে। তাই বাচ্চারা যেন আসার সময় যার যার বুটস পড়ে স্কুলে আসে এবং পরে যেন তা চেঞ্জ করে ফেলে। এরপর গিয়ে দেখলাম বেশ ভালোই পানি জমেছে। স্কুলের মত রাস্তাঘাটের কোথাও কোথাও ওই একই অবস্থা। ওই জায়গাটা আসলেই অনেকটা নিচু তাই এভাবে পানি জমে রয়েছে।যাইহোক আজকের ওয়েদার বেশ ভালোই। সারাদিন কোন বৃষ্টি হয়নি, এমনকি বাতাসও খুব কম। প্রায় তিন সপ্তাহ পর বাসা থেকে বের হতে হল। স্কুল আর বিশেষ কোন প্রয়োজন ছাড়া তেমন বাসা থেকে বের হই না।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

তাহলে সেখানে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে ছবিতে যেহেতু দেখা যাচ্ছে পানি জমে আছে তাছাড়া আপনার বিবরণ পড়ে বুঝতে পারলাম বেশ বাতাসও হয়েছে আবহাওয়াটাও কয়েকদিন ধরে তাহলে খুব খারাপ যাচ্ছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বাহ ওখানেও বৃষ্টিতে স্কুলের সামনে দেখছি পানি জমে গিয়েছে। আপনাদের ওখানে শীতের সময়ে তাহলে বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টির সঙ্গে বাতাস হলে সেটা ভয়াবহ রুপ ধারণ করে থাকে। বেশ দারুণ ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপু। আর বাচ্চারা পানি দেখলে একটু বেশিই খুশি হয় আর সেটা যদি হয় বৃষ্টির পানি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

শীতকালে এমনিতে ঠান্ডা বেশি থাকে তার ওপরে যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো ভোগান্তি শেষ থাকে না। বাচ্চাদের স্কুল থাকলে এই এক সমস্যা। ঝড়-বৃষ্টি মাথায় নিয়েও স্কুলে যেতে হয়। স্নো পড়ার কথা শুনতেই ভালো লাগে যারা এরকম পরিবেশে থাকে তাদের কাছে খুব একটা পছন্দ না এই স্নোফল। যাই হোক আপু ছবিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে।

 6 months ago (edited)

স্কুল বাস নেই বাচ্চাদের? তাহলে আর গার্ডিয়ানদের কষ্ট করতে হয় না তেমন। সব দায়িত্ব স্কুলের উপর থাকবে। বৃষ্টি বার্ষিক যেকোনো সময় বাতাস বয়ে গেলে তখন শীত আরো বেশি লাগে। ফটোগ্রাফি গুলোতে দেখলাম বাচ্চারা কি যেন কুড়িয়ে নিচ্ছে।

 6 months ago 

শীতকালে বৃষ্টি হলে খুবই বিরক্ত লাগে। আর এতো বৃষ্টি হলে তো মেজাজ আরও খারাপ লাগে। যাইহোক ট্যাক্সি ড্রাইভার তো আগেই ঠিক করে রেখেছিলেন স্কুলে যাওয়া আসা করার জন্য, আর এতে করে এমন ওয়েদারে বেশ সুবিধা হয়েছে আপনাদের। পানি দেখলে বাচ্চাদের আনন্দের সীমা থাকে না। আগামী সপ্তাহে স্নো পরলে ঠান্ডার তীব্রতা অনেক বাড়বে। যাইহোক সবাই সাবধানে থাকবেন আপু্। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43