একটি সহজ ফুলের অংকন, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েগেছি একটি সহজ ফুলের অংকন নিয়ে।এরি মাঝে অনেকগুলো ফুলের অংকনের চিত্র আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আজকের ফুলের অংকনটি একেবারেই সহজ, সকলেই সহজে আঁকতে পারবে, আশা করি আপনাদের ভালো লাগবে ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

2644C782-1B9E-46A2-B476-8686D7A89B56.jpeg

চলুন দেখে নেওয়া যাক ফুলটি অংকন করতে আমার কি কি লাগবে।

  • একটি সাদা পেপার
  • দুটি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে অংকন করার পদ্ধতি গুলো আপনাদের ধাপে ধাপে দেখানো হলো:

6D2FE5AE-4828-4089-8820-9B307FA193C9.jpeg

প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি, তারপর বৃত্তটির চারিপাশে পাঁচটি পাপড়ি যোগ করে একটি ফুল বানিয়েছি।

3920FC41-6405-43B6-80B2-54E4B3A6CE4B.jpeg

88841A91-7651-4888-B8DD-54B1DC72A303.jpeg

ঠিক একইভাবে ফুলটির দুই পাশে আরও দুটি ফুল এঁকে নিয়েছি।

32E4408F-E024-49E2-B06C-BD6C8EF802E6.jpeg

1B64FF97-3BAC-4F36-B896-AF13591A9ED2.jpeg

এবার ফুলগুলোর পাপড়ির ভেতরের দিকে একটু ডীপ করে এঁকে নিয়ে সামনের দিকে আরেকটু ডিজাইন করে নিয়েছি।

E8AF9E43-516F-4365-9CD4-D0CC40B0DF74.jpeg

এবার ফুলগুলোর নিচে ও উপরের দিকে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

479E3220-52E5-4683-B030-B2EBFA0611DE.jpeg

76630F96-4A7F-42CD-9C72-0A8802E703E5.jpeg

0693F12A-5551-4BB5-81C8-40AD70CEE000.jpeg

এবার ফুলগুলোর বাম দিকে একটু ডিজাইন করে এঁকে নিয়েছি।

0ADBF1C5-6B58-4BE2-9763-50D3A491F54C.jpeg

75C88B7D-0592-4BB0-A5C5-BFD6C203A35F.jpeg

এবার ফুলগুলোর উপরের দিক থেকে লম্বা বাঁকানো কতগুলো দন্ডের মত এঁকে নিয়েছি, দন্ডের মাথায় ছোট ছোট পাতার মতো এঁকে নিয়েছি , এরপর পাতা গুলোর ভিতরের দিকে একটু ডীপ করে এঁকে নিয়েছি।

A2E2836C-901F-4062-B1C1-5C0F1993E33E.jpeg

অবশেষে আমার ফুলের অংকনটি শেষ হলো।

BA117790-2926-4B83-9087-6A9C7D630D5E.jpeg

B7AE8AC9-1AF5-4B39-8677-03EED4EFC148.jpeg

Photographer@tangera
DeviceI phone 10 X max

এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  

আপু আপনার কাছে এই ফুলটি সহজ মনে হলেও আমার কাছে কিন্তু দেখে খুব জটিল মনে হচ্ছে। যদিও আপনি চিত্র অঙ্কনের পর্যায়গুলো ধাপে ধাপে তুলে ধরেছেন তার পরেও যদি একবারে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে খুবই জটিল একটা অংক।
তবে আমার কাছে মনে হচ্ছে আপনি যদি কোন রং এর ব্যবহার করতেন তাহলে আরো বেশি সুন্দর দেখাতো।
অতি চমৎকার করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপু, অনেক সুন্দর হয়েছে আপনার ফুলের অংকনটা। ধাপগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার ভাবে উপস্থাপন করেছেন।

শুভ কামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনার জন্য মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার এই ফুলের আঁকাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর আগেও আমি আপনার অনেকগুলো ফুলের অংকন দেখেছি। প্রত্যেকটা ফুলের অঙ্কণ ই সবসময় সিম্পল এর মধ্যে গর্জিয়াস হয়। যা আমার কাছে খুবই পছন্দের। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে এত সুন্দর ফুলের আঁকা শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করেছেন সুন্দর হওয়ার এই কথা।আর আপনিই খুব ভালো আকেন সেটা বলতেই হয়।আপনার এই ধরনের চিত্রাঙ্কন গুলো খুব সুন্দর আর মনোরম হয়।

 2 years ago 

ধন্যবাদ আপনার জন্য মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে একটি সহজ ফুলের অংকন করেছেন। আপনার অংকন আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য , আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি সবসময়ই খুব সুন্দর করে ফুল আঁকেন। আপনার ফুলগুলো আমার খুব পছন্দ হয়। আজকের ফুলটিও খুব সুন্দর হয়েছে। তাছাড়া আপনি খুব সুন্দর করে ফুল আঁকার প্রতিটি ধাপ দেখান যা খুব সহজে বোঝা যায় ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও দারুণ হয়ছে আপনার আঁকানো ফুলটি। অনেক অভিজ্ঞ ও দক্ষতার সাথে ফুলের চিত্রটি অংকন করছেন। উপস্থাপনাও খুব ভালো হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনার জন্য মন্তব্যের জন্য্।

 2 years ago 

আপু আপনার ফুলের চিত্রাংকনটি দারুন হয়েছে। খুব ভালো লাগছে ছোট ছোট ফুলগুলো। আপনি ফুলের আর্টগুলো অনেক সুন্দর করে করেন দেখতে ভালো লাগে ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 2 years ago 

সুন্দর একটি আঁকার ধাপগুলো আপনি এত সুন্দর ভাবে বুঝিয়েছেন যে আমিও হয়তো অংকন করে ফেলতে পারব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আঁকা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63648.37
ETH 3125.02
USDT 1.00
SBD 3.87