পাখির কিছু ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কিছু ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে একটু ভিন্ন রকমের ফটোগ্রাফির আয়োজন করেছি। আজকে আপনাদের সাথে কিছু পাখির ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। পাখির ফটোগ্রাফি করা খুবই কষ্টকর একটি ব্যাপার।আমি এর আগে দেখেছি অনেকেই পাখির সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন।তখন থেকে আমার মনে খুব ইচ্ছে হয় যদি এভাবে ফটোগ্রাফি করতে পারতাম। তাই রাস্তায় মাঝেমধ্যে পাখি দেখলেই ফটোগ্রাফি করার জন্য এগিয়ে যেতাম। কিন্তু উড়ে চলে যেত, ইচ্ছে গুলো পূরণ হতো না আর।আমার প্রতিবেশী তার বাগানে বার্ড ফিডার রেখে দিয়েছেন। যেখানে নানান রকমের পাখি এসে বসে।তাদের খাওয়ানোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই ফিডারে। শখ করে অনেকেই তার বাগানে এগুলো রেখে দেয়। বিভিন্ন ধরনের পাখি এসে এখানে খেয়ে যায়। সব সময়ই খাবার ও পানি দিয়ে রাখে। শুধুমাত্র শখের বশেই এগুলো অনেকেই বাগানে রাখে। আজকে বাগানে গিয়ে দেখি অনেকগুলো পাখি এসে বসেছে আমার প্রতিবেশীর বার্ড ফিডারে খাওয়ার জন্য। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে ফেললাম। কাছে গেলে দূরে চলে যায়, তাই দূর থেকে জুম করে ফটোগ্রাফি গুলো নিয়েছি।ক্যামেরা দিয়ে তুললে খুবই সুন্দর হত। যাইহোক আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে।আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে। পাখিগুলোর ফটোগ্রাফি উপভোগ করা যাক।
বেশিরভাগই পায়রা দেখতে পাচ্ছেন। আমি যখন গিয়েছিলাম তখন এই পাখিগুলোই বেশি ছিল। পরে আবার অন্যান্য কিছু পাখি এসেছিল। একটি দেখতে আমাদের জাতীয় পাখি দোয়েল এর মত। জানিনা দোয়েল কিনা? তবে পাখিগুলো কালার ফুল হলে বেশি সুন্দর হতো দেখতে। সবগুলোই সাদাকালো।
এটি দোয়েল পাখি মনে হয়।
এগুলো সব নাম না জানা পাখি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR


















আপু খুব সত্যি কথা পাখি,প্রজাপতির ফটোগ্রাফি করা খুব কঠিন।আপনি সবার ফটোগ্রাফি দেখে খুব উৎসাহি হয়ে পাখির ফটোগ্রাফি তুলতে প্রস্তুত হলেন।প্রতিবেশীর বার্ড ফিডার থেকে দারুন কিছু নাম না জানা পাখির ফটোগ্রাফি শেয়ার করলেন।খুব সুন্দর লাগছে।এ্যাশ কালারের ওটা মনে হচ্ছে কবুতর।ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।
পাখি কম বেশি সবারই ভালো লাগে। আমিও পাখি খুব পছন্দ করি। গ্রামে গেলে বিভিন্ন রকমের পাখি দেখা যায়। আপনি সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। পায়রা গুলো দেখতে অনেক কিউট লাগছে। আমার কাছেও মনে হচ্ছে সাদা কালো স্ট্রাইপের পাখিটি দোয়েল পাখি। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি পাখির দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে সত্যি আপু খুবই ভালো লেগেছে । একটা সময় আমার বাসায় অনেক গুলো কবুতর ছিল। আর সেই কবুতরের মধ্যে একটা রাজ এবং রানী ছিল। তবে কপালে ছিল না কবুতর গুলো আমার সব নষ্ট হয়ে গেছে। তবে আপনার সাথে একমত পাখির ফটোগ্রাফি করা একটু কষ্টসাধ্য। আসলে আপু পাখি সবাই শখ করে পুষে থাকে। আর এগুলো পোষতেও অনেক ভালো লাগে।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পাখির কিছু ফটোগ্রাফি। সত্যি বলতে সৌখিন মানুষ পাখি বুঝতে বেশ পছন্দ করে। আমিও পায়রা পাখি বসে থাকি। আপনার পায়রা পাখির ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু, আপনি কবুতরসহ সকল পাখিগুলোর খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। নিখুঁতভাবে তোলা পাখিগুলো ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। তবে দোয়েল পাখির ফটোগ্রাফিটা আমার কাছে সবচাইতে বেশি ভাল লেগেছে। কারণ দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি।
পাখির ছবি ভালোভাবে তুলতে হলে প্রফেশনাল ক্যামেরার প্রয়োজন। কিন্তু আপনি ফোন দিয়েও বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আমাদের দেশে এইরকম পাখি ফিডার এর ব্যবস্থা যদিও নেই। কিন্তু গ্রামগঞ্জে যেখানে সেখানে এমন পাখি দেখা যায়। এবং আমার কাছেও ওটা দোয়েল এর মতোই লাগছে। বেশ চমৎকার ফটোগ্রাফি ছিল আপু।।
পাখির ফটোগ্রাফি বাপ রে বাপ যে কঠিন। ফটোগ্রাফি করতে গেলে তো ওদের সাথ দৌড়াতে হয়। তা প্রতিবেশীর ফিডার হতে বেশ ভালোই কিছু ফটোগ্রাফি করেছেন দেখছি। আমার কিন্তু আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালোই লাগছে।