অনেকদিন পর কিছু কেনাকাটা, সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

অসুস্থতার পর আজ প্রথম কিছু কেনাকাটা করে ফেললাম। যদিও মাঝে একবার গিয়েছিলাম কিন্তু অল্প কিছু আইটেম কিনে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না।আজকে শরীরটা যথেষ্ট ভালো ফিল করছি তাই চলে গিয়েছিলাম শপিং এ। কারণ আর বেশি সময় নেই, আগামী সপ্তাহে বাংলাদেশে যাব। এখনো আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে।বাংলাদেশে যাওয়ার নাম হলে কেনাকাটা যেন শেষ হয় না, যাওয়ার একদিন আগেও কেনাকাটা চলতে থাকে।কারন নিজেদের কেনাকাটা ছাড়া আত্মীয়-স্বজন সকলে রয়েছে, শ্বশুর বাড়ির লোকজন এবং আমার বাবার বাড়ির লোকজন।আবার বেশি কেনাকাটা করলেও প্রবলেম, কারণ ওজনের ব্যাপার-স্যাপার রয়েছে।একজন মোট ৪০ কেজির মত নিতে পারবে।যেহেতু আমরা চারজন তাই টোটাল ১৬০ কেজির মত নিতে পারবো। এ ছাড়া হ্যান্ডলাগেজ তো রয়েছে, হ্যান্ডলাগেজে প্রত্যেকেই ৭ কেজি করে নিতে পারব।

আজ মূলত গিয়েছিলাম বাচ্চাদের কিছু গরমের কাপড়-চোপড়, পারফিউম, আত্মীয়-স্বজনের কিছু জুতো স্যান্ডেল সহ আরও টুকটাক কিছু জিনিসপত্র কিনতে।বাচ্চাদের গরম কাপড় চোপড় খুব কম রয়েছে, কারণ এ দেশে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে।বড়জোর একমাস গরম থাকে। তবে লাস্ট দুই-তিন দিন খুব বেশি গরম ছিল, তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির মত ছিল।গরম সহ্য করার মতো ছিল না। কিন্তু বাংলাদেশে শুনেছি এর চেয়ে আরও বেশি গরম।তাপমাত্র ৪০ ডিগ্রির মতো থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে এই গরমে বাচ্চাদেরকে নিয়ে খুবই প্রবলেমে পড়তে হবে।কিন্তু কি আর করা? স্কুলের লম্বা ছুটি শুধু এই জুলাই মাসেই হয়।তাই আর কোন উপায় নেই এই গরম সিজন ছাড়া। যাইহোক চলুন তাহলে আজকের ফটোগ্রাফিগুলো উপভোগ করা যাক।

IMG_8729.jpeg

IMG_8731.jpeg

শপিং মলের ভিতরে, ক্যাপসুল লিফ্ট থেকে এই ফটো দুটি নিয়েছিলাম।

IMG_8732.jpeg

দামি দামি ব্রান্ডের বিভিন্ন ধরনের জুতা গুলো এখানে রয়েছে।অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম, আর এখান থেকে কয়েক জোড়া নিয়ে নিলাম।

image.jpeg

এরপর কাপড় চোপড় সহ আরো দরকারী জিনিসপত্র কিনে নিলাম।যেহেতু বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করতে হবে তাই দুই তিন ঘণ্টার মধ্যেই শপিং শেষ করে ফেললাম।

IMG_8733.jpeg

IMG_8736.jpeg

এই ফটোগ্রাফি গুলো করেছিলাম শপিং শেষে ফেরার পথে।

IMG_8737.jpeg

IMG_8739.jpeg

IMG_8740.jpeg

IMG_8742.jpeg

IMG_8741.jpeg

IMG_8743.jpeg

উপরের ফটোগ্রাফি গুলো দেখুন, কত চমৎকার লাগছে আকাশ। মূলত এই সুন্দর আকাশের জন্যই ফটোগ্রাফি গুলো করেছিলাম।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

কেনাকাটার পাশাপাশি খুব সুন্দর ফটোগ্রাফি আজ শেয়ার করে নিলেন আপু। চমৎকার হয়েছে ফটোগ্রাফি গুলো। বিশেষ করে শপিং শেষ করার পর করা আকাশের ফটোগ্রাফি গুলো ভীষন ভালো লেগেছে। দেশে আসবেন তাই কেনাকাটা যেনো শেষ ই হয়না।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

বাংলাদেশে তাপমাত্রা ৩৮/৪০ যায়। তখন চিন্তা করি আরবের মানুষ কেমনে বাস করে। সেখানে না কি ৫০+ থাকে। আর ৩০ ডিগ্রি তো কমই। যায়হোক আপনার অনুভুতি সহ ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে।

 4 months ago 

শরীর সুস্থ আছে জেনে ভালো লাগলো আপু। বেশ কস্ট পাবেন এই গরমে বাংলাদেশে এসে। কোথাও বেড়িয়ে মজা পাবেন না। কিন্তু যখন ছুটি জুলাই এ বেশি তাই এ সময়েই আসতে হবে। যাইহোক কেনাকাটার পাশাপাশি বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। কি স্বচ্ছ আকাশ!মেঘগুলো মনে হয় হাত দিয়ে ছুয়ে দেখি।

 4 months ago 

আর কয়েকদিন পরে আপনি বাংলাদেশে আসবেন জেনে খুবই ভালো লাগলো আপু। সত্যি আপু আপন মানুষদের জন্য আর আত্মীয়-স্বজনদের জন্য কেনাকাটা করতে ভালো লাগে। বেশ ব্যস্ত সময় পার করছেন আপু।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.034
BTC 101889.03
ETH 3328.09
USDT 1.00
SBD 0.52