ফিরে এলাম গন্তব্য স্থলে, আবার শুরু হয়ে গেল রুটিনে চলা দিন গুলো

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1215.jpeg

হ্যাঁ বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল ইংল্যান্ডে।আসলে মাঝেমধ্যে একঘেয়েমি জীবন যাপন থেকে লাইফে চেঞ্জ আনতে আমাদের সকলের উচিত মাঝেমধ্যে একটু ঘোরাফেরা করা, কোথাও গিয়ে কিছু দিন থেকে আসা।নরমালি ঘোরাফেরা করা হয় মাঝে মধ্যে কিন্তু কোথাও গিয়ে তেমন থাকা হয় না।সময়ের অভাবে সবকিছু ম্যানেজ করা খুবই কষ্টকর, তারপরও দুই তিন বছর পর পর বাংলাদেশে যাওয়া হয়।আর বাংলাদেশে গেলে তো বুঝতেই পারছেন তখন সংসারে এত কাজের চাপ, বাচ্চাদের লেখাপড়া, স্কুল এগুলো নিয়ে আর চিন্তায় পড়তে হয় না।স্বাধীনভাবে ঘোরাফেরা খাওয়া-দাওয়া এমনকি ঘরের কোন কাজই করতে হয় না।আত্মীয়-স্বজন সকলকে নিয়ে কতটা আনন্দে সেখানে কাটানো যায় তা শুধু যারা প্রবাস থেকে নিজের দেশে যায় তারাই বুঝতে পারে।যাইহোক অনেক আনন্দে কাটিয়েছি, মনটাকে অনেক রিফ্রেশ করেছি।এখন আবার শুরু হয়ে গেল নিজের নিত্য দিনের কাজকর্ম।

টানা ছয় সপ্তাহ ছুটির পর বাচ্চাদের স্কুল শুরু হয়ে গিয়েছে।স্কুল খোলার পর একদিন স্কুল মিস হয়েছে। কারণ যে দিন আমরা এ দেশে আসি সেদিন তাদের স্কুল খুলেছে।রাত আটটার সময় আমরা ঘরে এসে পৌঁছেছি।পরের দিন সকালে রেস্ট না দিয়েই তাদেরকে স্কুলে পাঠিয়েছিলাম।বাংলাদেশে যাওয়ার আগে তাদের স্কুল ড্রেস গুলো অর্ডার দিয়ে রেডি করে রেখেছিলাম ,যেহেতু নতুন ক্লাস নতুন ড্রেসগুলো তো লাগবেই।তাই ড্রেস রেডি করতে কোন ঝামেলা হয়নি।আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ঘর গোছাতে।প্রায় দুই মাস ঘরের কোন কোন যত্ন হয়নি।দুই দিন ধরে ঘর গোছাচ্ছি, বাংলাদেশ থেকে যে জিনিস পত্র এনেছি সেগুলো সাইজ করতে করতে অবস্থা শেষ।তবে রান্না বান্নার কোন ঝামেলা হয় নি কারণ ভাবী তিন রকমের তরকারি রান্না করে দিয়ে গিয়েছে। যাইহোক আমার রুটিন মাফিক কাজ আবার শুরু হয়ে গেল।কাজের ফাঁকে ফাঁকে কমিউনিটি তে একটু সময় দেয়ার চেষ্টা করি। যাইহোক বন্ধুরা আজ তাহলে এতটুকুই, বাংলাদেশ ভ্রমণের কিছু মেমরি এখনও বাকি রয়েছে, সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করবো।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

ছয় সপ্তাহ দেশে ঘুরে নিজের গন্তব্যে খুব সুন্দর ভাবে পৌঁছে গেলেন জেনে ভালো লাগলো আপু।দেশে এসে সবার সাথে সুন্দর সময় কাটিয়ে মনটাকে ফ্রেস করে গেলেন।এখন আবার রুটিনের জীবন কাটালেও মন্দ লাগবে না।সত্যি মনটাকে মাঝে মাঝে রিফ্রেস করা ভীষণ জরুরী। অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনার গন্তব্যে পৌঁছেছেন জেনে ভালো লাগলো। যেখানেই ঘুরতে যাই না কেন আমরা পরবর্তীতে নিজের গন্তব্য স্থানে এসে সব জিনিস আবার গুছিয়ে নিতে একটু কষ্টকর হয়ে যায়। যেমনটা আপনার ক্ষেত্রেও হয়েছে। আশা করি সবকিছুই আগের মত স্বাভাবিকভাবেই চলবে। শুভকামনা রইল আপু।

 last month 

বাংলাদেশে এসে সময়টা বেশ ভালো কাটিয়েছেন। যাইহোক ইংল্যান্ডে ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছেন, জেনে খুব ভালো লাগলো আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ছুটি কাটিয়ে নিজ গন্তব্য লন্ডনে ভালোভাবে পৌছে গেছেন জেনে ভালো লাগলো। আসলে জীবনকে সচল রাখতে ঘুরাঘুরি বেশ দরকার। যা সব সময় হয়ে উঠে না। তবে মাঝে মাঝে ঘুরতে যাওয়া অনেক দরকার মন ভালো রাখতে। বাংলাদেশে ঘুরে বাড়ানোর মুহূর্গুলোর অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 124520.29
ETH 4711.77
BNB 1312.62
SBD 0.78