আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ০২-০৭-২৩
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহেও এ্যাকটিভ ও সুপার এ্যাকটিভ লিস্ট হতে কোন ইউজার পাওয়া যায়নি।কোন ইউজারই এ সপ্তাহে আমার বাংলা ব্লগ অথবা shy-fox থেকে দুটির কম সাপোর্ট পাননি। সকলেই কমবেশি বেশ ভালই সাপোর্ট পেয়েছেন। শুধুমাত্র দাদার বিবেচনায় এ সপ্তাহে @santa14 কে এই লিস্ট এ আনা হয়েছে।যেহেতু তিনি এ সপ্তাহে সুপার এ্যাকটিভ লিস্টে আছেন তাই তিনি আগামী সপ্তাহে shy-fox থেকে মোট তিনটি সাপোর্ট পাবেন।
সময়কাল : ২৬ জুন ২০২৩ থেকে ০২ জুলাই ২০২৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০২ জুলাই ২০২৩ থেকে ০৮ জুলাই ২০২৩
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@santa14/posts | shy-fox |
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
@tanjera আপু এই সপ্তাহে সাইফক্স থেকে মনে হয় আমার একটা সাপোর্ট পড়েছে। নাকি আমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে বুঝতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সাপোর্টহীন মানুষ গুলোকে এত সুন্দর করে সাপোর্ট এর ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি।
আমার বাংলা ব্লগের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করেন আপনি আপু। নিয়মিত যারা কাজ করে তারাই সুপার একটিভ লিস্টে জায়গা দখল করে, কিন্তু কাজ করার পর যারা পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পায় না তাদেরকে সাপোর্টের আওতায় এনেদেন আপনি। যা আসলেই প্রশংসনীয় কাজ।
বরাবর এর মতন এই সপ্তাহেও কারো সাপোর্ট ছুটে যায়নি। সবাই সুন্দর ভাবেই সাপোর্ট পাচ্ছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের দাদার প্রচেষ্টায়। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। এতো সুন্দর করে এই রিপোর্ট তৈরি করার জন্য।
আপু আপনি প্রতি সপ্তাহে এমন একজন ইউজার খুজেঁ বের করেন যে যিনি কমিউনিটিতে ভালো কাজ করার পরও কোন কারনে সুবিধা হতে বঞ্চিত হয়েছে। আর এবারও তেমনই একজনকে আপনি সাপোর্ট এর আওতায় আনলেন। এতে করে ইউজারদের কাজ করার আগ্রহ কিন্তু অনেকগুন বেড়ে যায়। ধন্যবাদ আপু এত কঠিন একটি কাজ সহজ করে করার জন্য।
ami notun join koresi, amar post low rating kano ? High rating korte ki korbo ?
@akashnila
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
এখন আর সুবিধাবঞ্চিত ইউজার খুঁজে পাওয়া যায় না। তারপর আপু আপনি প্রতিনিয়ত এই কাজটি খুব নিখুঁতভাবে করে থাকেন। একজন ইউজার ও সুবিধা বঞ্চিত থাকলে তাকে এই লিস্টের আয়তন নিয়ে আসেন। তাছাড়া দাদার বিশেষ বিবেচনায় শান্তা আপুর নামটি দেখে ভালো লাগলো।
প্রতি সপ্তাহে এই কাজটি খুব ভালো লাগে।সুবিধা বঞ্চিত হয়ে আজ আর কোন ইউজার নেই।এক, দুজন থাকলে আপনার লিস্টে তার নাম চলে আসে।আর দাদার বিবেচনায় তার নামটি থাকে।ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে প্রতি সপ্তাহে এই রিপোর্টটি করার জন্য।
এই সপ্তাহেও সুবিধাবঞ্চিত কোনো ইউজার পাওয়া যায়নি, এটা জেনে খুব ভালো লাগলো আপু। আমাদের কমিউনিটি কোয়ালিটি পোস্টে সাপোর্ট দেওয়ার ব্যাপারে খুবই সচেতন। তবুও দাদার বিবেচনায় একজন ইউজারকে বাড়তি সাপোর্ট দেওয়া হবে, জেনে আরো বেশি ভালো লাগলো। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোয়ালিটি
পোস্ট করার পর কেউ সাপোর্ট না পেয়ে থাকলে
আপনি সুন্দর করে তা পোস্টের মাধ্যমে বলে দেন।
এখন একটিভ লিস্ট আর সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে কোন সুবিধা বঞ্চিত ইউজার খুঁজে পাওয়া যায় না সেটা দেখে আসলেই অনেক ভালো লাগে । তারপরও আপনারা খুঁজে খুঁজে যেসব মানুষ কম সাপোর্ট পাচ্ছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন সত্যি ভাল একটি উদ্যোগ, যার ফলে সবাই কমবেশি সাপোর্ট পাচ্ছে এবং আপনি খুব সুন্দর ভাবে রিপোর্টটা আমাদের সামনে প্রকাশ করেন দেখে ভালো লাগে ।