টিনটিনের জন্মদিনে আমার কবিতা "হৃদয়ে টিনটিন"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

আশা করি সকলেই ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বাংলা ব্লগের খুবই আনন্দের একটি দিন। আজ টিনের শুভ জন্মদিন।খুবই এক্সাইটেড ছিলাম আজকের এই দিনটির জন্য। গতকাল রাত বারোটা থেকেই শুরু করে দিয়েছি আনন্দ উৎসব ডিসকর্ডের জেনারেলের মাধ্যমে। রাতে সবাইকে নিয়ে খুবই আনন্দ উৎসব করেছিলাম, সাথে ছিল আমাদের প্রিয় দাদাও। খুবই আনন্দে কেটে ছিল ওই মুহূর্তটা। আজকে এই মুহূর্তে চলছে হ্যাংআউট এর বিশেষ আয়োজন। সবাই খুব উপভোগ করছি। কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে, কেউবা আবার কৌতুক শোনাচ্ছে। যাইহোক মন চাচ্ছিল তাকে একটু উপহার দিতে, তাই একটি গিফট দুই সপ্তাহ আগেই পাঠিয়ে দিয়েছিলাম। অনেক টেনশনে ছিলাম গিফটটি কি সে পাবে, কি পাবে না? কারণ দেশের বাইরে কখনো এভাবে কাউকে গিফট পাঠানো হয়নি, যাইহোক এক সপ্তাহের মধ্যেই গিফট পৌঁছে গিয়েছে। জেনে খুবই ভালো লেগেছিল আমার দেওয়া গিফটটি চলে গিয়েছে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে। আরো ভালো লেগেছে এই ছোট্ট গিফট টি সকলেই অনেক পছন্দ করেছেন। আমার এই ছোট্ট উপহারটি যে সবাই পছন্দ করেছে এটিই তো আমার বড় পাওয়া। যাইহোক আমরা সকল মডারেটর মিলে আরো একটি সারপ্রাইজ রেখেছিলাম টিনের জন্য। আশা করি ওর অনেক ভালো লেগেছে।

হাটি হাটি পা পা করে চতুর্থ বছরে পদার্পণ করেছে সেই ছোট্ট টিনটিন সোনা। মনে আছে গত বছরও আমরা এই দিনটি খুবই আনন্দের সাথে উদযাপন করেছিলাম হ্যাংআউটে। বারবার যেন আমাদের মাঝে ফিরে আসে আনন্দে ভরা এই দিনটি। যাইহোক চেষ্টা করেছি ছোট্ট একটি কবিতা লিখতে টিনটিন সোনাকে নিয়ে। যদিও আপনারা জানেন কবিতা লিখতে আমি মোটেও এক্সপার্ট নই, শুধু চেষ্টা করে যাচ্ছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা চোখে দেখবেন।

D8553F3D-AB62-47F3-8D33-9EBFD3CC423C.jpeg

হৃদয়ে টিনটিন

আদরের টিনটিন সোনার আজ শুভ জন্মদিন,
আনন্দে মুখরিত তাই ঘরে ও বাইরে চতুর্দিক।
এই দিনে এসেছিলে তুমি,জুড়িয়েছো মায়ের কোল।
বাবার চোখের পলক যেন পরছিল না এক মুহুর্তেও।
তোমায় পেয়ে আনন্দে ও আত্মহারা হয়ে,
বাবা যে শুধু দেখেছিল তোমায়।

কত সুখ, কত অনুভূতি ছিল যে তাদের মনে ,
তোমায় পেয়ে,তোমায় দেখে ছিল বিমুগ্ধ নয়নে।
সবার হৃদয়ের নয়ন মনি, তুমিই সকলের আশা,
তোমার মাঝেই খুঁঝে পায় বেঁচে থাকার প্রত্যাশা।

অনেক বড় হও যে তুমি, হও দীর্ঘজীবি।
বাবা-মার মুখ উজ্জ্বল করো, দেখবে জগৎবাসী।
বাবার আদর্শে হও যে বড়, হও উদার মহান।
সবার মুখে রয়ে যাবে শুধু টিনটিন সোনার নাম।


মুখের জড়তা যাক কেটে যাক, হওতো সাবলীল।
হেসে খেলে বড় হয়ে দিন করো যে রঙিন।
রোগ-শোক, বাধা-বিপত্তি করবে তুমি জয়,
সুস্থ-সবল টিনটিন সোনা সবাই তো তাই চায়।
সবার আদরের ছোট্ট সোনা থাক তুমি ভালো,
বাংলা ব্লগের ভালোবাসা গ্রহণ করো যেন।

