ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট এবং সাথে রয়েছে কিছু রেনডম ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। আসলে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম যখন ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তিন চারদিন আগে ডক্টরের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। কারণ আমার সেই আগের প্রবলেমটি এখনো রয়েছে, পুরোপুরি ঠিক হয়নি। কানে ব্যথা ছিল, কান ব্লক।তবে এখন ব্যাথা নেই, শুধু ব্লক রয়েছে। এ কারণে অ্যাপয়েন্টমেন্টটি করেছিলাম, এছাড়া গলব্লাডারের যে প্রবলেম ছিল সেটা নিয়ে ডক্টরের সাথে কথা বলার জন্য। গলব্লাডারের পেইন এখন নেই, কিন্তু অপারেশনের ডেট দেয়ার কথা ছিল সেটি দেয়নি।যাইহোক ডক্টর সবকিছু শুনে এবং কান চেক করে বলল এটি সর্দির কারণেই হয়েছে। যেহেতু এখনো আমার নাক ব্লক রয়েছে এ কারণে সে নাকের জন্য একটি ড্রপ দিয়েছে। দুবার করে নিলেই ঠিক হয়ে যাবে। আর গলব্লাডারের কথা বলল হসপিটালে তিনি স্পেশিয়ালিস্ট এর কাছে আমার ব্যাপারে লেটার লিখে দিবেন যেন ডক্টর এই ব্যাপারে রেসপন্স করে।আসলে জানিনা এই দেশে গলব্লাডার কে তেমন বেশি গুরুত্ব দেয় না। খুব বেশি প্রবলেম না হলে তারা অপারেশন করে না। ওষুধ খেয়ে যদি কমিয়ে রাখা যায় তাহলে তারা তাই করে। বাংলাদেশ আর এ দেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।কয়েক মাস আগে আমার আম্মার যখন গলব্লাডার ধরা পড়লো, তার দুই এক মাসের মধ্যেই অপারেশন করে ফেলল। কিন্তু এ দেশে তা করছে না।
যাইহোক ডাক্তারের কাছ থেকে ফেরার পথে চলে গেলাম একটি শপিং সেন্টারে যেখানে ফুল, ফলসহ যাবতীয় গ্রোসারী দ্রব্যাদি পাওয়া যায়। তাই সেখান থেকে কিছু দরকারী জিনিসপত্র কিনে নিলাম আর সাথে করে নিলাম কিছু ফটোগ্রাফি।সেই ফটোগ্রাফি গুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
প্রথমেই শুরু করে দিলাম ক্যামেলিয়া ফুল দিয়ে। ক্যামেলিয়া ফুলগুলো দেখতে একেবারে গোলাপ ফুলের মত। খুবই চমৎকার এই ফুল গুলো।
উপরের এই ফুলগুলো খুবই সুন্দর। কয়েকটি কালারের হয়ে থাকে এই ফুলগুলো।
কত সুন্দর এই ক্যাকটাস ফুল গুলো।
নাম না জানা এই ফুলগুলোও অনেক সুন্দর।
নানান রকমের ফলমূলে ভরপুর এই সেকশনটি।
এগুলো মিষ্টি কুমড়া।
এগুলো মিষ্টি আলু।
আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

ডাক্তারের সাথে দেখা করার পর একটি শপিং সেন্টারে কিছু কেনাকাটা সেরে বেশকিছু ফটোগ্রাফি করেছেন আপু।ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে।বিশেষ করে মিষ্টি কুমড়া গুলো দেখে খেলনা খেলনা মনে হলো।ফুল ও ক্যাকটাসের ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।সত্যি কথা বলতে আমাদের দেশের মতো আর কোন দেশে কথায় কথায় অপারেশন করে না।তাই আপনাকে ও ধৈর্য ধরে দেখতেই হবে আপু।তবে দোয়া করি কোন খারাপ কিছু যেনো না হয়,আল্লাহ ভালো রাখুন,আমিন।
আপনার নাক আর কানের সমস্যা টা বুঝতে পারছি তবে গলব্লাডারের বিষয় টা বুঝলাম না। এটা কি থাইরয়েড জাতীয় কিছু না কি। এরকম হলে তো বাংলাদেশে অহরহ সার্জারি করে ফেলে। তারা মনে হয় মেডিসিনের মাধ্যমে নিরাময় করতে সক্ষম।
থাইরয়েড না, গলব্লাডারে স্টোন হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব ভালো করেছেন আপু। কারন সমস্যা দেখা দিলে আসলে ডাক্তার না দেখালে নিজে থেকে এগুলো ঠিক হতে চায় না। আর গলব্লাডারের সমস্যাটা নিয়ে ডাক্তারদের মাথাব্যথা নেই কেন সেটাই বুঝতে পারলাম না। যাইহোক ক্যামেলিয়া ফুল দেখে মনে হচ্ছে গোলাপ ফুল। আমি তো প্রথমে ভেবেছিলাম গোলাপ ফুলই।খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন আপু। দেখেই ভীষণ ভালো লাগছে।
বাকি সব কিছু বুঝলেও গলব্লাডারের ব্যাপারটা ভালো করে বুঝতে পারি নাই আপু। এটা আসলে কি বুঝে নিতে যদিও পারিনি, তবে দোয়া করি যেন সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যে কোনো সমস্যা হলে ডাক্তার দেখানো অনেক বেশি ইম্পরট্যান্ট। বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো ছিল।
গলব্লাডারে স্টোন হয়েছে আপু, অনেক ধন্যবাদ আপনাকে।
ঔষধ খেয়ে যদি গলব্লাডার এর সমস্যা ঠিক হয়ে যায়, তাহলে অপারেশন না করাটাই উত্তম। আমাদের দেশে তো টাকা খাওয়ার জন্য অপারেশনের জন্য অস্থির হয়ে যায়। যাইহোক ডক্টর দেখিয়ে শপিং সেন্টারে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। সেখানে মিষ্টি আলুও ছিলো দেখছি। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।