শপিং আর সাথে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ অনেকদিন পর পরিবারের সকলকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম। অবশ্য আগে থেকে কোন প্লান ছিলনা। ৬ মাস পরপর দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় রুটিন চেক এর জন্য।না গেলে বারবার ম্যাসেজ দিতে থাকে। অবশ্য দাঁতে একটু প্রবলেম হয়েছে এ কারনে আজকে অ্যাপোয়েন্টমেন্ট করেছিলাম। তাই ডাক্তার দেখিয়ে ফেরার সময় কিছু শপিং করে ঘরে ফিরলাম। প্রচন্ড ঠান্ডা ছিল আজ, জিরো ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল।সকাল ৯:৫০ এ অ্যাপোয়েন্টমেন্ট ছিল তাই ৯:১৫ তে বাসা থেকে বের হই। এই ঠান্ডায় চারিপাশের ওয়েদার খুবই চমৎকার লাগছিলএবং মাঝে মাঝে রোদের ঝলকানিও দেখা যাচ্ছিল। তাই কিছু চমৎকার ফটোগ্রাফি নিয়ে নিলাম।সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

ED16657E-636A-43CA-BF91-4430C0235529.jpeg

4FE237C0-C5A3-4C34-9259-BDA224058DDF.jpeg

E1B72CB8-2E01-4CFC-A53D-9007729D476E.jpeg

1E828F80-25E2-471D-8406-58F801D8E521.jpeg

F67BCDC7-C202-4C93-A298-ADDA56D938DB.jpeg

6FE85EEC-A124-4697-A494-848D850D4014.jpeg

উপরের ফটোগ্রাফিগুলো ডেনটিস্ট এর কাছে যাওয়ার সময়।

5377B38B-15D7-4874-869C-0F5DB438367B.jpeg

4FC6F938-602C-4CB0-8D05-CE02241CCEC5.jpeg

ডেনটিস্ট থেকে ফেরার পথে।

98A3D2BC-F9A7-4BDC-991E-C0D2F1E87C40.jpeg

শপিং মল।

BB3DFAA5-9B1E-4A22-B3C5-0E4037465E29.jpeg

আমার বড় মেয়ে।

4ABAA3D8-EA6D-45FB-AFF8-A6B2FC60B0B2.jpeg

শপিং মলের ভিতরে।

4B8793E7-E500-4701-99B6-E78F81E775D8.jpeg

074977D8-24AF-4128-9B3D-6AE8BA5EEA7E.jpeg

E0FEC135-72EF-486A-A1EB-1233E6B22884.jpeg

479FED81-E9BA-4B64-AF74-50BD3D70196A.jpeg

শপিং মল থেকে বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড়, খেলনা, আর আমার জন্য কিছু কসমেটিকস কিনে নিলাম। আর ফেরার পথে গ্রোসারি থেকে প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি কিনে নিলাম।

4F610C5C-5088-41A8-A3E6-81775EC58B9A.jpeg

D8709075-F603-43AD-994A-B60133C6D5A8.jpeg

7FBF986D-14CF-48BB-BFFE-6BECB2221FC4.jpeg

48E2EA68-3BC8-49F4-B36A-9E7EEAF1475F.jpeg

অবশেষে চিপস আর চিকেন ফ্রাই কিনে ট্রেনে বসে খেতে খেতে ঘরে ফেরা।শপিং এ আসলে খেলনা আর চিপস এবং চিকেন ফ্রাই তাদের মাস্ট লাগবেই।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Locationlink

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

তাপমাত্রা জিরো ডিগ্রী হলেও বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর লাগছে। এই শীতের সময় বাইরে যেতে সমস্যা তাই একবারে দুই কাজ সেরে ফেললেন। ডাক্তার দেখানো আর শপিং করা হয়ে গেল। আসলে পরিবেশটা কত সুন্দর রোদের আলো আর চারিপাশে সৌন্দর্য খুবই ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফিও অনেক সুন্দর ছিল।

 2 years ago 

তাপমাত্রা জিরো ডিগ্রী হলেও বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে।যাই হোক ডাক্তার দেখাতে গিয়ে আবার শপিং করে আসলেন মানে একসাথে দুই কাজ। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