টিনটিনের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখনই বিদায় নিচ্ছি। আশা করি একটু হলেও আপনাদের ভালো লেগেছে।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনার গিফট গুলো অনেক সুন্দর হয়েছিলো। আর আপনার কবিতা অসাধারন হয়েছে। টিনটিনের জামাটা পূজার সময় পরিয়ে দিবো।সেই ছবি আপনার দাদাকে বলবো আপনাকে পাঠিয়ে দিতে। এত সুন্দর কবিতা ও গিফটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বৌদি সত্যিই আমার কমেন্টসে আপনার রিপ্লাই একটি বড় চমক ছিল। আর আমার এই কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগছে, যদিও আমি কবিতায় মোটেও দক্ষ নই আপনার মত। অপেক্ষায় রইলাম টিনটিন সোনাকে গেঞ্জি পড়ায় কেমন দেখাচ্ছে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গিফট ছোট হোক কিংবা বড় সেটি বড় বিষয় না বড় বিষয় হলো ভালোবাসা। আপনি সুদূর লন্ডন থেকে গিফট পাঠিয়েছেন তাই তো অনেক বড় বিষয় । এর থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ আর কি হতে পারে। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে কালকে আসলেই অনেক মজা করেছিলাম সবাই মিলে । আপনার সেই উপলক্ষে লেখা কবিতা খুবই চমৎকার হয়েছে।

 2 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষে সত্যিই আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনি কবিতায় এক্সপার্ট না কে বলল আপনার কবিতাটি তো সত্যি খুব সুন্দর হয়েছে। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন এভাবেই যেন প্রতি বছর আমরা সবাই একসাথে টিনটিনের জন্মদিন পালন করতে পারি আমিও এই কামনা করি। টিনটিনের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।

 2 years ago 

প্রথমেই টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা রইল এই দিনটি টিনটিন বাবুর জীবনে বার বার ফিরে আসুক এই দোয়া করি। আসলে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন তার পরেও সেই ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে গিফট পাঠিয়েছেন। আসলেই গিফট সময় মতো হাতে পেয়েছে জেনে খুবই ভালো লাগলো এবং সকলের অনেক পছন্দ হয়েছে। সত্যিই আপনাদের গিফট পাঠানোর সার্থক হয়েছে।

 2 years ago 

আমারও খুব উপভোগ করেছি গতকালের হ্যাংআউট। সবাই কিছুক্ষণের জন্য আনন্দ মেতেছিলাম 🌼। আমরাও চাই টিনটিন বাবু যেন রোগমুক্ত, সুস্থ্য, সবল জীবনযাপন করতে পারে এমনটাই প্রত্যাশা। আগামীর দিনগুলো হোক সুন্দর ❤️। টিনটিনের জন্য যে গিফট পাঠিয়েছেন সেটা পেয়ে নিশ্চয় টিনটিন অনেক খুশি হয়েছে।

 2 years ago 

টিনটিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।সত্যিই অনেক আনন্দের দিন ছিল আজ আর আমরা সবাই যেন এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম।আপনার গিফট টিনটিনের হাতে পৌঁছে গিয়েছে জেনে ভালো লাগলো।কবিতাটি সুন্দর লিখেছেন।টিনটিন অনেক বড় মানুষ হোক এটাই প্রার্থনা করি।ধন্যবাদ

 2 years ago 

ইচ্ছা থাকলে দূরত্ব কোন বিষয় না আপু। ইংল‍্যান্ড থেকে ইন্ডিয়াতে গিফট এটাই প্রমাণ করে আপনি টিনটিনকে কতটা ভালোবাসেন। আর শুধু আপনি কেন আমার বাংলা ব্লগের সবার চোখের তারা হলো টিনটিন। টিনটিন কে নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন আপু। ভালো ছিল।

 2 years ago 
শুরুতেই টিনটিনের জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনার কবিতাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু। আপনি যে উপহারটি টিনটিনকে দিয়েছেন সেটা পৌঁছে গেছে জেনে অনেক ভালো লাগলো। আর আমি আশা রাখি এভাবে প্রতিবছর আপনি টিনটিনকে কোন না কোন কিছু উপহার দিবেন। আপনার জন্য দোয়া ও শুভেচ্ছা রইল।।
 2 years ago 

প্রথমেই জানাচ্ছি জন্মদিনে টিনটিনকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা । টিনটিনের জন্মদিন উপলক্ষে আপু আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন । কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে । এভাবেই যেন আমরা প্রতিবছর টিনটিনের জন্মদিন পালন করতে পারি সেই কামনা করি । আপনার কবিতার মতোই বলতে চাই টিনটিন যেন সকল বাধা বিপত্তি জয় করে সুস্থ সবল থাকে।ধন্যবাদ ।

 2 years ago 

টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে হ্যাংআউটের সকলেই খুবই ইনজয় করেছি আপু। সাথে আপনার গিফট দাও ও খুবই সুন্দর হয়েছে। কবিতাটি অসাধারণ লিখেছেন। টিনটিন বাবু দীর্ঘজীবী হোক এই প্রত্যাশাই করি। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.033
BTC 63036.79
ETH 3067.42
USDT 1.00
SBD 3.82