রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_4221.jpeg

আজকে আবার অনেক দিনপর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।আগে প্রায়ই বাইরে যাওয়া হতো, আর এখন তো সম্ভব হচ্ছে না।কারণ ঠান্ডা পড়ে গিয়েছে, দিন ছোট হয়ে গিয়েছে, আর বৃষ্টিপাত তো লেগেই রয়েছে।এই ওয়েদারে ঘর থেকে বের হতে মন চায় না।কিন্তু তারপরও বিশেষ প্রয়োজনে তো যেতেই হবে।দরকারি কাজে দুই তিন দিন বের হয়েছিলাম।সেই সুবাদে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।সেই ফটোগ্রাফিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।ফটোগ্রাফির পোস্টগুলো করতে আমার খুবই ভালো লাগে।আর অন্যের করা ফটোগ্রাফি পোস্টগুলো দেখতেও অনেক ভালো লাগে, বিশেষ করে ফুল ও প্রাকৃতিক দৃশ্যগুলো।আমার বেশিরভাগ রেনডম ফটোগ্রাফি পোস্টগুলোতে ফুলের ফটোগ্রাফি গুলো বেশি থাকে। কিন্তু ঠান্ডার সময় এদেশে ফুল গাছ পাওয়া খুবই মুশকিল।তাই আজকে রেনডম ফটোগ্রাফি পোস্টে কোন ফুলের ফটোগ্রাফি থাকছে না।তবে যে ফটোগ্রাফিগুলো রয়েছে সেগুলো খুব বেশি খারাপ লাগবে না আশা করছি।চলুন তাহলে আমার আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

IMG_3991.jpeg

IMG_3992.jpeg

উপরের এই ফটোগ্রাফি দুটি করেছিলাম কিছুদিন আগে, কোন এক বিকাল বেলায়, আমার বাসার সামনে থেকে। বিকাল বেলায় চারিপাশের মেঘলা পরিবেশ, আর আকাশের ছবিগুলো এত চমৎকার লাগছিল তাই ফটোগ্রাফি দুটি করেছিলাম।মেঘলা ওয়েদার আমার খুবই ভালো লাগে, বিশেষ করে বৃষ্টি আসার আগের মুহূর্তটি।

IMG_4183.jpeg

IMG_4181.jpeg

IMG_4180.jpeg

দেখুন বৃষ্টি পড়ে পানি জমে রয়েছে।

উপরের ফটোগ্রাফিগুলো করেছিলাম গতকাল।গতকাল বিশেষ একটি কাজে আমি আর আমার হাজবেন্ড বের হয়েছিলাম।তখন গাড়ি পার্ক করতে গিয়ে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম।এখানেও দেখুন মেঘলা ওয়েদার, বেশ ভালই লাগছিল চারিপাশের পরিবেশ।

IMG_4184.jpeg

IMG_4185.jpeg

উপরের ফটোগ্রাফি দুটি লাইব্রেরী থেকে নিয়েছিলাম।

গতকাল আমাদের বাইরে অনেকগুলো কাজ ছিল।তাই কিছু কাজ সেরে আরও একটি কাজে চলে গেলাম লাইব্রেরীতে। হঠাৎ করে ঘরের প্রিন্টার নষ্ট হয়ে যাওয়াতে পড়ে গেলাম বিপদে। জরুরী একটি কাগজ প্রিন্ট করতে হবে, তাই চলে গিয়েছিলাম লাইব্রেরীতে প্রিন্ট করতে। আর সেই ফাঁকে ফটোগ্রাফিগুলো করে নিলাম।লাইব্রেরীটি আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, হাফ কিলোমিটারেরও কম হবে দূরত্ব।

