হারিয়ে যাওয়া ফোনটি আবার ফিরে পাওয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ ও ইন্ডিয়াতে দেখলাম প্রচণ্ড গরম পড়েছে।অসহনীয় কষ্ট ভোগ করছে লোকজন।তারপর আবার রামাদান মাস। এই গরমে রোজা রাখা খুবই কষ্টকর একটি ব্যাপার।দোয়া করি আবহাওয়া যেন খুব শীঘ্রই তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর আমাদের এখানে এখনও অনেক ঠান্ডা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি, গতকাল ছিল 5 ডিগ্রি। আজ বড় মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম সকাল সাড়ে 9 টায়।রাস্তায় প্রচন্ড ঠান্ডা ও বাতাস ছিল।আসার সময় আবার রোদ ছিল।তখন আবার ঠান্ডা একটু কম লেগেছিল।

যাই হোক এখন আমার মূল পর্বে ফিরে যাচ্ছি। টাইটেল দেখে অবশ্য সকলেই বুঝতে পেরেছেন ঘটনাটি কি ঘটেছে? হ্যাঁ বন্ধুরা, গতকাল ঘটেছে এই ঘটনাটি।তবে আমার সাথে ঘটেনি, ঘটেছে আমার হাজবেন্ডের সাথে।যদিও এ ধরনের ঘটনা তাঁর সাথে প্রায়ই ঘটে থাকে একটু অসাবধানতার কারণে। এইবার দিয়ে মোট তিনবার তার মোবাইল হারিয়ে গেল। তার মধ্যে দুবার মোবাইল ফিরে পেয়েছে, আর একবার আর ফিরে পাওয়া হয়নি।তাহলে এবার চলুন দেখি কিভাবে মোবাইলটি হারিয়ে আবার ফিরে পেল।

2E950FE8-A816-476B-AC7C-7DC8B12842F6.jpeg

হারিয়ে যাওয়া ফোন, স্যামসাং গ্যালাক্সি এস 21 আল্ট্রা।

দামী একটা ফোনই ছিল। গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়েছিল মসজীদে।নামাজ থেকে ফিরে আসার সময় কিছু শপিং করে বাসায় ফিরছিল আমার ভাসুরের গাড়িতে করে। বাসায় এসে কোটের পকেটে হাত দিয়ে দেখে মোবাইল নেই। তখন অস্থির অবস্থা! কি হলো মোবাইলে কোথায়? মোবাইল কোথায়? এখানে খোঁজে, সেখানে খোঁজে।তখন বলে সর্বনাশ হয়ে গিয়েছে, রাস্তায় ফেলে এসেছি, মোবাইল পকেট থেকে পরে গিয়েছে। শুনে আমারও মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ ফোনটা এত অর্ডিনারি ছিল না।শুধু তাই নয়, একটি পার্সোনাল ফোনে অনেক কিছুই থাকে।অবশ্য লক ছিল, কেউ খুলতে পারত না। যাইহোক ওই মুহূর্তে আমার ভাসুরের কাছে কল দেই যদি তার গাড়িতে ফেলে আসে। কিন্তু ঐ মুহুর্তে ভাসুর ফোন রিসিভ করতে পারেনি ড্রাইভিং এ ছিল। এরপর কি আর করা? উপায় না পেয়ে হাজবেন্ডের হারিয়ে যাওয়া ফোনে কল দিলাম। যদি রিং হয় তাহলে ভাববো ফোনটি কারো কাছে আছে, না হয় এখনও রাস্তায় পরে আছে, পাওয়ার একটু আশা আছে।আর যদি বন্ধ থাকে তাহলে বুঝবো আর পাওয়া সম্ভাবনা নেই । কল দেয়ার পর দেখলাম রিং হচ্ছে।তখন একটি মহিলা ফোন রিসিভ করেন। তখন আমি বললাম এটি আমার হাজবেন্ডের ফোন লষ্ট হয়ে গিয়েছে।তখন তিনি বললেন ফোনটি রাস্তায় পড়া পেয়েছেন। তাই এখন তিনি পাশের একটি দোকানে ম্যানেজারের কাছে রেখে দিয়েছেন। মহিলার এই কথাটি শুনে আমরা দুজনেই তখন একটু স্বস্তি পেলাম।এরপর সেখান থেকে ফোনটি কালেক্ট করা হয়।ফেনটি একেবারেই সুরক্ষিত অবস্থায় ছিল, কোন ক্ষতি হয়নি।

