রেনডম কিছু ফটোগ্যাফি
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।চেষ্টা করি সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে।যেহেতু এখন ওয়েদার ভালো, এছাড়া প্রায়ই বাইরে যাওয়া হচ্ছে এ কারণে মাঝেমধ্যে ফটোগ্রাফি সংগ্রহ করতে পারছি। তবে বেশি যাওয়া হচ্ছে শপিং করতে যেহেতু সামনে বাংলাদেশে যাওয়া রয়েছে।এছাড়াও মাঝেমধ্যে হসপিটালে যেতে হচ্ছে যেহেতু অপারেশনের ডেট ফাইনাল হয়েছে।আজকেও হসপিটালে গিয়েছিলাম কিছু চেকআপ করানোর জন্য।বাসায় এসে খুব ক্লান্ত লাগছিল তাই আর hangout এ জয়েন হতে পারিনি। শুনেছি বাংলাদেশে এখন অনেক বৃষ্টিপাত হচ্ছে।আমাদের এখানেও সেম, বৃষ্টি হচ্ছে এছাড়া মেঘলা ওয়েদার কয়েকদিন ধরে।মেঘলা ওয়েদার হলেও বেশি ঠান্ডা নেই। যাইহোক আজকে হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
শপিং করতে গিয়ে দেখি এই খেলনা প্রাণীগুলো সাজিয়ে রেখেছে। মোরগ/মুরগি রয়েছে, ময়ূর রয়েছে এবং আরো কিছু প্রাণী রয়েছে। দেখতে বেশ ভালই লাগছিল। বড় একটি শপিং সেন্টার যেখানে এধরনের খেলনাগুলো এর আগে কখনো আনা হয়নি। এই প্রথম দেখে অবাক হলাম। তাই ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
বরাবরের মতো এবারও রাস্তার কিছু ফটোগ্রাফি রেখেছি শেয়ার করার জন্য, যখন হসপিটালে গিয়েছিলাম গাড়ি পার্কিংয়ের সময় এই ফটোগুলো নিয়েছিলাম।
সকালে মেয়েকে যখন স্কুলের গাড়িতে তুলে দিচ্ছিলাম তখন রাস্তার পাশ থেকে এই ফটোগুলো নিয়েছিলাম। খুবই সুন্দর লাগছিল ফুলগুলো, কোন পাতা দেখা যাচ্ছিল না।
এই ফুলগুলো বুনোফুল। দেখতে খুবই সুন্দর লাগছিল। রাস্তার পাশ থেকে নিয়েছিলাম।
যখন হসপিটালে গিয়েছিলাম তখন এই ফটো দুটি নিয়েছিলাম, ওয়েটিং রুমে ওয়েট করছিলাম যখন।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

আপু আপনি বাংলাদেশে আসবেন জেনে অনেক ভালো লাগলো। আর অপারেশন দ্রুত হয়ে যাওয়াই ভালো। তা না হলে সব সময় দুঃচিন্তায় থাকতে হবে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
বারবার ডাক্তার এবং হসপিটালে যেতে ভীষণ খারাপ লাগে। আশা করি আপনার খুব দ্রুতই অপারেশন হয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। এত কষ্টের মধ্যেও আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন রকমের এই ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগে। ধন্যবাদ।।
ডাক্তার দেখানোর কথা শুনলে বা হসপিটাল যাওয়ার কোন প্রয়োজন হলেই আমার মনে যেন আতঙ্ক সৃষ্টি হয়। ভীষন খারাপ লাগে বারবার চেকআপে যেতে। যাই হোক ভগবানের কৃপায় আপনি খুব তাড়াতাড়ি অপারেশন সম্পন্ন করে সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি। আপনার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে মনটা যেন অনেক ভালো হয়ে যায়।
আপু আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।রেনডম ফটোগ্রাফিতে নানা রকমের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায় বলে খুবই ভালো লাগে। শপিং সেন্টারে খেলনার দোকানের প্রাণী গুলো খুবই চমৎকার লেগেছে।বিশেষ করে মোরগ আর মুরগি গুলো।পথের ধারে বুনো ফুল গুলো শুভ্রতা ছড়িয়ে সৌন্দর্য কে তুলে ধরে আছে।বাইরের দেশগুলোতে পথ গুলো খুবই পরিচ্ছন্ন ও পরিপাটি। খুবই ভালো লাগে।সুন্দর কিছু ফটোগ্রাফি ও চমৎকার বর্ননাতে অনেক বেশী ভালো লেগেছে আপু।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আরে বাহ্ আজকে দেখছি আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ব্যক্তিগত ভাবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি গুলো। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বুনো ফুলগুলো দেখতে বেশ চমৎকার দারুণ লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
হ্যাঁ আপু আমাদের এদিকে বেশ কয়েকদিন ভালোই বৃষ্টি হলো। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে মোরগ/মুরগির খেলনা গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।