টার্গেট ডিসেম্বর সিজন ৫-এ আমার অংশগ্রহণ 🐬(8th Dolphins )🐬
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন।শুরু হয়ে গেল ডিসেম্বরের সিজন- ৫ এর পাওয়ার আপের প্রতিযোগিতা।“আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণের ১ম দিন আজ। বর্তমানে আমার ওয়ালেটে এখন ৪৪,৪৮৬ স্টিম পাওয়ার রয়েছে। আজকে পাওয়ার আপের মাধ্যমে পাওয়ার ৪৪,৫৩৬ স্টিম এ পরিণত হল।আমার নতুন টার্গেটটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই পাওয়ারকে ৬০,০০০ স্টিম এ পরিণত করা।আশা করছি নিয়মিত পাওয়ার আপ করলে আমার টার্গেটকে ছুয়ে ফেলতে পারব, আর না পারলেও কাছাকাছি যেতে পারব। যতদিন স্টিমিট এ কাজ করবো, ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৪৪,৪৮৬।পাওয়ার আপ এর পরে হয়েছে ৪৪,৫৩৬ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

এই সিজনে আপনি ৬০ হাজার স্টিম পূরণের টার্গেট নিয়েছেন, এটা দেখে অনেক ভালো লাগলো। এখন আপনি আপনার লক্ষ্যের দিকে অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। এটা দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করার ফলে, আপনি আপনার লক্ষ্য শীঘ্রই পূরণ করতে পারবেন।
টার্গেট ডিসেম্বর সিজন ৫-এ আমার অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো আপু।
নিজের শক্তি বৃদ্ধি করতে আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন। এভাবেই পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন বছরের আপনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন এই দোয়া রইল।
টার্গেট ডিসেম্বর সিজন ৫ কে কেন্দ্র করে ৬০ হাজার স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সত্যিকার অর্থেই এটি একটি প্রশংসনীয় কাজ আপু। তারই প্রেক্ষিতে আজকে আপনি পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করলেন। আপনার জন্য শুভকামনা রইল যেন খুব তাড়াতাড়ি আপনি আপনার নতুন টার্গেটে পৌঁছে যেতে পারেন। সর্বোপরি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপু।
50 পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, যদি প্রতি নিয়ত এভাবে পাওয়ার বৃদ্ধি করেন। আমার অনেক উৎসাহিত হলাম আপনার পোস্ট দেখে। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে অনেক দূর এগিয়ে যান শুভকামনা রইল।
আপু আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি নতুন বছরে নতুন টার্গেট নিয়েছেন।ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
আপনি এই সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৪৪,৫৩৬+ এসপি তে পৌঁছে গেলেন আপু। প্রতি সপ্তাহে আপনার পাওয়ার আপ পোস্ট দেখে সত্যিই বেশ অনুপ্রাণিত হই। আশা করি এই সিজনে আপনি ৬০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
আপনি যেভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন আশা করছি সিজন-৫ এ আপনি আপনার লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা থাকলো আপু।
একাউন্টঃ @tangera
পাওয়ার বৃদ্ধিঃ = 0.112395%
এই পাওয়ার আপ আপনার প্রোফাইলের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দিল। অষ্টম ডলফিনে প্রবেশের জন্য আপনাকে অভিনন্দন জানাই। এই প্লাটফর্মে যেভাবে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তা সত্যিই শেখবার মত।