মহিলাটি অনেক ভাল মানুষ ছিলেন বলেই ফোনটি রাস্তা থেকে কুড়িয়ে এনে পাশের দোকানে রেখে দেন। প্রায় ৫/৬ বছর আগে এভাবে নতুন একটি ফোন পকেট থেকে পরে গিয়েছিল, তখন আর পায়নি। ফোনে রিং দেয়ার সাথেই বলে ফোন অফ। তখনই বুঝে গিয়েছিলাম ফোন আর পাওয়া যাবেনা।এর আগেও একবার আরেকটি পরে গিয়েছিল, সেটি আবার পাওয়া গিয়েছিল ঠিক একই ভাবে।যাই হোক ভাল মন্দ মিলিয়েই মানুষ, সব দেশেই ভাল ও খারাপ রয়েছে, তবে এই দেশের মানুষ একটু বেশি মানবিক।এর আগে হাজবেন্ডের ওয়ালেট হারিয়ে গিযেছিল। তখন এক ভদ্রলোক ওয়ালেট থেকে ঠিকানা নিয়ে বাসায় দিয়ে যায় ওয়ালেট টি।চিন্তা করা যায় লোকটি কত বড় মনের মানুষ।এটিই ছিল হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার গল্প।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

আসলে এই সময়ে রাস্তায় হারিয়ে যাওয়া মোবাইল পাওয়া যাবে সেটা একদম অকল্পনীয়। ভাইয়া এই সহ ৩বার মোবাইল হারিয়ে এসেছে, ভাগ্যক্রমে ২বার পেয়েও গিয়েছে।তবে সবসময় সাবধানে চলাফেরা করলে এরকম মোবাইল হারানো থেকে নিরাপদে থাকবে।তাছাড়া ঐ মহিলা মানবিক বলেই হয়তোবা ভাইয়ার মোবাইল ফিরিয়ে দেয়ার জন্য পাশের দোকানে ম্যানেজারের কাছে দিয়েছিল।

 3 years ago 

যাক অবশেষে ভাইয়ার ফোনটি ফিরে পেলেন।ভদ্র মহিলা রাস্তা থেকে ফোনটি নিয়ে এসেছিলেন,তাই পাওয়া।দুনিয়ায় এখনও অনেক ভালো মানুষ আছে।তাই হয়তো পৃথিবীটা টিকে আছে।তবে ভাইয়া যেহেতু মোট তিনবার ফোন হারালেন,দুইবার ফেরত পেয়েছেন একবার পাননি।ফরেইন কান্ট্রি তাই দুইবার ফেরত পেয়েছেন,বাংলাদেশ হলে আর পেতেন না।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

