বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব -৩ (London O2)

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_5817.jpeg

আজকে হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর ৩য় পর্ব নিয়ে।গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লন্ডন O2 এর ১ম পর্ব। খুবই চমৎকার একটি জায়গা, বিশাল এলাকা নিয়ে গঠিত।ছোট বড় সকলেরই অনেক পছন্দের। পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর উপযুক্ত একটি স্থান।অনেক কিছুই আছে এখানে।নিরিবিলি খোলা পরিবেশ।Thames নদীতে বড় বড় লঞ্চে উঠে চারিদিক পর্যবেক্ষণ করতে কতই না ভালো লাগে। আর নদীর উপর দিয়ে cable car এ ঘুরে বেড়ানো যে কত আনন্দের তা আর বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বন্ধুরা লন্ডন O2 তে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত অনেকগুলো ফটোগ্রাফি করেছি, যা এক দিনে শেষ করা সম্ভব নয়।আমি চাই প্রতিটি ফটোগ্রাফি আপনারা খুব সুন্দর ভাবে উপভোগ করুন। তাই এই পর্ব কে আমি কতগুলো ভাগে ভাগ করেছি। আজকে তার ২য় পর্ব।আমার এই পর্বগুলোকে মোটামুটি ফটোগ্রাফি হিসেবেই ধরা হবে, কারণ এখানে বেশিরভাগই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।আজকে ২৮ টি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

গত পর্বে শেষ করেছিলাম কেবল কারে টিকিট কাটার প্রস্তুতি দিয়ে। আজকে তার পরের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই পর্বে মূলত কেবল কারে উঠে Thames নদীর চারিপাশের সৌন্দর্য কিভাবে আমরা উপভোগ করেছি তা আপনারা দেখতে পাবেন।টিকেট কাটা শেষ হলো।এবার কেবল কারে ওঠার পালা। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের উপভোগ করা কিছু ফটোগ্রাফি।

IMG_5500.jpeg

IMG_5501.jpeg

IMG_5502.jpeg

কার এ উঠছি।এক একটি কার এ প্রায় ৮ থেকে ১০ জন করে উঠা যায়। আমাদের জন্য অনেক ভালো হলো, আমরা ৮ জোট মিলে একটি কারে উঠে গেলাম।

IMG_5499.jpeg

IMG_5503.jpeg

IMG_5505.jpeg

IMG_5509.jpeg

IMG_5514.jpeg

IMG_5517.jpeg

IMG_5516.jpeg

IMG_5518.jpeg

IMG_5523.jpeg

IMG_5525.jpeg

IMG_5527.jpeg

IMG_5528.jpeg

IMG_5533.jpeg

IMG_5534.jpeg

IMG_5536.jpeg

IMG_5539.jpeg

IMG_5540.jpeg

IMG_5541.jpeg

IMG_5545.jpeg

IMG_5550.jpeg

IMG_5552.jpeg

IMG_5555.jpeg

IMG_5556.jpeg

IMG_5557.jpeg

IMG_5566.jpeg

ধীরে ধীরে উপরে উঠতে থাকে কার। উপর থেকে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগছিল সকলেরই। অনেক উপর পর্যন্ত উঠেছিল।উচ্চতা আনুমানিক 15 থেকে 20 তলা হবে।তবে বেশিক্ষণ থাকেনি উপরে, 15 থেকে 20 মিনিটের মধ্যেই ঘুরে চলে আসলো।বাচ্চারা খুব বেশি উপভোগ করেছে। প্রথমে ভেবেছিলাম ভয় পায় কিনা?কিন্তু তারা মোটেও ভয় পায়নি। অবশেষে নিচে নামার পালা।

আজকে তাহলে এইটুকুই। লন্ডন O2 এর চারিপাশের পরিবেশটাও অনেক সুন্দর। আগামী পর্বে এই পরিবেশের চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানো চমৎকার কিছু মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি বলতে ১৫ থেকে ২০ তলা ওঠার পরেও বাচ্চারা ভয় পায়নি এটা আসলে অবাক লাগলো। কারণ আমি হলে তো অনেক ভয় পেতাম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রথম পর্ব পড়েছিলাম,এই পর্বের ২৮ টা ফটোগ্রাফি উপভোগ করলাম।উপর থেকে শহরের সৌন্দর্য পুরোপুরি তুলে ধরেছেন।১৫-২০ তলা উঁচু মানে অনেক, দারুন লাগছে সব মিলিয়ে।

 last year 

বাপরে বাপ এত উপরে উঠেছিল একেবারে ১৫ থেকে ২০ তলার উপরে। আমার কিন্তু ভীষণ ভয় লাগত আপু। আপু গত পর্বে পড়েছিলাম লন্ডন O2 ভ্রমণের কথা। বেশ ভালো লেগেছিল সেই পর্বটি। আজও ২৮ টি ছবি দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন। বেশ মুগ্ধ হলাম আপু কেবল তারে ঘুরে বেড়ানোর আনন্দ গুলো দেখে।।ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

