সাদা পাথরের অপরূপ সৌন্দর্য || শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ9 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_9922.jpeg

আজকে আবার অনেকদিন পর হাজির হয়ে গিয়েছি সাদা পাথরের অপরূপ সৌন্দর্যের শেষ পর্ব নিয়ে।হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি।আজকে তার অবশিষ্ট গুলো নিয়ে হাজির হয়েছি।আসলেই চারিপাশের প্রকৃতি এতই মনোমুগ্ধকর যে সারাদিন ভর ছবি তুললেও যেন মন ভরেনা।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন এখানে সময় কাটাচ্ছে, কোন টায়ার্ডনেস যেন কাজ করে না।এছাড়া এখানে আরো মজার ব্যাপারে হচ্ছে ঝাল মুড়ি, শসা, আমড়া মাখা ও ডাবসহ নানা রকমের খাবারের সমাহার রয়েছে।আমার হাজব্যান্ড তো শুধু খেয়েই যাচ্ছিল আমড়া মাখা, শসা ও ঝাল মুড়ি।আর আমারও ঝালমুড়ি এত পছন্দের যে বলে বোঝাতে পারবো না।যেখানেই ঝালমুড়ি দেখব সেখান থেকেই কিনে খেতে হবে।আর সকলে মিলে একসাথে খেতে তো আরো অনেক মজার।

IMG_9880.jpeg

IMG_9881.jpeg

IMG_9923.jpeg

IMG_9924.jpeg

IMG_9954.jpeg

সকলে মিলে পানিতে বেশ কিছুক্ষণ এনজয় করার পর অবশেষে উঠে গেলাম।বাচ্চারা তো পানি থেকে উঠতেই চাচ্ছিল না।

IMG_9974.jpeg

IMG_9975.jpeg

IMG_9976.jpeg

দেখুন পাথরগুলো কত সুন্দর লাগছে। অবশ্য এই পাথরগুলো নতুন আনা হয়েছে, কারণ আগের গুলো চুরি হয়ে গিয়েছিল।

e6eb95e2-f814-41b8-9c89-2acbd18d51bd.jpeg

859819c2-41ba-433b-8da6-7bdcd64ff738.jpeg

744a1131-8bb0-4b87-b749-a73baa5376e7.jpeg

7974c79d-a478-4244-a8e7-faaec2ea2df2.jpeg

a10dbdfa-2b5c-43e4-85ce-5ea8b3d13728.jpeg

46d4d035-fd63-4631-915a-a049fce0471e.jpeg

উপরের সবগুলো ফটোগ্রাফি হাজবেন্ডের মোবাইল থেকে নেয়া হয়েছিল।

এখানে হর্স রাইড ও ছিল। মেয়ে যে তার বাবার সাথে কখন উঠেছিল তা আমি দেখতে পাইনি।পরে যখন দেখেছি তখন তার কাছ থেকে এই ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম।খুব বেশি এনজয় করেছিল সে। অবশ্য গতবার যখন এসেছিলাম তখন আমিও হর্সের পিঠে উঠেছিলাম।তবে আমার অনেক ভয় লেগেছিল যদি ফেলে দেয়।যাইহোক সকলে মিলে খুব বেশি এনজয় করেছিলাম সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকায়।আশা করছি আমাদের এই ভ্রমণের ফটোগ্রাফি গুলো আপনাদেরও ভালো লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 8 days ago 

আসলে এমন জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটালেও ক্লান্ত লাগে না। আমরা যেদিন গিয়েছিলাম,সেদিন তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রী সেলসিয়াস। তবুও গোসল করতে এবং ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লেগেছিল। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101747.40
ETH 3361.81
USDT 1.00
SBD 0.56