ঝর্ণার রানী মাধবকুণ্ড|| শেষ পর্ব
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে হাজির হয়ে গেলাম ঝর্ণার রানী মাধবকুণ্ডের দ্বিতীয় পর্ব নিয়ে। আগেই বলেছি এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাতগুলোর একটি। চারিপাশে ঘন সবুজ পাহাড়, ঝর্ণা ও গাছপালা দারুণ এক প্রকৃতি। ঝর্ণার পানি প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে।পানির শব্দ পুরো এলাকা ভরিয়ে তোলে।প্রচুর শব্দ হয় সেখানে।পাথরের ভেতর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলের ধারা গিয়ে মিশেছে ছোট্ট নদীতে।আগে শুনেছি লোকজন পাহাড় বেয়ে উপরে উঠে যেত ঝর্ণাকে কাছ থেকে উপভোগ করতে।এর ফলে সেখান থেকে পড়ে গিয়ে অনেক মানুষের মৃত্যু ঘটতো।এ কারণে পাহাড়ে ওঠার সিস্টেমটি এখন আর নেই।আর নিচে যারা পানিতে নামে তাদের জন্যও একটি নির্দিষ্ট সীমা রেখা রয়েছে।ওই সীমার বাইরে কেউ যেতে পারবে না।সেখানে গেলে অঘটন ঘটতে পারে।যাইহোক আমরা পানিতে বেশি দূরে যাইনি। দূর থেকেই এর সৌন্দর্যটা উপভোগ করেছি। চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক। আশা করি আপনাদের ভাল লাগবে।
দেখুন কত উপর থেকে পানি পড়ছে। বেশ কিছু মানুষ পানিতে নেমেছে।অবশ্য এখানে লোকজনের ভিড় তুলনামূলকভাবে একটু কম দেখলাম।এর চারপাশের পরিবেশ এত সুন্দর মনে হলো না।আরও অনেক সুন্দর করা যেত জায়গাটি।অনেক কর্মী দেখলাম এখানে কাজ করছে।আশা করছি পরবর্তীতে আরো অনেক সুন্দর হবে জায়গাটি। পর্যটকদের সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে।
বেশ কিছু শপ দেখলাম সেখানে, যেখানে কাপড় চোপড়, নকশি কাঁথা ও বিছানার চাদর বিক্রি হচ্ছে। আমরাও ঢুকে গেলাম একটি শপে। সেখান থেকে কিছু নকশী কাঁথা ও বিছানার চাদর নিয়ে নিলাম। সব কিছুই হাতে বানানো।এখানকার দাম তুলনামূলকভাবে একটু কম ছিল।অবশেষে কেনাকাটা শেষে নিজ গন্তব্যে পৌঁছে গেলাম।
যাইহোক।আজকের পর্বের মাধ্যমেই শেষ হয়ে গেল মাধবকুন্ড ভ্রমণ।আশা করছি আপনাদের ভালো লেগেছে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses

















আগের পর্বের মতো এই পর্বের ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর। ঝর্ণার পানিতে গোসল করতে আমার খুব ভালো লাগে। কারণ ঝর্ণার পানি একেবারে স্বচ্ছ ও শীতল হয়ে থাকে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।