যেদিন ঘুরতে গিয়েছিলেন ঐদিনের আবহাওয়া ঘুরার জন্য একদম পারফেক্ট ছিল। নদী দেখতে এমনি ভালো লাগে তার উপরে যদি এত উপর থেকে নদীর চারপাশ ঘুরে দেখা যায় তাহলে তো কথাই নেই। চারপাশের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে। আর নদীর পানিও কি সুন্দর পরিষ্কার কালার। খুব ভালো লাগছে দেখতে আপু। অনেক ভালো সময় কাটিয়েছেন।

 last year 

ওয়াও! জায়গাটা আসলেই খুব সুন্দর। এমন জায়গায় ঘুরতে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। ক্যাবল কার এ উঠতে দারুণ লাগে। উপরে থেকে আশেপাশের ভিউ দারুণভাবে উপভোগ করা যায়। একটি ক্যাবল কারের মধ্যে সবাই উঠতে পেরেছেন, এটা বেশ ভালো হয়েছে। সবাই মিলে একসাথে মজা করতে পেরেছেন। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে আপু। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ভালো লাগলো আপু আপনার ফটোগ্রাফিগুলো দেখে। সবাই খুব এনজয় করলেন।আমার ও সেই ক্যাবল কারে ঘোরার স্মৃতি মনে পরে গেলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।১৫/২০ মিনিটের মধ্যে ঘুরে এলেন।আর উপর থেকে নদীর সৌন্দর্য বাচ্চারা উপভোগ করলো।আসলে আপু আজকালকার বাচ্চারা ভয় পায় না। আমরা মায়েরা বাচ্চাদের নিয়ে ভয়ে থাকি।কিন্তু তারা খুব এনজয় করে।আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। পরিবার নিয়ে নিরাপদ ও ভালো থাকবেন এই দোয়াই করি।অনেক অভিনন্দন রইলো আপু।

 last year 

নিরিবিলি খোলা পরিবেশে ঘুরতে আসলেই ভালো লাগে।তাছাড়া বাচ্চারা যেমন নির্মল হাওয়া পায় তেমনি বড়রাও অনেক সুন্দর সময় অতিবাহিত করতে পারে।আপনার ফটোগ্রাফিগুলো দারুণ হয়েছে।তাছাড়া আপনার বাচ্চারা ভয় পায় নি জেনে ভালো লাগলো।অনেক বাচ্চারা ভয়ে কান্নাকাটি করে দেয়।ছবিগুলো দেখে মনে হচ্ছে খুব কাছ থেকে নীল ও সাদা রঙের মেঘের ভেলা উপভোগ করা যায়, ধন্যবাদ আপু।

 last year 

লন্ডন 02 তে ক্যাবল কারে উঠে অনেক গুলো ফটোগ্রাফি শেয়ার করলেন। ক্যাবল কারে উঠে উপর থেকে ফটোগ্রাফি গুলো করার কারনে চার পাশটা খুবই পরিষ্কার লেগেছে। তবে আপু কিছু ছবিতে নদীর পানিটা খুবই সচ্চ আর নীল কালার ছিল আর কিছু ছবিতে ঘুলাটে লেগেছে। এর কারনটা বুঝলাম না। ধন্যবাদ।

 last year 

15 থেকে 20 তলা উচ্চতায় উঠে বাচ্চারা ভয় পায়নি জেনে ভালো লাগলো। তবে আপু 15 থেকে 20 তলা উচ্চতার কথা শুনেই আমার ভয় লাগছে। যাইহোক বাচ্চারা অনেক ইনজয় করেছে বোঝাই যাচ্ছে। আপু আপনি পর্ব আকারে পোস্টগুলো শেয়ার করছেন বলেই আমরা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখার সুযোগ পাচ্ছি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91