একে তো রমজান মাস তার ওপর আবার এত গরম মানুষ বেঁচে থাকায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। যাইহোক আপনার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেয়েছেন জেনে আমি খুবই খুশি হলাম। আসলে এখনো দুনিয়াতে ভালো খারাপ মিলিয়ে মানুষ আছে। মহিলাটি ভালো এবং মন মানসিকতা ভালো বিদায় উনি ফোনটি পেয়ে পাশের দোকানে রেখে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাওয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আপু পৃথিবীতে ভালো-মন্দ দু'রকম মানুষই আছে আর এই দু'রকম মানুষ আছে বিধায় পৃথিবীটা হয়তোবা এখন পর্যন্ত বেঁচে আছে। একটু অসাবধানতার কারণেই আপনার হাসবেন্ডের পকেট থেকে ফোনটা পড়ে গিয়েছিল অবশেষে মহিলাটি পেয়ে পাশের দোকানে রেখে দিয়েছিল অবশ্যই ওই মহিলার প্রশংসা করতে হবে এবং সে খুবই ভালো একজন মানুষ বোঝাই যাচ্ছে। সর্বশেষে ফোনটা পেয়েছেন এটাই অনেক বড় কথা। সব সময় সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ হারিয়ে যাওয়া ফোন অবশেষে ফিরে পাওয়ার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু প্রচন্ড গরম পড়েছে ৷ গরমের জন্য থাকাই যাচ্ছে না ৷ যাই হোক হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো ৷ ওই ভদ্র মহিলা আসলেই অনেক ভালো মনের মানুষ ছিলেন ৷ নয়তো ফোন কুড়িয়ে পেয়ে ফোন ফিরত দিতো না ৷ এজন্য অবশ্য একটু সতর্ক থাকার প্রয়োজন ৷ সব মানুষ ই ভালো মানুষ হয় না ৷ ধন্যবাদ আপনাকে গল্পটি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আসলে নিজের পার্সোনাল কোন জিনিস হারিয়ে গেলে খুবই খারাপ লাগে। আপনার হাজবেন্ডের হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেয়েছে জেনে ভালো লাগলো। আসলে এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে তাই হয়তো পৃথিবীতে এখনো এত সুন্দর। যাইহোক ফোনটি ফিরে পেয়েছেন যেন ভালো লাগলো আশা করি পরেরবার থেকে আপনার হাজব্যান্ড কে ফোনটিকে সাবধানে রাখতে বলবেন ধন্যবাদ।

 3 years ago 

এটি বিদেশের জন্যই মোবাইলটি ফেরত পেয়েছেন। বাংলাদেশ হলে মোবাইল ফেরত পাওয়ার চান্স জিরো ছিল। বাংলাদেশের মানুষের মন মানসিকতা আর বিদেশের মানুষের মধ্যে আকাশ-পাতাল ফারাক দেখছি। ভাগ্য ভালো যে ওই মহিলা মোবাইল টি পেয়ে রেখে দিয়েছিল তা না হলে গত বারের মত এবারও মোবাইল হারাতে বসেছিলেন। ভাইয়ের যেহেতু মোবাইল হারানোর অভ্যাস তাহলে এত দামি মোবাইল না দিয়ে আরো কম দামি মোবাইল ব্যবহার করতে দিয়েন।

 3 years ago 

বিদেশে এই ঘটনাটা ঘটেছে বলেই ফোনটা পাওয়া গিয়েছে।আমাদের দেশে হলে সম্ভব হতো না।মোবাইল হারিয়ে যাওয়ার কথা পড়তে গিয়ে আমি আমার হারিয়ে ফেলার মোবাইল ফোনটির কথা মনে এলো।আসলে ঈদের কেনাকাটা করতে গিয়ে দাঁড়িয়েছি, মোবাইল চোর ও আমার পাশেই ছিল। ব্যাগ থেকে মোবাইল নিয়ে উধাও।খুব কষ্ট পেয়েছিলাম সেদিন।যাই হোক আপু মোবাইল ফেরত পেয়েছেন জেনে অনেক ভাল লাগলো।

 3 years ago 

যাইহোক ফোনটা পকেট থেকে পড়ে গেছে আর তার পরেও ফোনটা যে পেয়েছেন উনি পাশের দোকানে দিয়ে দিয়েছেন। এটা হয়তো বিদেশ বলেই সম্ভব হয়েছে। ভারত ও বাংলাদেশ হলে ৯৫ শতাংশ সম্ভাবনা ছিল সেটা আর খুঁজে পাওয়া যেত না।তাও আবার যদি দামি ফোন হয় তাহলে তো আরোই নয়।

 3 years ago 

আপু সত্যি গরমে আমরা বাংলাদেশে বেশ দূর্বিসহ জীবন যাপন করছি। তবে আপনাদের ওদিকটায় ঠান্ডা। যাই হোক আপু এটা সত্য যে ভাল মন্দ মিলিয়েই মানুষ। আর এখন তো বাংলাদেশে ভাল মানুষের সংখ্যা কমে গেছে। আমার মনে হয় যে এত দামী কোন মোবাইল বাংলাদেশের কারো হাতে পড়লে এভাবে পাওয়ার সম্ভবান থাকবে না। যাই হোক প্রিয় মোবাইল ফিরে পাওয়ার জন্য শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 113429.16
ETH 4066.71
USDT 1.00
SBD 0.60