৫০ স্টিম পাওয়ার আপ এবং ৭ম ডলফিন ক্যাটাগরিতে পদার্পণ
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।সাধারণত আমি প্রতি মঙ্গলবারে পাওয়ার আপ করে থাকি। আজ একদিন আগেই করে ফেললাম, কারণ আজ আমার অনেক আনন্দের দিন, ৭ম ডলফিন ক্যাটাগরিতে পদার্পণ ঘটল আজ।আর “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন ৪ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণের ২৬ সপ্তাহ পূর্ণ হলো আজ।এ বছরের টার্গেটটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে পাওয়ার কে ৪০ হাজার স্টিম এ পরিণত করা। আজকে পাওয়ার আপের মাধ্যমে আমার স্টিম পাওয়ার ৩৫,০৪৮ এ পরিণত হল। আশা করছি এভাবে নিয়মিত পাওয়ার আপ করতে পারলে টার্গেটটি পূর্ণ করতে পারবো, আর না পারলেও কাছাকাছি যেতে পারবো। যতদিন স্টিমিট এ কাজ করবো ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৩৪,৯৯৮।পাওয়ার আপ এর পরে হয়েছে ৩৫,০৪৮ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
অভিনন্দন আপু।আপনি আজ ৭ম ডলফিনে পৌঁছে গেলেন।নিয়মিত আর নিদিষ্ট এমাউন্ট পাওয়ার আপ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেলেন। ধারাবাহিকতা বজায় রেখে এভাবে এগিয়ে গেলে খুব কম সময়ে আপনি ৪০ হাজার স্টিম পাওয়ার আপ করতে সক্ষম হবেন।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
@tipu curate
Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
আপু আপনাকে অনেক অনেক অভিনন্দন ।দেখতে দেখতে আপনি সপ্তম ডলফিন ক্যাটাগরিতে পদার্পণ করলেন ।বেশ ভালো লাগলো দেখে। এভাবেই চালিয়ে যান।আপনার জন্য শুভকামনা রইল।
আপনি সপ্তম ডলফিনে পৌছে গিয়েছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আপু। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে আমাদের সকলের টিকে থাকার জন্য নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেন নেওয়া উচিত। এরই মধ্য দিয়ে আপনি ৩৫ হাজার ৪৮ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।
এই সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে সপ্তম ডলফিনে পদার্পণ করেছেন। এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অভিনন্দন আপু পাওয়ার আপ এর মাধ্যমে আপনি সপ্তম ডলফিনে পৌঁছে গেছেন। এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। পাওয়ার আপেল মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পারব ও এখানে দীর্ঘমেয়াদিভাবে কাজ করার ক্ষমতা অর্জন করতে পারব।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য আপু।
পাওয়ার আপ মানে নিজের ওয়ালেটের ক্ষমতাকে বৃদ্ধি। আর আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে ডলফিন অর্জন করছেন। আপনি ৭ তম ডলফিনে পদার্পণ করেছেন বেশ ভালো লাগলো শুনে এভাবেই এগিয়ে যান আপনার লক্ষ্য দার প্রান্তে পৌঁছে যাবেন একদিন। শুভকামনা রইল আপনার জন্য।
৪০০০০ স্টিম পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে আপনি তো আপু ইতিমধ্যে ৩৫,০৪৮ স্টিম পাওয়ারে পৌঁছে গেছেন। তাহলে তো আর বেশী দেরী নেই আপনার টার্গেট পূরণ হতে। এছাড়া যে ভাবে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করে যাচেছন তাতে করে খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার সফলতা দেখে সত্যিই অনেক ভালো লাগছে সেই সাথে অনেক উৎসাহ পাচ্ছি নিজেও বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করার জন্য।
চেষ্টা করলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভবিষ্যতে আরো দূর এগিয়ে যান।
আপু প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি সপ্তম ডলফিন অর্জন করার জন্য। যাইহোক বরাবরের মতো আজকেও ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন,যা দেখে খুব ভালো লাগলো আপু। এতে করে আপনি ৩৫,০৪৮+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি খুব সহজেই আপনার কাঙ্খিত লক্ষ্য ৪০,০০০ এসপি, এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।