কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1143.jpeg

এখন আমাদের এখানে ওয়েদার খুবই চমৎকার। ঠান্ডা নেই, তাপমাত্রা আজকে ১৯ ডিগ্রির মত ছিল। বাইরে ঘোরাফেরার জন্য খুবই উপযুক্ত সময় এখন। কিন্তু প্রয়োজন ছাড়া বাইরে তেমন বেশি যাওয়া হয় না। শুধুমাত্র বাচ্চাদেরকে যখন স্কুলে আনা নেয়া করি তখন একটু যাওয়া হয়। সামার শুরু হওয়ার সাথে সাথে চারদিকে ফুলে ফুলে ভরে রয়েছে প্রকৃতি।বাইরে তাকালেই শুধু দেখা যায় ফুল আর ফুল। এদেশের প্রতিটি বাড়ির সামনে অথবা গার্ডেনে প্রচুর পরিমাণে ফুলের গাছ দেখা যায়। শীতের সিজনে ফুলের গাছ খুবই কম থাকে, পাওয়া যায় না বললেই চলে। কারণ প্রচন্ড ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডায় গাছগুলো মারা যায় কিছু কিছু ফুলের গাছ ছাড়া। এ কারণে প্রতিবছর সকলেই নতুন করে চারা এনে লাগিয়ে দেয় এ সময়। আর শপগুলোতেও দেখা যায় প্রচুর পরিমাণে ফুলের চারা।এ কারণেই হাজব্যান্ড যখন শপে যায় তখনই কোন না কোন ফুলের চারা নিয়ে আসে বাগানের জন্য।

আমার ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে, বিশেষ করে প্রকৃতি ও ফুলের ফটোগ্রাফি গুলো।চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। চেষ্টা করি পোষ্টের মধ্যে ভেরিয়েশন আনতে। আমাদের সকলেরই উচিত পোস্টে ভ্যারিয়েশন আনা। কারণ একঘেয়েমি একটানা একই ধরনের পোস্ট ভালো লাগে না। যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। আমার আজকের ফুলের ফটোগ্রাফির মধ্যে রয়েছে কিছু জানা ও কিছু অজানা। আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না। চলুন তাহলে ফটোগ্রাফিগুলো উপভোগ করা যাক।

IMG_0814.jpeg

IMG_0813.jpeg

নাম না জানা এই ফুলগুলো দেখতে কত চমৎকার লাগছে। কিছুটা আমাদের দেশের জবা ফুলের মত মনে হচ্ছে। এগুলো কিন্তু জবা ফুল নয়। ফটোগ্রাফিটি রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।

IMG_0812.jpeg

এটি একটি জংলি ফুল, রাস্তার পাশে ফুটে রয়েছে।এ ফুলের পাতায় অনেক কাটা রয়েছে। ফুলের কালারটি খুবই সুন্দর লেগেছে, এ কারণে এর ফটোগ্রাফিটি নিয়ে নিলাম।

IMG_0811.jpeg

পার্পল কালারের এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।এগুলো কিন্তু জংলি ফুল নয়।ফুলগুলো লাগানো হয়েছে। রাস্তার পাশ থেকে এই ফটোগ্রাফিটি নেয়া হয়েছে।

IMG_0815.jpeg

নাম না জানা এই ফুলটি ও রাস্তার পাশ থেকে নেওয়া হয়েছে।এই ফুলটিও দেখতে খুব সুন্দর লাগছে তাই না?

IMG_0909.jpeg

এবার চলে এলাম আমার বাগানে। এটি গোলাপী রংয়ের হাইড্রেনজিয়া। আমার বাগানে নীল রঙের হাইড্রেনজিয়া ও রয়েছে তবে এটি এখনো ফুঁটেনি, ফুঁটলে আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_1111.jpeg

IMG_1110.jpeg

উপরের ফুল দুটি আমার বাগানের গোলাপ। এ বছরে প্রথম কুঁড়ি এসেছে। মোট পাঁচটি গোলাপের গাছ রয়েছে, তার মধ্যে তিনটিতে ফুলের কুঁড়ে চলে এসেছে।

IMG_1109.jpeg

এটি গোলাপি রঙের জেরানিয়াম ফুল।আমার বাগানে গোলাপি আর লাল রং এর জেরানিয়াম ফুলে ভরে গিয়েছে।গতদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বোতলের মধ্যে ফোঁটা লাল রং এর কিছু জেরানিয়াম।

