রঙিন কাগজ দিয়ে পাতাসহ চমৎকার একটি ফুল

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_5057.jpeg

আজকে আমি সবার আগে আপনাদের মাঝে হাজির হয়েছি রঙিন কাগজ দিয়ে পাতাসহ একটি ফুলের ডাই পোস্ট নিয়ে।তবে আমি কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। অনেকদিন আগে বাচ্চাদেরকে নিয়ে এই ফুলটি বানিয়েছিলাম কিন্তু আর পোস্ট করা হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম যেহেতু ফুল তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে গেল তাহলে আমার এই পোস্টটা করলে মন্দ হয়না।আর আমার এই পোস্ট থেকে আপনারাও একটু ধারণা পাবেন যারা অংশগ্রহন করতে যাচ্ছেন। আজকে হ্যাংআউটে দেখলাম একজন জিজ্ঞাসা করছেন এটি কি কোন অরিগামি হবে কি না? অরিগামি হতে পারে কিন্তু আমার মনে হয় না এটি দেখতে অতটা সুন্দর হবে। আমরা আপনাদের কাছ থেকে চাচ্ছি এমন ফুল যা দেখা মাত্রই আমাদেরকে আকর্ষণ করে। কনিউনিটিতে আমরা সবসময়ই অনেক সুন্দর সুন্দর কাগজের তৈরি ফুল আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। আশা করছি এই প্রতিযোগিতায় তার চেয়ে আরও অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারব, প্রতিযোগিতা বলে কথা।আমারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে। কিন্তু এবার আর পারছি না,যেহেতু এই কনটেস্ট টির আয়োজক আমরা। এডমিনদের হলে চোখ বন্ধ করেই অংশগ্রহণ করে ফেলতাম।যাইহোক যদিও আমার তৈরি ফুলটি এতটা সুন্দর হয়নি, তারপরও খুব বেশি খারাপ হয়নি। আশা করছি আপনাদের ও তেমন খারাপ লাগবে না। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।


চলুন দেখে নেয়া যাক ফুল তৈরি করতে আমাদের কি কি লাগবেঃ
  • রঙিন কাগজ (লাল ,সবুজ ও লাইট হলুদ)
  • পেন্সিল
  • গ্লু
  • স্কেল
  • সিজার

কার্যপদ্ধতিঃ

IMG_5007.jpeg

IMG_5009.jpegIMG_5010.jpeg

প্রথমে হলুদ কাগজটি দৈর্ঘ্য ও প্রস্থে ৭ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এরপর মাঝ বরাবর ট্রায়াঙ্গেল করে ভাঁজ করে নিয়েছি।

IMG_5011.jpegIMG_5013.jpeg

এরপর দু’পাশ এভাবে ভাঁজ করে এভাবে বাড়তি অংশটুকু গোল করে কেটে ফেলেছি।

IMG_5014.jpegIMG_5015.jpeg

এরপর ঠিক একইভাবে আরও একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_5016.jpegIMG_5017.jpeg

এরপর একই পদ্ধতিতে বানিয়ে ঝিরিঝিরি করে কেটে ছোট ছোট করে দুটি লাল ফুল বানিয়ে নিয়েছি।

IMG_5019.jpegIMG_5020.jpeg
IMG_5021.jpegIMG_5022.jpeg

এবার ফুলগুলো গ্লু দিয়ে এভাবে একটির পর একটি লাগিয়ে নিয়েছি। এরপর আরও একটি হলুদ কাগজ দৈর্ঘ্য ও প্রস্থে সাত ও তিন সেন্টিমিটার করে কেটে নিয়েছি।

IMG_5023.jpegIMG_5024.jpeg

এরপর লম্বালম্বি ভাবে ভাঁজ করে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG_5025.jpegIMG_5026.jpeg

এরপর সিজার দিয়ে এভাবে কেটে গ্লু দিয়ে প্যাঁচিয়ে নিয়েছি।

IMG_5027.jpegIMG_5028.jpeg

এরপর হাত দিয়ে একটু ছাড়িয়ে গ্লু দিয়ে ঐ ফুলের মাঝখানে লাগিয়ে দিয়েছি।

IMG_5032.jpegIMG_5033.jpeg

এরপর সবুজ কাগজ এভাবে পেঁচিয়ে গ্লু দিয়ে ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।

IMG_5034.jpegIMG_5035.jpeg

IMG_5037.jpeg

এরপর দুটি পাতা বানিয়ে লাগিয়ে দিলাম।

IMG_5044.jpeg

IMG_5047.jpeg

হয়ে গেলে পাতা সহ সুন্দর একটি ফুল।

এবার একটু মজা করি। বন্ধুরা সবসময় যেহেতু আপনাদেরকে আমরা মার্কস দেই, এবার যেহেতু আমি অংশগ্রহণ করিনি তাই আপনাদের কাছ থেকে আমি এই ফুলটির জন্য মার্কস চাচ্ছি। আপনারা দশের মধ্যে আমাকে কত মার্কস দিবেন????? ভয় নেই কম মার্কস দিলে কষ্ট পাবনা।🤩

