সিলেটের মেঘালয় ও সাদা পাথর অঞ্চলের ভ্রমণ, শেষ পর্ব: 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি সিলেটের মেঘালয় ও সাদা পাথর অঞ্চলের ভ্রমণের শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। সারাদিন পরিবারের সদস্যদের নিয়ে খুব ইনজয় করেছিলাম। আজকে তার কিছুটা আপনাদের সাথে ভাগ করতে হাঁজির হয়ে গিয়েছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

প্রথমেই গাড়ি থেকে নেমে দেখি ডাব ওয়ালা ডাব নিয়ে বসে আছে , আর কি বসে থাকা যায়? ডাব আমার অনেক অনেক পছন্দের, ডাবের পানি খেয়ে প্রাণ জুড়িয়ে নিলাম সাথে ইনজয় করলাম সফট নারিকেল। এরপর আস্তে আস্তে সাদা পাথর দেখার জন্য নদীর দিকে আসলাম। তিনটি লঞ্চ ভাড়া করলাম, একেকটি লঞ্চে আট জন করে যাত্রী উঠতে পারে। লঞ্চে উঠে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। নদীর পানি ছিল স্বচ্ছ ও চকচকে নীল। প্রায় 20 মিনিট লেগেছিল নদী পার হতে। চারিদিকে শুধু বালু আর পাথর, পানির মাঝে পাথর গুলো দেখতে অসাধারণ লাগছিল। সেখানে গিয়ে দেখি আমার পছন্দের শসা, বিক্রি করছে বিক্রেতারা ঝাল ও লবন লাগিয়ে, সাথে সাথে টেস্ট করে নিলাম। এরপর দেখি ঝাল মুড়িওয়ালা ঝাল মুড়ি নিয়ে বসে আছে।ঝাল মুড়ি দেখে আর বসে থাকতে পারলাম না, অনেক মজা হয়ে হয়েছিল। সেখানে বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল, তাদেরকে নিয়ে গেলাম ইনজয় করার জন্য, খুব উপভোগ করছিল তারা। এরপর চলে গেলাম মেঘালয়ের কাছাকাছি, সেখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমার মোবাইল নেটওয়ার্ক তখন দেখাচ্ছিলো আমি এখন ইন্ডিয়ায়, বলছিল “ওয়েলকাম টু ইন্ডিয়া”। অবশেষে ঘোরাঘুরি করার পর আবার লঞ্চে করে ফেরত এলাম, ওখানে এসে গাড়িতে উঠে আমাদের দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর খাওয়া-দাওয়া শেষে বাড়ির উদ্যেশে রওনা হলাম।

চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করা হলোঃ

665EF552-1C56-45F8-9419-C0843BC79FB1.jpeg

32E4905B-0C7D-4DCB-9934-E3655FC1C67E.jpeg

332C1599-26FB-4CF8-B7EF-16288B4F732F.jpeg

6AE7414B-C27C-442F-87D2-57AC0DB2589B.jpeg

8E78EBDD-5652-456D-B169-2C19396A648F.jpeg

FBD19047-9F23-498A-A362-3B44103FA981.jpeg

53E95494-2A54-47F8-A864-927D5A689AB2.jpeg

3DAFB368-3ADA-4BA0-BB8E-1AAD7DE84E4A.jpeg

21450FF2-FAF4-42F2-9CF6-13D649CF88E5.jpeg

BAD985E0-2953-4E29-9B6C-84DC711F7E5B.jpeg

3F9D24D1-8F04-4676-8709-A73295B19665.jpeg

566992DA-D0C8-4AB1-B9E5-6D569798968C.png

46774B30-836B-4D01-B0A4-72C9D2F0E87B.png

02C29F61-4F2F-4053-9DA2-0BDC218F461C.jpeg

B5DB8604-92D3-439A-9908-F93B5A2EC4CD.jpeg

17D44900-26AE-48C6-A895-B221A3CDAD2B.jpeg

69E00F14-5C02-4927-9592-8081AFF54D65.jpeg

58A245F9-F316-4394-AF87-85029EA90EB7.jpeg

45F8CEC8-567B-4B70-8921-AC05BDBBC963.jpeg

DE3FAFE3-D48A-478E-A1F0-32E4A0F6EAEB.jpeg

9E88661D-1825-4E3A-8C5E-E917A64CEFB9.jpeg

A9C361EB-42EC-4359-8130-8F41B115A221.jpeg

B932A1C9-DFBC-4936-BD05-3B187EA5926B.jpeg

2321A3FF-F7EB-4299-9162-A8A617B4EA39.jpeg

0C4B8923-0EA6-4B93-8017-CD05FDF26A81.jpeg

DBA76DE3-739A-4F87-903F-CE3398AF83B0.jpeg

962DDCC3-20B1-4E28-86F0-F47658F915A0.jpeg

স্থানঃ সাদা পাথর, মেঘালয় সিলেট।

তারিখ ঃ ১৮/ ১২/২১

Photographer@tangera
DeviceI phone 13 pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আমার এই আয়োজন আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে আপনি সব গুল জায়গার বর্ণনা দিয়েছেন। আমি নিজে সিলেট এ থাকি।খুব ভাল একটি জায়গা এটি। আর আপনি অনেক গুল ছবি শেয়ার করেছেন জা দেখে ভাল লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বাহ্ আপু ! অনেক ইনজয় করেছেন । ডাব খাওয়া , শসা খাওয়া , তারপর ঝালমুড়ি এগুলো আমাকেও খেতে খুবই ভালো লাগে ।

তবে আপনি অসাধারণ এক জায়গায় ঘুড়তে গেছিলেন । বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হলো সিলেট । সিলেট কে দ্বিতীয় লন্ডন ও বলা হয় ।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জায়গা ভ্রমণ করে , সুন্দর সুন্দর মুহূর্ত ও ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এই জায়গাটি সত্যি অনেক সুন্দর, করোনার লকডাউনের পূর্বে আমি গিয়েছিলাম অফিসিয়াল ট্যুর এ বেশ ভালো লেগেছিলো জায়গাটা। বিশেষ করে নদীর স্বচ্ছ পানি এবং অজস্র পাথর। আপনার ফটোগ্রাফিগুলোও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

জি ভাইয়া আসলে অনেক সুন্দর একটি জায়গা, আমার কাছেও বেশি ভালো লেগেছে স্বচ্ছপানির মধ্যে পাথরগুলো। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সিলেটের সাদা পাথর দেখতে খুবই চমৎকার ।জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে জায়গাটিতে ভ্রমণ করার আপনার ফটোগ্রাফি সেটা দেখে খুবই খুশি হলাম। ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই জায়গাটা অনেক সুন্দর, ঘুরে দেখতে পারেন, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রকৃতি ও পৃথিবী যে এত সুন্দর তা এত সুন্দর সুন্দর ছবিগুলো এবং প্রকৃতি না দেখলে বোঝা যেত না। খুব চমৎকার চমৎকার কিছু ছবি তুলেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে সিলেট ভ্রমনের আগ্রহটা অনেক অনেক বেড়ে গেল। ধন্যবাদ

 3 years ago 

একদম ঠিক বলেছেন প্রকৃতি ও পৃথিবীটা আসলেই অনেক সুন্দর যা ঘুড়ে না দেখলে বোঝা যায় না, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক অনেক থ্যাংকস আপু এতো সুন্দর সুন্দর মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে।
ডাব আমার ও অনেক বেশি পছন্দ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

সিলেটের সাদা পথেরর কথা আমি অনেক শুনেছি। আমার কাছে সাদা পাথরও ছিল। যাইহোক আপনার দিন অনেক সুন্দর কেটেছে ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আশ্চর্যজনক, আপনার বিষয়বস্তু খুব ভাল এবং ফটোগুলি সুন্দর দেখাচ্ছে

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম

 3 years ago 

বাহ অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। কখনো সেখানে যাওয়া হই নি। তবে আপনার ফটোগ্রাফিগুলো দেখে মনে হইতেছে জায়গাটা অনেক সুন্দর হয়েছে।
আপনার জন্য শুভ কামনা করি আপু ❤️❤️❤️

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার লেখা এবং গল্প খুব ভাল, ছবি খুব সুন্দর

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63630.04
ETH 2656.44
USDT 1.00
SBD 2.81