জীবনে প্রথম হ্যাকারের কবলে যেদিন পড়েছিলাম

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_8137.jpeg

Copyright free image pixabay

জীবনে দুইবার হ্যাকারের কবলে পড়েছিলাম। আপনারা অনেকেই হয়তো জানেন একবার আমার adcash একাউন্ট থেকে বাংলাদেশী টাকার প্রায় এক লাখ টাকার মত হ্যাক হয়ে গিয়েছিল। পরে দাদার প্রচেষ্টায় হারিয়ে যাওয়া অর্থ গুলো ফিরে পাই। এ ধরনের হ্যাকারের কবলে আরও একবার পড়েছিলাম, আজ থেকে প্রায়ই ৬-৭ বছর আগে। তবে তখন হ্যাকার আমার তেমন কোন ক্ষতি করতে পারেনি, কোন কিছুই পায়নি। হ্যাক হয়েছিল আমার ল্যাপটপের যাবতীয় ডিটেইলস।আসলে তখন অনলাইনের এই হ্যাকার সম্পর্কে আমার তেমন কোন ধারণাই ছিল না।যদিও আমি ল্যাপটপ তেমন ব্যবহার করতাম না।এখনও করি না, কারণ এতবড় যন্ত্র নিয়ে বসতে ভালো লাগেনা।আগে মাঝে মাঝে খোলা হতো নাটক দেখার জন্য অথবা কোন গেমস খেলার জন্য, এখন তাও হয়না। আমার যাবতীয় কেনাকাটা, ব্যাঙ্কিং, দরকারি কাজ এবং স্টিমিটের কাজ, সবকিছুই মোবাইল থেকেই করি। হ্যাকারের উদ্দেশ্য ছিল আমার ব্যাংক ডিটেইলস নেওয়া।যাইহোক চলুন তাহলে শেয়ার করা যাক কিভাবে হ্যাকারের কবলে পতিত হয়েছিলাম এবং আমার অনুভূতিগুলো।

তখন দু-তিনদিন ধরে আমার ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছিল। আমার মোবাইলের কন্টাক্ট, টেলিফোন, ইন্টারনেট এবং টিভির ডিস সবকিছুই একটি কোম্পানির সাথে সংযুক্ত।কোম্পানির নাম হচ্ছে sky, এদেশের জনপ্রিয় একটি কোম্পানি।সবকিছুই direct debit করা, monthly পাউন্ড যায় ব্যাঙ্ক থেকে। একদিন হঠাৎ টেলিফোনে রিং হয়। আমি ফোন রিসিভ করি। তখন তারা বলে sky কোম্পানি থেকে ফোন করেছে এবং বলে আমার ইন্টারনেটে প্রবলেম হচ্ছে। তখন আমি ভেবেছি তাহলে sky কোম্পানিই হবে, কারণ আমার প্রবলেম হচ্ছে তারা জানলো কিভাবে? আমি বললাম হ্যাঁ দুই তিন দিন ধরে প্রবলেম হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন এই ফোনটি এসেছিল ইন্ডিয়া থেকে এবং যারা কথা বলেছিল তারা ছিল কলকাতার।ঘটনাটি ঘটে যাওয়ার পর আমি মোবাইল ফোন নাম্বার চেক করে দেখেছিলাম ফোনটা ইন্ডিয়া থেকে এসেছিল। যাইহোক তারা তখন আমাকে বলছিল এই প্রবলেম সলভ করতে হলে আমার ল্যাপটপ অন করতে হবে। তখন আমি তাদেরকে বলেছিলাম কেন মোবাইলে করা যায় না? তারা বলল না ল্যাপটপেই করতে হবে।এরপর তাদের সাথে ছোটখাটো আরও কিছু কথা হয়।এরপর কথা প্রসঙ্গে তারা বলে আমি কি অনলাইনের কেনাকাটা ল্যাপটপ থেকে করি? আমি বললাম না।