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই ফুল টা অনেক আগে তৈরি করেছেন জেনে খুব ভালো লেগেছে। আর আজকে এই ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আপনার এই ফুল তৈরি দেখে কিন্তু আসলেই অনেকে ধারণা নিতে পারবে। এবার কিন্তু প্রতিযোগিতা টা অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে করা হয়েছে। অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি দেখতে পাবো এই প্রতিযোগিতার মাধ্যমে। আপনার তৈরি করা ফুলটা বেশ আকর্ষণীয় ছিল।

 last year 

আসলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে এমন কিছু তৈরি করতে হবে যেটা সবাইকে আকৃষ্ট করবে।কাগজ কেটে পাতা সহ অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন । হাত দিয়ে একটু ছাড়িয়ে গ্লু দিয়ে ঐ ফুলের মাঝখানে লাগিয়ে দিয়েছেন তার পর বেশি সুন্দর লাগছিল। রঙিন কাগজ দিয়ে পাতা সহ চমৎকার ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনি সব সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দেখে খুবই ভালো লাগে। এবারের প্রতিযোগিতার অংশগ্রহণ করতে না পারলেও খুব সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন। এই ফুল থেকে প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে অনেকটা ধারণা করা গেল। আপনার আজকের ফুলটির কালার কম্বিনেশনের কারণে খুব ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু।

 last year 

এবার আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না, তবে যারা অংশগ্রহণ করবে, আপনার এই পোষ্টের মাধ্যমে তারা একটি দারুণ আইডিয়া পেলো আপু 😍। আপনার লাল, সবুজ আর হ্লুদ কাগজ দিয়ে বানানো ফুলটির কালার কম্বিনেশন দারুণ হয়েছে এবং মার্ক্স দিতে বললে আপনি ৯.৫/১০ আপু। আপনাকে ধন্যবাদ বাকিদের উৎসাহিত করার জন্য... ভালোবাসা নিবেন।

Posted using SteemPro Mobile

 last year 

খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে ফুল তৈরি করে শেয়ার করেছেন আপু দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। বাচ্চাদের সঙ্গে কোন কিছু তৈরি করতে পারলে অনেক বেশি ভালো লাগে আপনিও দেখছি অনেকদিন আগে এই ফুলটা তৈরি করেছিলেন আপনার বাচ্চাদের সঙ্গে নিয়েই। খুবই চমৎকারভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে রঙিন কাগজের ফুল তৈরি করার প্রক্রিয়াটি তুলে ধরেছেন বিশেষ করে কালার কম্বিনেশনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে ডাল সহ ফুল তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুল তৈরি করার ক্ষেত্রে আপনি বেশ কয়েকটা কমন কাগজ ব্যবহার করেছেন। বিশেষ করে মাঝখানে লাল রঙের কাগজের পাপড়ি তৈরি করার কারণে এটা দেখতে আরো বেশি ভালো লেগেছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে খুবই সমস্যা দেখায়। চলতি সপ্তাহে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি প্রতিযোগিতা দিয়েছেন। আপনার ফুল তৈরির দেখে আমার তো ইচ্ছা করছে আপনাকেই প্রথম প্রাইজ টা দেয়। রঙিন কাগজ দিয়ে বাতাস ও সম্মুখে ফুল তৈরি চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ফুলটি দেখে মনে হচ্ছে কোন গাছ থেকে তুলে নিয়ে এসেছেন। অনেক সুন্দর হয়েছে ছবিতে সেটাই বুঝাচ্ছে। একটি কথা ঠিক বলেছেন আপনার এই ডাইপোস্ট থেকে ধারণা নিয়ে অনেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। তাছাড়া প্রতিযোগিতায় সবাই নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে দারুন দারুন কিছু ফুলের দৃশ্য পটভূমি ফুটিয়ে তুলবে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পাতা সহ খুব চমৎকার একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে দেখতে এমনিতে অনেক ভালো লাগে। তবে রঙিন কাগজের ফুলের মধ্যে বিভিন্ন কালারের কাগজ কেটে ফুল তৈরি করার কারণে দেখতে বেশি ভালো লাগতেছে। যদিও এই ফুলটি আপনি আগে তৈরি করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাই এই ফুল দিয়ে। সত্যি বলতে আপনার রঙিন কাগজের ফুল তৈরি থেকে সুন্দর ধারণা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পাতাসহ ফুল তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

আপু কি যে বলেন, মার্কস আমি ১০ শে আপনাকে ১০ ই দেবো।প্রথমত আপনি আনকমন একটি ফুল করেছেন।আর দ্বিতীয়ত আপনার রঙিন কাগজের ফুলটি খুব চমৎকার হয়েছে।আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনি এই ফুল আরো ২/৪ টা করে একসাথে ফুলদানিতে সাজিয়ে রাখলে আরো বেশি সুন্দর লাগবে।কেউ বুঝতেই পারবে না এটা কাগজের। যাক খুব ভালো লাগলো দেখে।আর কিছুটা ধারনাও পেলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফুলটি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45