IMG_1146.jpeg

IMG_1145.jpeg

IMG_1144.jpeg

IMG_1148.jpeg

এগুলো আমার প্রতিবেশীর বাগানের গোলাপ। কত ফুল ফুটে রয়েছে। দেখতে খুবই চমৎকার লাগছে।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

অসম্ভব সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি পোস্টটি। আসলে এর মধ্যে বেশ কিছু ফুলের নাম আমি আদৌ জানিনা এমনকি এর আগে দেখিওনি। কিছুদিন আগে আপনার একটি পোস্ট দেখেছিলাম যেটাতে আপনার বাগান নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন। তবে আপনার ফটোগ্রাফি পোস্টটির মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার কাছে হাইড্রেনজিয়া ফুলটি। একদম চমৎকার লেগেছে আপু। সুন্দর সুন্দর চমৎকার ইউনিক সব ফুল দিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টটি সাজিয়ে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

হ্যাঁ পোস্ট করার ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয় বা ভিন্ন ভিন্ন সৌন্দর্য তুলে ধরা হয় সে ক্ষেত্রে যারা পোস্টগুলো ভিজিট করে তাদের কাছেও বেশ ভালো লাগার কথা। যাই হোক আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন একদম অসাধারণ সুন্দর ছিল আপু। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনাদের ওখানের ওয়েদার তো খুবই দারুন।১৯ ডিগ্রি বেশি শীত নয় ঠান্ডাও নয় দারুন আবহাওয়া। এদিকে আমরা গড়মে শেষ হয়ে যাচ্ছি।

জংলি ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে দারুন ফটোগ্রাফির মাধ্যমে আপনি উপস্থাপন করেছেন।

 3 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার এই চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হোলাম। অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগুলো ধারণ করা।

 3 months ago 

আজকে আপনি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফি খুবই ভালো লাগলো। গোলাপী রংয়ের হাইড্রেনজিয়া ফুল দেখে মুগ্ধ হলাম। আপনার প্রতিবেশীর বাগানের গোলাপ ফুলের পাপড়ির সৌন্দর্য ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপু, আমাদের সাথে সুন্দর ফটোগ্রাফি ভাগ করে নেওয়ার জন্য।

 3 months ago 

ফুল পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। সেজন্যই প্রতিটা বাড়ির সামনে বিভিন্ন ফুলের গাছ দেখতে পাওয়া যায়। আপনি আজকে কয়েকটি ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। যেগুলোর মধ্যে কয়েকটি এর আগে কখনো দেখা হয়নি খুবই ভালো লাগলো। বর্তমান সময়ে ভিন্ন ভিন্ন জাতের ফুলের গাছ দেখতে পাই । অনেক ভালো লাগে আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আপু আপনি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কিছু ফুল পরিচিত আবার কিছু কিছু ফুল অপরিচিত লাগছে।তবে, আপনি প্রতিটি ফুলের বিবরণ সহ বর্ণনা করেছেন, এজন্য অপরিচিত ফুল গুলোর সাথে পরিচিত হতে পারলাম। আমার কাছে বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফী টি অনেক বেশি ভালো লেগেছে।

 3 months ago 

আমরা মরি গরমে, আর আপনি আছেন ঠান্ডায়। এ কেমন আবার। এমন ঠান্ডা যদি আমাদের থাকতো তাহলে বেশ ভালোই লাগতো। যাই হোক আপনার ফুলের ফটোগ্রাফি দেখে তো আমার কাছে বেশ ভালো লাগছে। খুব সুন্দর করে আপনি প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপু আমাদের এদিকে তো শীতকালে বেশি ফুল দেখা যায়। এমনকি শীতকালে ফুলের গাছ বেশি লাগানো হয়। কিন্তু আপনাদের ওখানে দেখছি এর উল্টো। শীতকালে ঠান্ডায় চারা গাছ গুলো মারা যায়। তবে আপনার আজকের ফুলের সবগুলো ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। তবে তার মধ্যে হাইড্রেনজিয়া ফুলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার কাছ থেকে ভিন্ন রকমের একটি পোস্ট দেখতে পেয়ে ভালো লাগলো।

 3 months ago 

আপু আপনার মাধ্যমে আজকে নতুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমিও ফুল খুব পছন্দ করি। জংলি ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপী রংয়ের হাইড্রেনজিয়া ফুল গুলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56