এরপর তাদের কথামতো আমি ল্যাপটপ অন করি।এরপর তারা আমাকে টিম ওয়ার্ক নামে একটি অ্যাপস ডাউনলোড করতে বলে। ওই সময় আমার হাজব্যান্ড বাসায় ছিল না।আমি আর আমার দুই মেয়ে। ছোট মেয়ে খুবই ছোট, দুই বছর বয়স হবে। এরপর তাদের কথামতো আমি ডাউনলোড করি এবং পিন নাম্বার আসে সেটিও তাদেরকে দেই। তারা যা যা বলছিল আমি তাই শুনে যাচ্ছিলাম। আসলে আমি এতটা ভাবিনি যে মানুষ এত প্রতারণা করতে পারে? এরপর দেখি আমার ল্যাপটপের স্ক্রিনে আমার সবকিছুই তাদের কাছে চলে গিয়েছে।তারা আমার ফটো সার্চ করছে, আরও অন্যান্য অন্যান্য জায়গায় ঢুকছে। আমি সবকিছুই দেখতে পাচ্ছি। আমার hotmail অ্যাকাউন্টে আমি আর আমার মেয়ের একটি ফটো দিয়েছিলাম প্রোফাইল পিকচারে। ফটো দেখে তারা বলছে ম্যাম আপনি খুবই কিউট এবং অনেক ইনোসেন্ট।তখন আমি বুঝতে পারি তারা হ্যাকার।তখন তারা আমাকে বারবার বলছিল আমি যেন ল্যাপটপ অফ না করি। তখন আমার হাত পা কাপা শুরু করেছে এবং ওই মুহূর্তে আমি ল্যাপটপ অফ করে দিয়েছি।

এরপর হাজব্যান্ড আসলে ঘটনাটি খুলে বলি। হাজব্যান্ড অনেক বকা দেয় আমাকে। অনেক সেলফি ও ফ্যামেলির পার্সোনাল ফটো ছিল সেখানে। টেনশনে ছিলাম ফটো দিয়ে যদি তারা কিছু করে। তবে তারা আমার একাউন্ট থেকে কয়েকটি একাউন্ট খুলেছিল।আমার কাছে মেইল আসতো অচেনা ওয়েবসাইট থেকে।একটি মনে আছে সেটি ছিল ইন্ডিয়ার কলকাতার একটি রেস্টুরেন্ট।আমাকে বিভিন্ন ওফার দিত ফুডের। তখন আমি মেইল করে বলি আমাকে কেন অফার দিচ্ছেন? এই অ্যাকাউন্ট তো আমি খুলিনি। পরে আনসাবস্ক্রাইব করে দেই। এ ধরনের আরও কয়েকটি ওয়েবসাইট থেকে মেইল আসে। সবগুলোই আন সাবস্ক্রাইব করে দেই। যাইহোক তারা আমার তেমন কোন ক্ষতি করতে পারেনি। তাদের উদ্দেশ্যই ছিল আমার ব্যাংক ডিটেলস নেওয়া। কিন্তু আমি ব্যাংকের কোন কিছুই ল্যাপটপে করিনি। এরপরও তারা মাঝে মাঝে কল দিত। তাদের কল আর রিসিভ করতাম না।অনেক ভয়ে ভয়ে থাকতাম।এটিই ছিল আমার জীবনে ঘটে যাওয়া প্রথম হ্যাকারের কবল।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago (edited)

আপনাকে ধন্যবাদ আপু একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এতে আমরা সকলে মিলে আগে থেকে সতর্ক হয়ে গেলাম। আর আপনি ঠিক বলেছেন। এখন প্রতিটা জায়গায় শুধু ভয় আর ভয়। আমরা শুধু ভয় আর আতঙ্কে থাকি কখন আমাদের জীবনে কি ঘটে যায়। কারণ দিনকাল এখন ভালো যাচ্ছে না। তো কাকে রেখে কাকে বিশ্বাস করব। হঠাৎ কোথা থেকে কখন কোন বিপদে পড়ে যাই। যা হোক আপনি বড় কোন বিপদে পড়েননি এটাই হলো শুকরিয়া। এরপর থেকে সব সময় চোখ কান খোলা রাখবেন। সাবধানে থাকবেন।শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

যাইহোক শেষ পযর্ন্ত যে কোন ক্ষতি করতে পারেনি এটাই অনেক ভালো আপু। এই হ‍্যাকারদের আর কী বলব। মানুষ কে বিপদে ফেলতে একেবারে পটু তারা। আর আপনার এডিবিক‍্যাশ এর সময়ে দাদার সাহায্যের কথাটা আমরা সবাই জানি। দাদা প্রায় একমাসের চেষ্টার পর আপনার ফান্ড ফিরিয়ে আনতে সক্ষম হয়। এসব থেকে বেশ সচেতন থাকতে হবে।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