আপনি বাচ্চাদের জন্য শপিং মল থেকে জামা কাপড় কিনতে গিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমি তো এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ!আর সবচেয়ে বেশি মন কাড়লো ট্রেনের মধ্যকার সৌন্দর্য দেখে। আমাদের দেশের ট্রেনের সাথে তুলনা করতে গেলে কতটায়না পিছিয়ে রয়েছে আমাদের দেশ। দারুন একটি পোস্ট করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন বাইরের দেশের সৌন্দর্য তাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দাঁতের ডাক্তারের কাছে না গেলে বারবার ম্যাসেজ আসে,ব্যপাটা বেশ ভালো তো।তাপমাএা মাএ জিরো ডিগ্রী সেন্টিগ্রেড, তাহলে তো অনেক শীত, বাংলাদেশে ৭ ও ৮ ডিগ্রি হলেই তো বাসা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। যাই হোক আপু আপনার মেয়েগুলো বেশ কিউট মাশাআল্লাহ। তাহলে বাচ্চারা এমনই শপিং গেলে এটা খেলনা না দিলে চলেই না,তাই আমি বের হলে বাবুকে মায়ের কাছে রেখে যাই, তা না হলে যা দেখে তাই চায়😜😜।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আপু দাঁতের সমস্যার জন্য বের হয়ে আবার কিছু কেনাকাটাও সেরে নিলেন।শহরটা বেশ সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভাল লাগলো। মেয়েরা দেখতে মাশাল্লাহ অনেক কিউট। কিন্তু আপনাকে কখনও দেখিনি, এটাই আফসোস।শীততো এখনো দেখছি ভালোই আছে আপনাদের শহরে।চিপস আর চিকেন ফ্রাই হচ্ছে বাচ্চাদের খুব প্রিয়। আর বাচ্চাদের খেলনা লাগবেই। আমার ছেলেটাও এমন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করে জন্য। শুভকামনা রইল আপনার আর আপনার পরিবারের জন্য।

 2 years ago 

আপু ০ ডিগ্রি শুনে তো অবাক ৷ আমাদের এই দিকে সর্ব নিম্ন ৭ ডিগ্রি তাতেই জনজীবন অতিষ্ট ৷ আর আপনাদের ওই দিকে ০ ভাবা যায় ৷
যা হোক আপনি দাতের ডাক্তার চেম্বারে থেকে ফেরার পথে শপিং করার মূহুর্ত গুলো দারুন ছিল ৷ সেই সাথে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ৷ তবে প্রথমকার ছবি দূদান্ত ছিল ৷

 2 years ago 

জিরো ডিগ্রি তাপমাত্রাতেও তো দেখছি আকাশে খুব সুন্দর রোদ উঠেছে। তাছাড়া বাইরের পরিবেশও খুব চমৎকার লাগছে দেখতে। দাঁতের সমস্যা খুবই খারাপ জিনিস। রেগুলার চেকআপে থাকাই ভালো আমিও বেশ কিছুদিন এই দাঁতের সমস্যা নিয়ে ভুগলাম। আর এরকম ফটোগ্রাফি গুলো দেখলে বারবার বিদেশ যেতে মন চায়। তাছাড়া বাচ্চাদের এই একটাই প্রবলেম বাইরে গেলে খেলনা আর চিকেন তাদের লাগবেই। খুব ভালো লাগলো ছবিগুলো দেখে।

 2 years ago 

আসলে আপু দাঁতের সমস্যাটা যার হয়েছে শুধু সেই এর যন্ত্রণা বুঝে। বিশেষ করে আমি নিজেও এর যন্ত্রণা বুঝতে পারি। যাই হোক এক কাজে দুই কাজ সেরে গেল।ট্রিটমেন্টের জন্য গিয়েছেন সাথে কিছু কেনাকাটা ও হলো। আর এদিক থেকে বাচ্চারাও চিপস আর চিকেন ফ্রাই খাওয়ার কিছু সুযোগ পেল। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপু জিরো ডিগ্রি তাপমাত্রার বলে পরিবেশ টা এতো সুন্দর লাগছে দেখতে। ইচ্ছে করছে আমি ওখানে চলে যাই। যাইহোক আপু দাঁতের সমস্যা আমি ভেবেছি শুধু আমার একার এখন দেখছি সবার এই সমস্যা রয়েছে। যাদের দাঁতের সমস্যা রয়েছে তারাই শুধু বোঝে দাঁতের ব্যথা কি রকম। আপনার মেয়ের দুটোকে দেখতে অনেক কিউট লাগছে আপু। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59022.17
ETH 2569.27
USDT 1.00
SBD 2.53