লেবার সরকারের ক্যাবিনেটে স্থান পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_2283.jpeg

বন্ধুরা কিছুদিন আগে ইংল্যান্ডের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই নির্বাচনের ফলাফলে খুবই আনন্দের একটি খবর দিয়ে।আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন ইংল্যান্ডের জাতীয় নির্বাচনের ফলাফল।এই নির্বাচনে বিজয়ী হয়েছেন লেবার পার্টি যারা অন্যান্য দল থেকে অনেক বেশি ভোটে বিজয়ী হয়েছেন।আর সবচেয়ে আনন্দের বিষয়টি হচ্ছে এই প্রথম সরকারের ক্যাবিনেটে স্থান পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক, আর রুশনারা আলী হাউজিং কমিউনিটি ও লোকাল গভরনমেন্টের প্রতিমন্ত্রীর দায়িত্বে। ব্রিটিশ বাঙালি কমিউনিটি থেকে এই প্রথম দুজন এমপি সরকারের ক্যাবিনেটে স্থান পেয়েছেন।এই সাফল্যে বাঙালি কমিউনিটিতে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।বাংলাদেশিদের মধ্য হতে মোট ১০০ জন প্রার্থী এমপি পদে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে থেকে মোট চারজন বিজয়ী হয়েছেন।আর এই চারজন থেকে দুজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় যা বাংলাদেশীদের জন্য বড় একটি পাওয়া।

IMG_2279.jpeg

প্রধানমন্ত্রী Keir Starmer এর সাথে রুশনারা আলী, টিভি থেকে ফটোটি নেয়া হয়েছে।

রুশনারা আলীর বয়স যখন সাত থেকে আট বছর তখন তিনি বাবার হাত ধরে ইংল্যান্ডে আসেন।তার জন্ম বাংলাদেশের সিলেট জেলায়।এরপর এদেশে এসে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তার পড়ালেখা শেষ করেন।তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি অধ্যয়ন করেন।এরপর ২০১৫ তে প্রথম রাজনীতিতে অংশগ্রহণ করেন।প্রায় একটানা পনেরো বছর কনজারভেটিভ দল দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি লেবার পার্টি থেকে বেথনাল গ্রিন ও বো আসন থেকে প্রতিবারই বিজয়ী হয়েছেন। বেথনাল গ্রিন ও বো আসন যেখানে বড় একটি বাঙালি কমিউনিটি রয়েছে যা তার জন্য একটি বড় প্লাস পয়েন্ট।শুধু বাঙালি কমিউনিটির জন্য নয়, তার ব্যবহার আচার-আচরণ ও কাজকর্মের কারণেই তিনি প্রতিবারই বিজয়ী হয়ে আসছেন।

IMG_2277.jpeg

প্রধানমন্ত্রী Keir Starmer এর সাথে টিউলিপ সিদ্দিক, টিভি থেকে ফটোটি নেয়া হয়েছে।

রুশনারা আলীর মত টিউলিপ সিদ্দিক ও প্রতিবারই Hampstead and Highgate এলাকার লেবার পার্টি থেকে এমপি পদে নির্বাচিত হন।টিউলিপ সিদ্দিক এর আরেকটি বড় পরিচয় রয়েছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা। তার জন্ম হয় লন্ডনে।তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং তারপর কিংস কলেজ লন্ডনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।এরপর ২০১১ তে তিনি second master's degree সম্পন্ন করেন Politics, Policy and Government এ। এরপর সেখান থেকেই তার রাজনীতিতে আসা।

যাইহোক বাঙালি কমিউনিটি তাদের দুজনকে পেয়ে খুবই খুশি। রাজনীতিতে আসার পর প্রতিবারই তারা নির্বাচিত হয়েছেন কিন্তু তাদের দল কখনো সরকার গঠন করেনি। এই প্রথম তাদের দল সরকার গঠন করলো। আশা করছি জনগণ তাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন তারাও ঠিক সেভাবেই তাদের ভালোবাসার প্রতিদান দিবেন।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 4 days ago 

প্রথমেই টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীকে অভিনন্দন জানাচ্ছি আপু। লেবার সরকারের ক্যাবিনেটে স্থান পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুইজন দেখে অনেক ভালো লাগলো আপু। রুশনারা আলী সিলেটের জন্মগ্রহণ করেছিলেন জেনে ভালো লাগলো। আর টিউলিপ সিদ্দিক অনেকের কাছেই পরিচিত।

 3 days ago 

বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী লেবার সরকারের ক্যাবিনেটে স্থান পেয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো আপু। বাঙালি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। টিউলিপ সিদ্দিকের নাম তো অনেক শুনেছি, কিন্তু রুশনারা আলীর নাম এই প্রথম শুনলাম। উনাদেরকে প্রধানমন্ত্রীর সাথে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 days ago (edited)

বিদেশে বসে বাঙালি কাউকে সরকারি আসনে বসতে দেখলে আসলেই অনেক খুশি হওয়ার কথা। টিউলিপকে তো প্রতি বছরই জিততে দেখি। তাদের দল এবার ক্ষমতায় এসেছে তাহলে তো বাঙালিদের মনে আরো বেশি আনন্দ বয়ে গিয়েছে। ভালো লাগলো আসলেই পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62625.86
ETH 3333.11
USDT 1.00
SBD 2.47