খুব খারাপ লাগছিলো আপনার অনুভূতি গুলো পড়ে। আসলে যাকে তাকে বিশ্বাস করা ঠিক নয়।আপনি নেটের সমস্যার কারনেই আসলে এমনটা করেছিলেন,বুঝে উঠতে পারেননি।যাক আপনার এই গল্পটি পড়ে সবাই সতর্ক হয়ে যাবেন।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার জীবনে ঘটে যাওয়া প্রথম হ্যাকার এর গল্পটি পড়ে অনেক বিষয় জানতে পারলাম।এভাবে কোনো ফোন আসলে তাদের কথা মতো কাজ ভবিষ্যতে করা থেকে বিরত থাকবো।যেহেতু আপনি সমস্ত ব্যাংক লেনদেন ল্যাপটপে করতেন না ।তাই সেদিন বেঁচে গিয়েছেন।পার্সোনাল ফটো ছিল পরিবারের,যাক কোনো দুর্ঘটনা ঘটেনি জেনে ভালো লাগলো।জাস্ট কিছু ওয়েবসাইটে সাবস্ক্রাইব করেছিল,এটা কোনো ঝামেলার বিষয় ছিলনা।ধন্যবাদ আপু সতর্কতা মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাকার হচ্ছে অনেক জঘন্য একটি কাজ বর্তমান সময়ে। আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। তো আপু আপনার বিস্তারিত পড়ে খুবই খারাপ লেগেছে। যদি আপনি ল্যাপটপ অফ না করতেন তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেত। কিন্তু এত কিছু বলার পরেও ল্যাপটপ অন করে আপনি ডাউনলোড করে নিলেন অ্যাপস। সেটা হচ্ছে সবচেয়ে একটা ভুলের কাজ। যা অবশেষে আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন সেই দিন। এরকম ঘটনা এখন অহরহ ঘটে যাচ্ছে সব জায়গায়। তবে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য আমরা সবাই একটু সচেতন হতে পারব।

 10 months ago 

আসলে অচেনা কেউ এরকম ভাবে কিছু করতে বললে সব সময় সচেতন থাকা উচিত। শুধু এইভাবে নায় মাঝে মাঝে তো অনেক সময় বিভিন্ন কিছুর লোভ দেখিয়েও পার্সোনাল ডিটেলস নিতে চাই। আপনার প্রথমবার হ্যাকারের কবলে পড়ার গল্পটা পড়ে বেশ ভালো লাগলো। যাক আপনার ভাগ্য ভালো ছিল যে হ্যাকাররা আপনার কোন বড় ক্ষতি করতে পারেনি। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ইন্ডিয়া থেকে তারা আপনার ক্ষতি করতে চেয়েছিল এটা ভাবতেই অবাক লাগছে আপু। হয়তো আপনার আশেপাশের কারো সাথে তাদের লিংক ছিল। আর সেজন্য তারা জানতে পেরেছিল আপনার বাসার ইন্টারনেট সংযোগের প্রবলেমের কথা। মনে হচ্ছে সবকিছু পরিকল্পিতই ছিল। আসলে ইন্টারনেটের যুগে বোঝাই যায় না কে কোথায় থেকে কাকে ফলো করছে। তারা হয়তো অনেক বড় কোন প্ল্যান করেছিল। যাক অবশেষে আপনার তেমন কোন ক্ষতি হয়নি এটা জেনে ভালো লাগলো আপু হয়তো আর একটু অসাবধান হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো। শেষে তো আপনাকে কিউট ও ইনোসেন্ট বলে ফেলেছে। সত্যি আপু আপনি অনেক কিউট এবং ইনোসেন্ট। ♥️♥️

 10 months ago 

বর্তমানে হ্যাকিং খুবই বেড়ে গিয়েছে। আমাদের দেশে তো বিকাশ এবং নগদ একাউন্ট থেকে হ্যাক করে অহরহ টাকা নিয়ে যাচ্ছে অনেক মানুষের। তবে ইন্ডিয়া থেকে ইউকে তে ফোন করে হ্যাকিং করার চেষ্টা করেছে, এটা জেনে বেশ অবাক হলাম। তবে ভাগ্য ভালো যে আপনি ল্যাপটপ দিয়ে ব্যাংকিং লেনদেন করতেন না। তাহলে তো সব ই যেতো। হ্যাকার আপনাকে কি সুন্দর কমপ্লিমেন্টও দিলো কিউট এবং ইনোসেন্ট। খুব ফাজিল টাইপের হ্যাকার ছিলো তো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপু সত্যি বেশ শকড আমি।২বার আপনি হ্যাকারের কবল থেকে বাঁচলেন। আসলে এভাবে যে আপনার কাছ থেকে ল্যাপটপের এক্সেস নিয়ে নিল তা ভাবতেই অবাক লাগছে।কত সহজে আপনি তাদের ফাঁদে পা দিয়ে দিলেন।ভাগ্যিস আপনার ব্যাংক ডিটেইলস ল্যাপটপে ছিল না।আমরা মানুষকে বিশ্বাস করি যে, কেউ মানুষ হয়ে খারাপ করতে পারে না,কিন্তু তারা কি করতে পারে আমরা নিজেরাও জানিনা।যাইহোক একবার তো দাদার সহযোগিতায় বড় বাঁচা বাঁচলেন।আর আগেরবারও যে কোনো ক্ষতি হয়নি এটাই সবথেকে বড় বিষয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43