টার্গেট ডিসেম্বর সিজন - ৩ এ আমার অংশগ্রহণ 🐬(Triple dolphin)🐬
আসসালামুআলাইকুম
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন ৩ এর প্রতিযোগিতায় অংশগ্রহণের এর ১৮ তম সপ্তাহ পূর্ণ হল আজ।এ বছর ডিসেম্বরের টার্গেট হচ্ছে পাওয়ারকে ২১,০০০ স্টিম এ পরিণত করা।ইতি মধ্যেই ১৬,০০০ পার করে ফেলেছি।বরাবরের মত আমার ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই কাঙ্খিত স্থানে পৌছাতে পারব।আর যতদিন স্টিমিট এ কাজ করব ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ১৬,০১৫।পাওয়ার আপ এর পরে হয়েছে ১৬০৬৫ স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR







আপু পাওয়ার আপ প্রতিযোগিতর সিজন থ্রিতে অংশ গ্রহণ করে আপনি আজ ১৬ তম সপ্তাহ পার করলেন। সিজন থ্রি তে আপনার টার্গেট ছিল ২১০০০ স্টিম পাওয়ার অজর্ন করা। যার মধ্যে ইতি মধ্যে আপনি ১৬০০০ স্টিম পাওয়ার অর্জন করতে সক্ষম হয়েছেন। শুভ কামনা রইল আপু।
আপু আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন। আপনি ২১ হাজার স্টিম পাওয়ার করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।আজও আবার ৫০ স্টিম পাওয়ার আপ করলেন। তাই আপনি ১৬ হাজারে পৌঁছে গেলেন।ধারাবাহিকতা বজায় রাখলে আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
টার্গেট ডিসেম্বরে আপনি আপনার পাওয়ার আপ বৃদ্ধি করার জন্য আবারো পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করলেন। এভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। সত্যিই পাওয়ার আপ পোষ্টের মাধ্যমে আপনার ক্ষমতা বৃদ্ধি করছেন শুভকামনা রইল।
আপু আপনি আজকে আমাদের মাঝে টার্গেট ডিসেম্বর সিজন ৩ সামনে রেখে অনেক সুন্দরভাবে ৫০ পাওয়ার আপ করে শেয়ার করেছেন। আপনি প্রত্যেক সপ্তাহে নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ পোস্ট শেয়ার করেছেন দেখে সত্যি অনেক ভালো লাগছে। অবশ্যই আপনি লোককে পৌঁছাতে পারবেন।
আপনার টার্গেট হচ্ছে পাওয়ারকে ২১,০০০ স্টিম এ পরিনত করা এর মধ্যে আপনি ১৬,০০০ পার করে ফেলেছেন জেনে ভালো লেগেছে। আপনি প্রতিসপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেন জেনে ভালো লাগলো। এভাবে সবসময় পাওয়ার আপ করতে থাকলে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপু, প্রত্যেক বুধবারে আপনার পাওয়ার বৃদ্ধির পোস্টটি পড়তে আমার খুবই ভালো লাগে। আপনার এই ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করার ফলে আপনার কাঙ্খিত লক্ষ্য ২১ হাজার স্টিম পাওয়ার করার ক্ষেত্রে আপনি আরো একধাপ এগিয়ে গেলেন। আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত পাওয়ার বৃদ্ধি করে আপনার কাঙ্খিত লক্ষ্যটি নির্ধারিত সময়ের মধ্যেই পূরণ করতে সক্ষম হবেন। আপু আপনার ও আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি।আর আপনি দেখছি আমাদের মাঝে প্রতিনিয়ত আপনার সক্ষমতা কে বৃদ্ধি করে চলেছেন। এভাবেই এগিয়ে যান আপনার সৎ লক্ষ্যে পৌঁছে যাবেন ধন্যবাদ।
২১,০০০ স্টিম পাওয়ার তৈরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন দেখে সত্যিই ভালো লাগলো আপু। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টার্গেট পূর্ণ হবে। আসলে নিজের লক্ষ্যে আমরা যদি অটুট থাকি তবে সফলতা আসে এবং লক্ষ্য অর্জন করা যায়। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপু।
আপনি পাওয়ার আপ খুবই ভালোবাসেন৷ তাই প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন। আজ আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। এতে করে আপনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে অনেক। শুভেচ্ছা রইলো।
আপনি প্রতি সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগে আপু। আজকে ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১৬০৬৫+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি খুব শীঘ্রই আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।