IMG_4032.jpeg

IMG_4034.jpeg

IMG_4036.jpeg

IMG_4037.jpeg

উপরে দেখতে পাচ্ছেন জঙ্গলের কিছু ফটোগ্রাফি। হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগে আমি আর আমার হাজবেন্ড বের হয়েছিলাম একটি দরকারি কাজে।এমন একটি জায়গা যেখানে আমরা আগে কখনো যাইনি।এই ফাস্ট টাইম গিয়েছিলাম নেভিগেশনের সহায়তায়।নেভিগেশন ছাড়া আমাদের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব ছিল না।আঁকাবাঁকা রাস্তা, খুবই রিস্কি সেখানে গাড়ি চালানো।এরপরও আমরা সেখানে ভালোভাবে পৌঁছে গিয়ে আমাদের কাজ সেরে আবার ফিরে আসতে পেরেছি।দেখুন চারিপাশে কত ঘন জঙ্গল। কোন বাড়িঘর দেখা যাচ্ছিল না।শহর থেকে অনেক দূরে সেই জায়গাটি ছিল।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

লাইব্রেরীর ছবিগুলি সত্যি বড় সুন্দর। আপনার তোলা ফটোগ্রাফি সবকটি খুব সুন্দর হয়েছে। কিন্তু একটি জিনিসে বড় অবাক হলাম। আমি ভাবতাম বর্ষায় জল শুধু এদিকেই জমে। কিন্তু বিদেশের রাস্তায় জল জমেছে দেখে বেশ মজা লাগলো। অনেক ধন্যবাদ বিদেশের এমন সুন্দর সুন্দর ছবি আমাদের সঙ্গে শেয়ার করে সেই দেশের সঙ্গে পরিচিতি ঘটাবার জন্য। খুব ভালো থাকুন সেই দূর দেশে।

 2 months ago 

চারপাশে জঙ্গল হলেও জায়গাটা কিন্তু খুব সুন্দর আপু। লন্ডনের বুকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে সত্যি অনেক ভালো লাগতেছে। সত্যি বলতে এগুলো আমাদের স্বপ্ন আর আপনি বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন যেটা খুবই চমৎকার একটি বিষয়। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে এমন চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন সব প্রান্তে কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন। আসলে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখে মনে হচ্ছে না যে এটি আমাদের দেশের বাইরের কোন ছবি। দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি আর আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আপু। শেষের ফটোগ্রাফি গুলো দেখে এমনটা মনে হচ্ছে যে, বাংলাদেশের কোন গ্রামের রাস্তা। এত সুন্দর সবুজ প্রকৃতি সত্যিই হৃদয়কে মুগ্ধ করে। প্রতিটি ফটোগ্রাফি বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার চমৎকার এ রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। যেখানে প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা বেশ কিছু চিত্র দেখতে পারলাম। গাড়ির মধ্য থেকে ফটো ধারণ করেছেন
একদিকে অনেকগুলো বইয়ের ফটোগ্রাফি। সব মিলে বেশি ভালো লেগেছে আমার।

 2 months ago 

আজকে আপনি অনেক সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে দেখতে অনেক সুন্দর লেগেছে। আজকে ফুলের ফটোগ্রাফি শেয়ার না করে, ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো সব সময় দেখতে চাই।

 2 months ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে অনেক ভালো লাগে। তেমনি আপনার তোলা সব ফটোগ্রাফি দেখে আমার অসাধারণ লেগেছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে। বাহিরের বিভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি করেছেন আপনি সুন্দর করে। এরকম ফটোগ্রাফি দেখলে আসলেই ভালো লাগে। সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

আমরা অনেকেই ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আপনি আপনার ফটোগ্রাফ গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমার বেশ ভালো লাগলো। লাইব্রেরীর ছবিগুলি এবং রাস্তার দুপাশে শান্ত স্নিগ্ধ জঙ্গল সত্যিই মন কেড়ে নেয়।

 2 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমাকে মুগ্ধ করেছে। যেখানে বিভিন্ন পর্যায়ের ফটো দেখতে পারলাম। বিভিন্ন প্রকার ফটোগ্রাফি নিয়ে পোস্ট সাজিয়েছেন। খুব সুন্দর পোস্ট দেখে অনেক ভালো লেগেছে।

 2 months ago 

আসলে ওয়েদার যেমনই হোক না কেনো,প্রয়োজনীয় কাজ থাকলে বের হতেই হয়। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। বিশেষ করে লাইব্রেরী থেকে তোলা ফটোগ্রাফি গুলো এবং জঙ্গলের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26