রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি গুলোর মধ্যে রয়েছে আমার বাগানের কিছু ফুল ও সবজির, রাস্তার ফটোগ্রাফি সহ আরও রেনডম কিছু ফটোগ্রাফি।আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের এখানে বেশ ভালই ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। শুনেছি বাংলাদেশের গ্রামাঞ্চলে মোটামুটি ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডে ঠান্ডা খুব বেশি পড়ে, তাই আমার কাছে এই ঋতুটা মোটেও পছন্দ নয়। আর এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগে তা হচ্ছে এ সময় ঠান্ডার সাথে বৃষ্টিও পড়ে। আর এ সময় সবচেয়ে বেশি খারাপ লাগে আমার প্রিয় বাগানের সবজি ও ফুলগুলো নষ্ট হয়ে যায়। বাগানে আর যাওয়াই হয় না।তারপরও আজকে আপনাদের আমার বাগানের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল পর্বে।প্রথমেই আমার বাগানের সবজি ও ফুল দিয়ে শুরু করব।
আমার বাগানের গোলাপ গাছ, এখনো বেঁচে রয়েছে। অবশ্য গাছগুলো শীতের সময় মরার মত পড়ে থাকে আবার গরমের সময় জেগে ওঠে।মোট ৪ টি গোলাপ গাছ রয়েছে বাগানে এখন। তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নামার পূর্ব পর্যন্ত গাছে ফুল ধরে যাবে।এরপর মরার মত পরে থাকবে।
এই ফুল গাছটিও বেঁচে রয়েছে।তবে বেশি ঠান্ডা পড়লে গাছটি মরে যাবে, পরবর্তী বছরে আর পাওয়া যাবে না।
হাইড্রেনজিয়া ফুলের অবস্থা দেখুন। অবশ্য এই গাছটি মরে যাবে না, পরবর্তী বছরে আবার ফুলে ফুলে ভরে উঠবে।
মরিচ গাছে দেখুন কত মরিচ ধরেছে।
বোম্বাই মরিছ গাছেও মরিচ এসেছে।
দেখুন বেগুন গাছের কি অবস্থা? বেগুন ধরে রয়েছে এখনও।
এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেনডম আরও কিছু ফটোগ্রাফিঃ
রাস্তার পাশ থেকে প্রতিবেশীর বাগান থেকে নেওয়া।
উপরের তিনটি ফটোগ্রাফির দিকে লক্ষ্য করুন, পাতা পড়ে বিছিয়ে রয়েছে। ঠিক যেভাবে স্নো পরে সেভাবেই পড়ে রয়েছে। এখনকার সিজনই হচ্ছে পাতা পড়া, গাছে একটি পাতাও থাকবে না আর কয়েকদিন পর। মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় এই ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম রাস্তা থেকে।
মেয়েকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল।
কি ব্যাপার ভয় পেয়ে গিয়েছেন নাকি? দুদিন আগে হ্যালোইন চলে গেল। হ্যালোইন উৎসবে এভাবে বাসার সামনে নানান ধরনের ভয়ানক ডেকোরেশন করে থাকে এ দেশের খ্রিস্টানেরা।
ঘোড়ায় চড়ে একটি মেয়ে যাচ্ছে।এই ফটোগ্রাফিটি নিয়েছি আজকে যখন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আপু আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি এবং ঘোড়ায় চড়ে যাওয়া মেয়েটির ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
অতিরিক্ত ঠান্ডা খুবই কষ্টকর হয়। অতিরিক্ত ঠান্ডাতে সবজি এবং ফুলগুলো এমনকি যে কোন গাছ প্রায় আধমরা হয়ে যায়। আপনার প্রিয় শখের সবজি এবং ফুলগুলো নষ্ট হয়ে যাবে এজন্য তো খারাপ লাগবে, এটা স্বাভাবিক আপু। যাইহোক, আপনার বাগানের প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে কিন্তু অনেক চমৎকার লেগেছে। হ্যালোইন মূর্তিটি দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠান্ডা ঠিক আছে। তবে ঠান্ডার সঙ্গে বৃষ্টি টা সত্যি একেবারে বিরক্তিকর আপু। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। তবে সত্যি হ্যালোইন উৎসব এর ঐ পুতুল টা দেখে আমি বেশ ভয় পেয়েছি হা হা। রাস্তার উপর গাড়ি এবং মরিচ বেগুন ফুল সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপু আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ ফটোগ্রাফি করেছে।ন প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আপনার মরিচ গাছে মরিচ ধরেছে দেখে ভালো লাগলো। এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
সত্যি আপু আপনার ডেকোরেশনের ফটোগ্রাফি টা দেখে সত্যি ভয় পেয়ে গেছি।এইরকম হটাৎ করে কিছু দেখলে ভয় পাওয়ারি কথা। তবে আপনার সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর ফটোগ্রাফি মূলক পোস্ট আমার অনেক অনেক ভালো লেগেছে। যেখানে বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি এই পোস্টটাকে মানিয়ে তুলেছে।
রাতের বেলায় যদি এরকম ভয়ংকর দৃশ্য চোখে পড়ে তাহলে তো ভয় পাওয়া স্বাভাবিক। তবে আপনার ফটোগ্রাফি পর্বে গোলাপের ছবিটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া গাছের পাতাগুলো ঝরে যাওয়ার দৃশ্যটা সুন্দর ছিল হয়তো শীত আসবে বলে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে।
যেদেশে শীতকালের সময় বরফ পড়ে, সেদেশে প্রচন্ড শীত পড়ে। আর তখন শীতকালটা উপভোগ করা যায় না, বরং বেশ কষ্ট করতে হয়। ফুল এবং সবজির ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। গোলাপ ফুলের ফটোগ্রাফিটা এককথায় দুর্দান্ত হয়েছে। কিছুদিন পর শীতের সময় বৃষ্টি এবং বরফ পড়ে ফুল ও সবজিগুলো নষ্ট হয়ে যাবে,এটা ভাবতেই খারাপ লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এমনিতেই ভীষণ ঠান্ডা।তার উপরে আবার বৃষ্টি। খুব অসহনীয় অবস্থা। আপনিতো আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো।আপনার গাছের চমৎকার ফুল ও মরিচ দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে।গাছের ঝরা পাতার ফটোগ্রাফি ও খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর বর্ননার মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।