আজকের বিশেষ হ্যাংআউটটি মিস করে ফেললাম

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_9846.jpeg

আজ কমিটিটিতে বিশেষ একটি হ্যাংআউটের আয়োজন করা হয়েছিল দাদার জন্মদিন এবং তাঁর বিবাহ বার্ষিকী উপলক্ষে। এই দুইদিন ধরে কমিটিটিতে বেশ একটি আনন্দ পরিলক্ষিত হচ্ছে দাদার জন্মদিন উপলক্ষে।অনেকেই অনেক ধরনের পোস্ট করছেন। দাদাকে নিয়ে তাঁদের অনুভূতিগুলো বর্ণনা করছেন পড়তে বেশ ভালোই লাগছে। দাদার প্রতি সকলেরই এই ভালবাসা দেখে সত্যি অনেক ভালো লাগছে। আর দাদার প্রতি সকলেরই ভালোবাসা থাকবেই না বা কেন? কারণ দাদা তো আমাদের সাধারণ দাদা নয়। তিনি আমাদের জন্য,আমাদের কমিটির জন্য যা করে যাচ্ছেন, যে সুজোগ দিয়ে যাচ্ছেন তা আর কোন কমিউনিটিতে সম্ভব নয়। শুধু তাই নয়, তার মহানুভবতা, উদারতা এবং আন্তরিকতা যার কোন তুলনা হয় না। দাদার জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। যতদিন বেঁচে আছি ততদিন যেন কমিউনিটিতে কাজ করে যেতে পারি এবং ততদিন যেন এভাবেই দাদাকে আমাদের পাশে পাই।

কিন্তু এই বিশেষ দিনটিতে উপস্থিত থাকতে পারলাম না।আপনারা অনেকেই হয়ত জানেন ইংল্যান্ডে ছয় মাস পর পর টাইম চেঞ্জ হয়। এই টাইম চেঞ্জ এর ফলে এখনকার ছয় মাস আমার খুবই প্রবলেম হয় হ্যাংআউট এ জয়েন হতে। এখন দিন একেবারেই ছোট, আর রাত বড়। তাই এক ঘন্টা সময় বাড়িয়ে দেয়া হয়েছে দিনকে একটু বড় করার জন্য।আর এতে বড় প্রবলেম এ পড়তে হয়েছে আমাকে হ্যাংআউটে জয়েন হতে। আগে হ্যাংআউট শুরু হতো আমাদের বেলা চারটার সময়, আর এখন টাইম বাড়ানোর ফলে শুরু হয় তিনটার সময়। এই তিনটার সময় আমার পক্ষে জয়েন করা খুবই কষ্টকর একটি ব্যাপার। কারণ তিনটার সময় বাচ্চাদের স্কুল ছুটি হয়। দুজনকে দুই স্কুল থেকে আনতে হয়।হাজব্যান্ড এক স্কুলে যায় আর আমি আরেক স্কুলে। ছোট মেয়ের স্কুল অনেক দূরে তাই যেতে হলে বাসে যেতে হয়।এক ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয় এরপর তিনটার সময় স্কুল ছুটি হলে বাস পেতে আরও ত্রিশ মিনিট ওয়েট করতে হয়। এভাবে বাসায় আসতে আসতে প্রায় চারটা বেজে যায়।এরপর বাসায় এসে দুপুরের ভাত খাওয়া শেষ করতে পারি না মাগরিবের টাইম হয়ে যায়। কারণ এখন মাগরিবের টাইম শুরু হয় ৩ঃ ৫৫ মিনিটে। ছোট মেয়ের স্কুল ট্যাক্সি না পাওয়া পর্যন্ত এভাবেই আমাদের কষ্ট করে যেতে হবে।জানিনা কবে সে এই ট্যাক্সি টা পাবে? এখনো ওয়েটিং লিস্ট রয়েছে।

IMG_9844.jpeg


বাস স্টপ থেকে এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম।

যেহেতু আজকের বিশেষ হ্যাং আউট ছিল তাই মনে মনে প্ল্যান ছিল ছোট মেয়েটিকে হাজবেন্ড আনবে আর বড় মেয়েটিকে আমি স্কুল থেকে আনব। যেহেতু বড় মেয়ের স্কুল একটু কাছে তাই তারাতারি চলে আসতে পারব।কিন্তু হঠাৎ হাজবেন্ডের জরুরী কাজ পড়ে যাওয়ায় আমাকে যেতে হয় ছোট মেয়েকে স্কুল থেকে আনতে। ভেবেছি বাসায় এসে দ্রুত খাওয়া-দাওয়া শেষ করে মাগরিবের নামাজ পড়ে জয়েন হব হ্যাংআউটে। তা আর হলো না কারণ হাজব্যান্ড এরই মাঝে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে।একটি শীপের হাফ অংশ (মাংস) এনেছে আর সাথে ছিল অন্যান্য আরও কিছু বাজার। এরপর বসে গেলাম মাংসগুলোকে প্যাকেট করার কাজে। মাংসগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে আসতে আসতে দেখি প্রায় হ্যাংআউট শেষের দিকে।এরপর আর ভালো লাগলো না জয়েন হতে।মনটা খারাপ হয়ে গেল। 😢 যাইহোক দাদা ও বৌদি সহ সকলে মিলে হ্যাংআউট টি বেশ উপভোগ করেছেন তা জেনে খুবই ভালো লাগলো।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

