ইফতারিতে বেগুনের মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার বেগুনের একটি রেসিপি নিয়ে।ইফতারিতে খেতে দারুন মজার এই রেসিপি। ছেলে-বুড়ো সকলেই অনেক পছন্দ করবে। আমি প্রায়ই বানিয়ে থাকি ইফতারিতে এই মজার রেসিপিটি।আশা করি আমার এই রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।


AB166EE7-359B-41CF-8CF0-0299DF31A1F6.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
বেগুনঅর্ধেক( মাঝারি সাইজের)
ডিম১টি
ময়দাদুই টেবিল চামচ
হলুদ গুঁড়াহাফ চা চামচ
মরিচ গুঁড়াহাফ চা চামচ
জিরা গুঁড়াহাফ চা চামচ
ব্রেড ক্রামপরিমান মত
লবনস্বাদমত
তেলভাঁজার জন্য

কার্যপদ্ধতিঃ

F0073566-E16B-4FA5-97DD-CB6B22774BE6.jpeg

E907F014-0EBB-4ECB-83D6-7651C13410BD.jpeg

C824AAF6-0BCA-48D8-A559-E37EA8C84018.jpeg

প্রথমেই বেগুন এভাবে চিপসের সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি।বেগুনটি প্রথমে ছুলে নিলে ভাল হয়। আমি পরে ছুরি দিয়ে পাতলা বেগুনি খোসার অংশটি ছাড়িয়ে নিয়েছি।

E7F7B583-8B60-4F6A-A869-35BCA5630A40.jpeg

এরপর একটি ডিম ফেটে নিয়েছি।বেগুন গুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ফেটানো ডিমের মাঝে দিয়ে দিয়েছি।

4F814992-6070-4902-8CD3-1A741451540A.jpeg

12FFAF76-8A14-4CB2-A25D-5995B748FCE5.jpeg

এরপর ময়দা ও সব মশলা গুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

0C11425E-08E1-444D-A953-AB8EC1776086.jpeg

5DC0A112-D28D-4134-BC0A-A1771ECABDD3.jpeg

376AA24D-A8B6-41B6-B83A-51B54560B2ED.jpeg

এরপর সবগুলো বেগুনি ব্রেডক্রাম এ জড়িয়ে নিয়েছি।

22888CBC-F6D8-424F-8719-02AC834043FE.jpeg

এরপর একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি।

798D6D9C-33FE-4435-8EA8-218C0631AC4A.jpeg

এরপর ব্রেডক্রাম এ জড়িয়ে রাখা বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।

0E6D901E-1EB2-4661-B0F4-E9DD789368E8.jpeg

403C2FD0-7716-47F6-8D56-0C4228DC8AB9.jpeg

এরপর মিডিয়াম আঁচে রেখে দুই পাশ ভালোভাবে বাদামী বর্ণের করে উঠিয়ে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার বেগুনের রেসিপি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

ইফতারিতে চপ ছাড়া আমাদের চলে না। খুব সুন্দর বেগুনের চপের রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে চপগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে। বেগুনের চাপ এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। সুস্বাদুও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু খুব আনকমন একটি রেসিপি আজ শেয়ার করলেন। এভাবে খেলে সত্যি অনেক মজা লাগবে।মচমচে ভিন্ন স্বাদের বেগুনের এই রেসিপিটি আমার কাছে খুব ভাল লেগেছে।আমি ইনশা আল্লাহ বাসায় করব।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ইফতারিতে বেগুনের মজার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে একদম ইউনিক একটি রেসিপি। আমার কাছে মনে হচ্ছে দেখতে যেমন সুন্দর লাগছে হয়তো খেতে আরো বেশি সুস্বাদু লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ইফতারিতে বেগুনের চপ আমার খুবই ফেভারিট প্রায় প্রতিদিনই খাওয়া।।
তবে বেগুন দিয়ে এমন ইউনিট ভাবে কখনোই এমন খাবার প্রস্তুত করে খাওয়া হয়নি।।
খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এমন মজার একটি রেসিপি দেখতে পেয়ে খেতে নিশ্চয়ই খুব মজাদার হবে।।

 3 years ago 

দেখতে দেখতে রজার মাস শেষ দিকে ৷ আর এই শেষ সময়ে আপনি বেগুন দিয়ে অনেক সুন্দর করে চপের মতো ভেজেছেন৷ দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ ম্যাম এমন সুন্দর রেসেপি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন আপু। আসলেই এ ধরনের রেসিপি আমার মনে হয় সকলেই অনেক বেশি পছন্দ করবে আপনি দারুণভাবে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ইফতারিতে বেগুনের মজার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার মজাদার রেসিপির পরিবেশন।অসাধারণ হয়েছে।শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আমরা সব সময় ইফতারিতে বেগুনের চপ রেসিপি তৈরি করি ।কিন্তু বেগুন দিয়ে এত সুন্দর একটি রেসিপি কে বানিয়েছেন যা দেখেআমি শিখে নিলাম ।যাতে একটু ব্যতিক্রম কিছু বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারি। আসলেই অনেক চমৎকার হয়েছে আপু আপনার।

 3 years ago 

বেগুনের রেসিপি দেখে তো জিভে পানি চলে এল আপু। ইফতারের সময় বেগুনের রেসিপি না থাকলে তো ইফতার জমেই না। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ইফতারির জন্য বেগুন দিয়ে খুবই লোভনীয় রেসিপি তৈরি করছেন আপনি। আপনারে রেসিপিতে ডিমের ব্যবহারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সারাদিন রোজায় থেকে এ ধরনের তেলে ভাজা খাবার সকলের জন্য গ্রহণযোগ্য না। তবে আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে বেগুনের এই মজাদার রেসিপিটি সত্যিই অনেক সুস্বাদু ছিল।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115380.17
ETH 4142.51
USDT 1.00
SBD 0.59