টার্গেট ডিসেম্বর সিজন - ৩ এ আমার অংশগ্রহণ 🐬(4th dolphin)🐬

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন ৩ এর প্রতিযোগিতায় অংশগ্রহণের ৩৩ তম সপ্তাহ পূর্ণ হল আজ।গত সপ্তাহে চতুর্থ ডলফিনকে ছুঁয়ে ফেলেছি। এ বছর ডিসেম্বরের টার্গেট ছিল পাওয়ারকে ২১,০০০ স্টিম এ পরিণত করা।ইতিমধ্যেই ২০,৩১৪ পার করে ফেলেছি, আর মাত্র ৬৮৬ স্টিম হলেই আমি আমার কাঙ্খিত স্থানে পৌঁছে যেতে পারবো। আশা করছি দুই তিন সপ্তাহের মধ্যেই তা পূরণ হয়ে যাবে।এরপর আবার নতুন করে একটি টার্গেট নির্ধারণ করে নিবো। যতদিন স্টিমিট এ কাজ করব ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।

JHJJLHFJ.png


banner credit by @alsarzilsiam


এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ২০,২৬৪।পাওয়ার আপ এর পরে হয়েছে ২০,৩১৪ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।

নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:

পাওয়ার আপের পূর্বেঃ

IMG_6686.png

পাওয়ার আপের সময়ঃ

IMG_6687.png

পাওয়ার আপের পরেঃ

IMG_6688.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

টার্গেট ডিসেম্বর সিজন থ্রী সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। প্রতিনিয়ত আপনার পাওয়ার আপ বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা দেখে সত্যি আপু আমি বেশ মুগ্ধ হয়েছি। আমাদের সকলের উচিত স্টিমেট এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ করা। নিজের ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপু সবসময়ই পাওয়ার আপের ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন।আশা করি আপনার টার্গেট খুব শীঘ্রই পূরন করতে পারবেন।৬৮৬ পাওয়ার হলেই আপনার টার্গেট পূরন।ভালো লাগলো।শুভ কামনা রইলো। ধন্যবাদ

 last year 

আপু আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়াটাকে আমি খুব সাপোর্ট করি।অল্প হলেও যদি তা নিয়মিত হয় তবে তা অনেক বেশি হয়।আপনি ধারাবাহিকতা বজায় রাখলে আর সামান্য কিছু স্টিম বাকি তা হতে আর সময় লাগবে না।এভাবেই এগিয়ে যাবেন আশাকরি। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে আপনি আবারো পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনার লক্ষ্য ২১ হাজার স্টিম পূর্ণ করা। এই লক্ষ্যমাত্রায় আপনি আর মাত্র ৬৮৬ স্টিম পাওয়ার আপ করলে আপনার লক্ষ্য পূর্ণ হয়ে যাবে। নিজের একাউন্টে সক্ষমতা কে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ অতি গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টা আপনি খুব ভালো মতোই বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 last year 

ইস্টিমিটে পাওয়ার অফ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইস্টিমিটে যতো পাওয়ার আপ করা যায় ততই একজন ব্যাবহারকারীর জন্য ভালো। দোয়া করি আপনি আপনার লক্ষে খুব দ্রুত পৌছে যান। এবং আপনার স্টিম যাত্রা আরও বেশি সুন্দর হোক।

 last year 

আর মাত্র অল্প কিছু স্টিম পাওয়ার আপ লাগে আপনার লক্ষ্যে পৌঁছাতে। আশা করি শিগ্রই আপনি আপনার পাওয়ার আপ এর লক্ষ্যে পৌছে যাবেন। শুভকামনা রইলো আপু।

 last year 

আপু কি মজা না, আর মাত্র ৬৮৬ স্টিম হলেই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাবেন। এ যেন এক অন্য রকমের আনন্দ আর ভালো লাগা। আর এই লক্ষ্য ছোঁয়ার জন্যই তো আপনি প্রতি সপ্তাহে ৫০ স্টিম করে পাওয়ার আপ করেই যাচেছন। বেশ সুন্দর একটি উদ্যোগ। শুভ কামনা রইল আপনার প্রতি।

 last year 

আর মাত্র ৬৮৬ স্টিম হলেই আমি আমার কাঙ্খিত স্থানে পৌঁছে যেতে পারবো।

ধারাবাহিক পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের লক্ষ্যএর দ্বারপ্রান্ত পৌঁছে গিয়েছেন। এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন আপু।পাওয়ার আপের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত জরুরি।আপনি পাওয়ার আপের প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বাহ আপু ৪ ডলফিন অর্জন করেছেন এটা অত্যন্ত আনন্দের একটি খুব।খুব খুশি হলাম আপু আপনারা আমাদের অনুপ্রেরণা এগিয়ে যান আপু শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42