পারিবারিক কারনে আপনি হ্যাং আউটে অংশগ্রহন করতে পারেন নি জেনে খারাপ লাগলো। টাইমিং এর জন্য কিছুটা ব্যঘাত ঘটেছে।আর মেয়ে দুজনকে স্কুল থেকে আনা ও একটি ব্যাপার। এরপর বাজার আনা হলে তা গুছানো।মাগরিবের সময় হয়ে যাওয়া।সবকিছু মিলিয়ে আসলে আপনি জয়েন হতে পারেন নি।এর জন্য মন খারাপ করবেন না আপু।দোয়া করেন দাদা, বৌদি আর তাদের পরিবারের জন্য। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago (edited)

আপু আমরা কিন্তু আপনাকে অনেক মিস করেছি। আপনি থাকলে হয়তো হ্যাংআউটের আনন্দটা আরও একটু বেড়ে যেত। তবে গতকালকের হ্যাং আউটটে কিন্তু অনেক আনন্দ হয়েছিল। শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল , হাজার চেষ্টার পরও ইচ্ছে থাকা শর্তেও আপনি জয়েন করতে পারেননি। সমস্যা নেই আপু এ নিয়ে মন খারাপ করবেন না। আগামীতে আরও সুন্দর অনুষ্ঠানে আপনাকে আমরা পাব ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলে আপনাদের ওখানে সময় পরিবর্তন এবং মাংস প্যাকেট করার ফলে আপনি এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। যার কারণে বিশেষ দিনে এবং বিশেষ হ্যাংআউটে আপনার অনুপস্থিতি। আর এরকম বিশেষ হ্যাংআউট অনুষ্ঠানে অনুপস্থিত হলে মনটা এমনিতেই খারাপ থাকে।

 9 months ago 

আসলে মানুষের জীবনের ব্যস্ততা থাকেই তবে অনেক সময় ব্যস্ততার কারণে গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট মিস হয়ে যায়। যদিও জয়েন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন তবে ভাইয়ার অন্য কাজ পড়ে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। যাইহোক দাদা বৌদির জন্য দোয়া করেছেন এটাই যথেষ্ট।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলি। যাইহোক ভাইয়ার জরুরী কাজ পড়ে যাওয়ায় এবং ভাইয়া এতো এতো বাজার করে বাসায় নিয়ে গিয়েছিল বলে, আপনি বিশেষ হ্যাংআউট প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেননি। তবে আমরা সবাই আপনাকে খুব মিস করেছি আপু। দাদা এবং দুই বৌদি বেশ উপভোগ করেছে প্রোগ্রামটি। যাইহোক মন খারাপ করবেন না আপু। এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

দাদার জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউট টা বেশ সুন্দর ছিল। তবে আপনার অনুপস্থিত আমাদের জন্য খুব খারাপ লাগছিল। মানুষের জীবনে ব্যস্ততার বিভিন্ন মুহূর্তের জন্য অনেক কিছু ছাড় দিতে হয় বা অংশগ্রহণ করা থেকে বিরত হয়ে যেতে হয়। ঠিক তেমনটাই হয়তো আপনার হয়েছে। তবে এখানে মন খারাপের কিছুই নেই। আগামী দিনে ইনশাল্লাহ জয়েন করতে পারবেন।

 9 months ago 

প্রতিটি হ্যাংআউটে আপনি থাকলে হ্যাংআউট অনেক প্রাণবন্ত হয় তবে আপনাকে সেদিন অনেক মিস করেছি আপু। আপনি পারিবারিক সমস্যার জন্য হ্যাংআউটে জয়েন হতে পারেনি কারণ মেয়েদেরকে স্কুলে থেকে আনার একটি ব্যাপার ছিল। হ্যাংআউট এ জয়েন হতে পারেননি তাতে কি দাদা ও বৌদির জন্য দোয়া করেন আপু দাদা ও বৌদি যেন সারা জীবন ভালো থাকে। আর টাইমের ব্যাপারটা তো আপু আপনার হাতে ছিল না।অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58793.48
ETH 2508.69
USDT 1.00
SBD 2.44